হ্যা, ফরেক্স করে ধনি হওয়া যায় । তবে সেজন্য আগে ফরেক্স ভালোভাবে শিখতে ও বুঝতে হবে , ধৈর্য্য ধরে দীর্ঘদিন ফরেক্স ট্রেডিং ডেমোডেমো তে প্রাকটিস করতে হবে , নিজের লোভ ও ইমোশন কে কনট্রোল করতে শিখুন, এবং ভালো মানি ম্যানেজম্যান্ট ফলো করে , আপনি যখন দক্ষ ট্রেডার হতে পারবেন তখনই ফরেক্স ট্রেড করে ধনি হতে পারবেন ।