ব্যবসায় কার্য পরিচালনার ক্ষেত্রে লাভ-লস দুই বিদ্যমান। ফরেক্স বাজারের ক্ষেত্রে ও এই কথাটা অন্তর্ভুক্ত। তাবে ধৈর্য্য ধারণ করে কার্য পরিচালনা করলে লস মোকাবেলা করা সম্ভব। এবং অতি সহজে সফলতা অর্জন করা যায়.... ধন্যবাদ।
Printable View
ব্যবসায় কার্য পরিচালনার ক্ষেত্রে লাভ-লস দুই বিদ্যমান। ফরেক্স বাজারের ক্ষেত্রে ও এই কথাটা অন্তর্ভুক্ত। তাবে ধৈর্য্য ধারণ করে কার্য পরিচালনা করলে লস মোকাবেলা করা সম্ভব। এবং অতি সহজে সফলতা অর্জন করা যায়.... ধন্যবাদ।
ফরেক্স একটা ব্যবসায় এই ব্যবসায়ে টিকে থাকতে হলে লসকে বরণ করে নিতে হবে । যে কোন ব্যবসায়ের ন্যায়ে ফরেক্সেও লাভ লস আছে এবং সেটাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে । ফরেক্সে ট্রেডিং এ টিকে থাকার জন্য লসকে মেনে নিতে হবে এবং নিজের কোন *ভুলের কারনে লস হয় সেটাকে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে । কখনোই ফরেক্স এ ভালো করতে পারবেন না। বলা যায় লস ফরেক্স ট্রেড এর একটিঅংশ। আমি নিজেও লস হলে স্বাভাবিক ভাবে নিয়ে আবার পুনরায় চেষ্টা করি ট্রেড করতে।
লস ফরেক্স ট্রেডিংয়ে প্রথম প্রথম আপনার হতে পারে তবে তাই বলে ফরেক্স ট্রেডিং থেকে নিজেকে গুটিয়ে মার্কেট থেকে আপনি প্রস্থান করবেন এটি কোন ভাবেই গ্রহনযোগ্য নয় আমি মনে করি ফরেক্সে লস করার পর প্রত্যেক ট্রেডারেরই উচিত তার ট্রেডিং কেৌশলের ত্রুটি খুজে বের করে সেখান থেকে শিক্ষা গ্রহন করা।তাই লস হলে দেখতে হবে আমার কি কারনে লস হল সেটা সংসধন করতে হবে। আবার ভালো ভাবে চেষ্টা করে সফলতা অর্জন করতে হবে।
অনেকেই আছেন যারা কয়েক দিন ডেমো করে রিয়েল ট্রেড চলে যায় আর তারপর লস করে ফেলে। কিন্তু এই জিনিস টা করা আসলে একটা ভুল কাজ। আমাদের সবার আগে ডেমো করতে হবে তারপর আসলে আমাদের যখন ডেমোতে সাফল্য আসবে তখন রিয়েল ট্রেডে আসতে হবে। কিন্তু আমরা শুরুই করি ভুল কিছু দিয়ে যার খেসারত আমরা অনেক দিন পর্যন্ত দিয়ে থাকি। লস করার পর আমরা মানসিক ভাবে ভেঙ্গে যাই দিক বিদিক খুজে পাই না, অনেক খারাপ লাগে তারপর আমরা আবার ডেমোতে ফিরে আসি। আমি বলবো আসলে আমাদের আগেই ডেমো ভালো ভাবে করা উচিৎ যাতে আমাদের শিক্ষার সময় যে লস টা হবে সেটা যেনো ভার্চুয়াল টাকায় হয় নিজের টাকায় নয়
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু লাভ লস হতেই পারে। আমরা যারা ফরেক্সে ট্রেড করি সবারই কমবেশী লস হয় বা হয়েছে। এক্ষেত্রে যখন লস হয় তখন ট্রেডগুলো এ্যানালাইসিস করে লসের কারণগুলো বের করতে হবে। এবং পরবর্তীতে যাতে উক্ত ভূল আবার না হয় তার জন্য বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে ট্রেড করতে হবে। লসের কারণগুলো আসলে খুব বেশী না, বিশেষ করে মার্কেট এ্যানালাইসিস করে, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে, অতি লোভ না করে ট্রেড করতে পারলে, তেমন লস হওয়ার কথা নয়।
একটা ব্যবসা করতে গেলে লস থাকবে এবং এটা ব্যবসায়ের বৈশিষ্ট । ফরেক্স ব্যবসায় লস অন্য ব্যবসার চেয়ে একটু বেশি হয়ে থাকে এবং এটা এক কথায় স্বিকার করতে হবে । ফরেক্স ব্যবসায় লস করা মানেই যে সব কিছু শেষ তা কিন্ত নয় । কারণ কয়েকটা লস আপনার প্রফেশনাল স্কিলকে নির্ধারণ করতে পারেনা । লস করবেন এবং সেখান থেকে কিছু শিখবেন , এটাই হল ব্যবসার নিয়ম । কিন্ত আমাদের অভ্যস হল লস করার পর যে কারণে লস করি সে কারণটা পুণরায় আবারো করি । অর্থ্যাৎ ভুল থেকে শিক্ষা নিতে পারিনা । তাই ফরেক্সে লস করলে সেটা ভুলে যান এবং মানষিক চাপ নিবেন না । ভুলের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকুন ।
ফরেক্সে যেমন লাভ হয় এমনি লসও হয়ে থাকে। লস হলে আমাদের করণীয় হচ্ছে লসের কারণ খুঁজে বের করা। লসের কারণ খুঁজে বের করে তার সমাধান করে ট্রেড করাই হলো একজন উত্তম ও অভিজ্ঞ ট্রেডারের কাজ। ডেমো অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ অনুশীলন না করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। লস হলো সাফল্যের অন্যতম চাবিকাঠি। তাই লস হলে ঘাবড়ে গেলে হবে ফরেক্স অনেক শেখার প্রয়োজনীয়তা রয়েছে।
লস হলে মন খারাপ করা চলবে না। যারা ব্যবসা করে তারা জানে ব্যবসার মধ্যে লস লাভ দুটোই আছে। তাই লস হলে দেখতে হবে আমার কি কারনে লস হল সেটা সংসধন করতে হবে। আবার ভালো ভাবে চেষ্টা করে সফলতা অর্জন করতে হবে।
ব্যবসার মধ্য লাভ লস বিষয়টা একটা অত্যন্ত মৈলিক ব্যাপার । আমরা যত বেশি লাভের আশা করি না কেন লাভের জন্য আমাদের যথার্থ ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করতে না পারলে তা উল্টা লস বয়ে নিয়ে অাসবে । অনকে সময় তা কাজে দেয় আবার অনেক সময় তা আরও বেশি লসের কারন হয়ে দাড়ায় । তাই আমাদের আগে খুজে বের করতে হবে লস হওয়ার মূল কারণ কি ।।।
ভাই ফরেক্স মার্কেটের ট্রেডিং করতে হলে আমাদের লস হবে এবং এটা আমাদেরকে সহজভাবে মেনে নিতে হবে। কারণ ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার খুঁজে পাওয়া যাবে না যারা লস না করে শুধু লাভ করে । তাই যদি কখনো লস হয় তাহলে মন খারাপের কোন কারণ নেই চেষ্টা করুন লস কেন হচ্ছে তার কারণটি খুঁজে বের করার । আপনি যদি সে কারণ খুঁজে বের করতে পারেন তাহলে আপনি নতুন কিছু শিখতে পারবেন ফরেক্স ট্রেডিং সম্পর্কে এবং পরবর্তীতে সেইলস থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন ।