-
ফরেক্স হচ্ছে এমনি একটা ব্যবসা যার মাধ্যমে ঘরে বসে অনলাইনে টাকা আয় করা যায় । শুনেছি নাকি ফরেক্স থেকে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব । আমি মনে করি যারা ফরেক্স এ দক্ষ তারাই হয়তোবা মাসে এই রকম আয় করতে পারে । কিন্তু যারা ফরেক্স এ দক্ষ নয় তারাতো আর এই রকম টাকা আয় করতে পারবে না । আমার মনে হয় ফরেক্স এ সবাই আসে লোভে পরে যে তারা অনেক টাকা আয় করতে পারবে । যারা রিসেলার তাদের আয় এরকম হতে পারে বলে আমি মনে করি । কিন্তু বেশির ভাগ লোকেই এর এক ভাগ ও আয় করতে পারে না ।
-
ফরেক্স হলো এমন একটি ব্যবসা যেকানে আয় করা সহজ যেমন তেমন আবার কঠিন।তবে সহজ তখনি হবে যখন আপনি ফরেক্স সম্পর্কে জানবেন মেধা দিয়ে করবেন কঠোর পরিশ্রম করবেন।অনুশীলন করবেন তবেই তো আপনি মাসিক আয় অনেক হবে। আপনার ইনকাম বাড়বে।যদি আপনি ফরেক্স বুজনে শুনে ফরেক্স ট্রেড করেন তাহলে শেয়ার মাকের্টে চেয়েও বেশি আয় করা সম্বব। তাই আমি বলবো ফরক্সে থেকে সাসে আয় করা সম্বব।ধন্যবাদ
-
েআমি মনে করি ফরেক্স এ আয় কার খুবই কঠিন কেননা, ফরেক্স শুরু করলে করলে আপনার লসের সম্ভাবনাই খুব বেশি। তবে যদি ভাল কেশৈল রপ্ত করা যায় তবে এখান থেকে লাভবান করা যাবে, এবং ফরেক্স এর সাথে লেগে আছি বলে আজ কিছু শিখতে পেরেছি এখনও লাভ করতে পারি নাই লস করেছি আনেক বেশী তবে ভবিষৎতে পারবো আসা করি।
-
এজন্যই প্রতারণার হাত থেকে বাচার সর্বদাই চেষ্টা করতে হবে, তবে এমন উদ্ভট ধরনের প্রচারণার হাত থেকে দুরে থাকাটাই দরকার. এখনো আমাদের দেশে ফরেক্স শিকার জন্য স্বীকৃত কোনো প্রতিষ্ঠান নাই, যার কারণে আমরা তেমন কোনো ভালো প্রথিষ্টান পাছি না ফরেক্স শিকতে, তাই উচিত নিজের শিক্ষক নিজে হবা. ফরেক্স এই বই পড়ুন, ডেমো শিকুন আসতে আসতে নিজে নিজে ফরেক্স শিকে যাবেন, তবে এক দুই দিনে হবে না সময় তো লাগবেই.
-
ফরেক্স এ আয় করা খুব সহজ আবার খুব কঠিন। কারন ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসায় আয় করতে হলে আপনার ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হবে অনেক কিছু শিখতে হবে অনেক জ্ঞান অর্জন কতে হবে। আর ফরেক্স সম্পর্কে যদি আপনি কিছু না জানেন কিছু না শিখেন কোন অভিজ্ঞতা যদি না থাকে ফরেক্স সম্পর্কে তাহলে আপনি ফরেক্স ব্যবসা থেকে কোন দিন অায় করতে পারবেনা।
-
ফরেক্সের নামে ভুল তথ্য দিয়ে আমাদের কোন লাভ নাই তাই আমি মনে করি শুধুশুধু ফরেক্স সম্মন্ধে ভুল তথ্য দিয়ে যারা মানুষদের প্রতারিত করছে তারা ফরেক্স সম্মন্ধে ভালকরে জানেনা। আমি মনে করি দক্ষ হয়ে কেউ যদি ফরেক্স ব্যবসা করে তবে সে এখান থেকে আয় করতে পারবে। সেজন্য আগে তাকে ফরেক্স ভালভাবে বুঝতে হবে।
-
যারা আসলে এই ধরনের প্রলোভন দেখাচ্ছে তাদের প্রকৃত উদ্দেশ্য আসলে কি সেটা আমার ঠিক জানা নেই তবে আমি মনে করি আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ের উপর নিজেকে পরিপূর্ন দক্ষ এবং অভিজ্ঞ করে তুলতে পারেন তা হলে মাসে অবশ্যই ঐ পরিমান অর্থ আপনার পক্ষে ও আয় করা সম্ভাব তবে তার জন্য আপনাকে অবশ্যই অনেক অনেক অনুশীলন করে তার পর নিজেকে প্রস্তুত করতে হবে।
-
অনেকে মনে করেন যে, ফরেক্সে শুধু বাই সেল করলেই টাকা আসে, এই ধারণা করেই অনেকে ফরেক্স সম্পর্কে প্রচারণা চালাচ্ছে কিন্তু আসলে মনে রাখা ভালো যে ফরেক্স সম্পর্কে না জেনে, না বুজে নিজে ট্রেড করবেননা, ও নিজে না বুজে অন্যকে প্ররোচনায় পেলবেন না।
-
লাভ আর লস নিয়ে সব কাজ।ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে
ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অল্প জ্ঞান নিয়ে
ফরেক্স শুরু করলে করলে আপনার লসের সম্ভাবনাই খুব বেশি হবে।
-
ফরেক্স এ বিভিন্ন ভাবে আয় করা যায়। যার মাধ্যমে আমাদের দেশে বেকারত্বের হার কমে যাচ্ছে। ফরেক্স এ ট্রেড করে আয়করা যায়। এ ট্রেডে নিজের ইচ্ছা মত প্রশ্নের উত্তর দেওয়া যায়। আবার কম পুজি নিয়ে ইনভেস্টের মাধ্যমে বেশী লাভ করা যায়