আমার মতে নতুনদের মোবাইলে ট্রেড করা পাপ কারন তারা মোবাইলে ট্রেড করতে গিয়ে দেখবে কিছু বুযে উঠার আগে অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো নতুনদের জন্য মোবাইল ট্রেড নয় যারা অভিজ্ঞ তাদের ব্যপার টা আলাদা
Printable View
আমার মতে নতুনদের মোবাইলে ট্রেড করা পাপ কারন তারা মোবাইলে ট্রেড করতে গিয়ে দেখবে কিছু বুযে উঠার আগে অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো নতুনদের জন্য মোবাইল ট্রেড নয় যারা অভিজ্ঞ তাদের ব্যপার টা আলাদা
মোবাইলে ট্রেড করা অনেক সুবিধা জনক। এর ফলে কোন জরুরী কাজে বাইরে বের হলেও মোবাইলের মাধ্যমে ট্রেড কন্ট্রোল করা যায়। তবে এনালাইসিস করার জন্য পর্যাপ্ত সুযোগসুবিধা পাওয়া যায় না মোবাইল প্লাটফর্ম থেকে। তবে ট্রেড কন্ট্রোলিং এর ক্ষেত্রে মোবাইল ট্রেডিং এর তুলনা হয় না।
এর ফলে ট্রেডিং এর পাশাপাশি অন্যান্য কাজ করার সুবিধাও পাওয়া যায়।
মোবাইলের সুবিধাজনক কিছু দিক আছে যেগুলো হলো আপনি যে কোন স্থান থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন এমনকি খবরগুলো সংগ্রহ করতে পারবেন খুব সহজে। যার ফলে ফরেক্স ট্রেড করে আপনি খুব সহজেই অধিক বেশি লাভবান হতে পারেন।আমাদের মনে রাখতে হবে আমি যদি ফরেক্স না শিখে ট্রেড করি তাহলে আমাকে লস করতে হবে আর আমি ফরেক্স শিখে ট্রেড করি তাহলে আমি মনে করি ফরেক্স বাজার থেকে আমি লাভবান হতে পারবো
আপনার যদি কোন উইন্ডোজ মোবাইল অথবা এন্ডইয়েড মোবাইল থাকে তাহলে মোবাইলে ট্রেড সুবিধা এই জন্য যে, আপনি যেই কোন জায়গায় আপনার ট্রেডগুলো দেখতে পাচ্ছেন । প্রয়োজনে ট্রেড এন্ট্রি করা অথবা প্রয়োজনে ট্রেড ক্লোজ করতে পারছেন । কিন্তু আপনার মোবাইলে কম্পিউটারের মত ট্রেড মজা লাগবেনা । কারন মোবাইলে কম্পিউটারের মত এতো সুবিধা নেই ।
মোবাইল ট্রেড অনেক সুবিধাজনক তা আমি মানতে পারছি না। যদিও আমি কখনও মোবাইলে ট্রেড করি নি তারপরও আমার মনে হয় মোবাইলে ঠিকমত আনাল্যসিস করা জায় না। আর ডিসপ্লে অনেক ছোট। কম্পিউটার এ যে অপশন গুলো পাওয়া যাই, মোবাইল এ তার অনেকগুলো পাওয়া যাই না।
আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয় না। কেননা ডিসপ্লে খুব ছোট, কাস্টম ইনডিকেটর ব্যবহার করা যায় না। এবং টিপ/এসএল ম্যানুয়ালী বসাতে হয়। তবে আমার কাছে এজন্য ভাল লাগে যখন আমি পিসি থেকে দূরে থাকি তখনও আমার ওপেন ট্রেড গুলো ক্লোজ করতে পারি বা মার্কেট মনিটর করতে পারি।
ফরেক্স এ মোবাইলের মাধ্যমে ট্রেড করা যায়। তবে সব মোবাইলের এ কাজ করা যায় না। কারন সব মোবাইল এন্ডুয়েট ফোনের মত কাজ করে না। এন্ডুয়েট ফোনের সাহায্যে ফরেক্স এ পোষ্ট দেওয়া যায়। আবার ডেমো প্রাকটিস ও এন্ডুয়েট ফোনে করা যায় ফরেক্স মার্কেটে ইনভেস্ট ও এন্ডুয়েট ফোনের সাহায্যে করা যায়।
ফরেক্স এমন একটি ব্যবসা যেকেউ টেড্র করতে পারে । তার যদি কম্পিউটার নাও থাকে তবু সে ইসমাট ফোনদিয়ে ট্রেড করতে পারে । আমি কম্পিউটার দিয়ে ট্রেড করে থাকি ।আমার কাছে মোবাইল ট্রেডেং ভাললাগে না । কারন কম্পিউটারের মত সুবিধা মোবাইল দিতে পারে না । তাছারা এ সব মোবাইলের অনেক দাম হয় এবং ডিসপ্লে অনেক ছোট হয় ঠিকমত বুঝে ট্রেড করা যায় না । আনেকে ফোন দিয়ে ট্রেড করে থাকে ।
আমরা বর্তমানে ফরেক্স মার্কেটের প্লাটফরম এনটি৪,ও এমটি ৫ গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে,ইন্সটল করে তাতে লগ ইন করে আমরা ট্রেড করিতে পারি,সেই মোবাইল হতে হবে এন্ডড্রয়েড বা উন্ড্রো আছে সে রকম মোবাইল, সুবিধার কারন হল সব খানে ব্যাবহার করা যায়।
মোবাইল ট্রেডিং আমাদের অনেক উপকার করে। কারন অনেকের হয়ট কম্পিউটার নেই। তারা মোবাইল এ ট্রেড করতে পারে। আর তাছারা মোবাইল যখন ইছা তখন মার্কেট দেখা যায়। মার্কেট কে নিয়ন্ত্রনে রাখা যায়। আমাদের যারা কম্পুটার নেই তারা মোবাইলে ট্রেড করত্রে পারেন।