-
হ্যাঁ, অবশ্যই শিক্ষকরা ফরেক্স মার্কেটে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে,আর শুধুমাত্র শিক্ষক না যে কোন পেশার মানুষই স্বাধীনভাবে ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারবে কারণ এই ব্যাপারে ফরেক্সের কোনো নিষেধাজ্ঞা নেই।তবে ফরেক্স মার্কেটে ব্যবসা করে আয় করতে হলে অবশ্যই আপনাকে হরেক সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হতে হবে, আর আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকেনঅর্থাৎ ফরেক্স ট্রেডিং সম্পর্কে যদি আপনার প্রপার দক্ষতা থাকে তাহলে আপনি যেকোনো সময়ে,যে কোন জায়গা থেকেই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারবেন শুধু তার জন্য আপনার একটা ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহার করতে হবে।
-
ফরেক্স ব্যবসা হলো উন্মুক্ত এবং এটি সবার জন্য। তাই আমি মনে করি সকল পেশাজীবি মানুষ এই ব্যবসা খুব সহজেই করতে পারবে। তাছাড়া শিক্ষকরা তাদের কর্মস্থল শেষ করে পর্যাপ্ত সময় পায় তাই আমি মনে করি তারা এই ব্যবসায় বেশি সময় দিতে পারবে এবং ভাল উপার্জনও করতে পারবে। তবে হ্যা ভাল উপার্জনের জন্য অবশ্যই তাদের এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে যেটার জন্য তাদেরকে প্রাথমিক অবস্থায় বেশি সময় দিতে হবে। যদি তারা বেশি সময় না দিতে পারে তাহলে সফলভাবে উপার্জন করতে তাদের অনেক সময় লেগে যাবে।
-
আমি যতটুকু জানি যে কোন পেশার ব্যক্তিই এই ফরেক্স ব্যবসা করতে পারে। আর শিক্ষকের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে। কারন তারা শিক্ষা নিয়ে আছে। আর ফরেক্স শুরু করতে হলে অবশ্যই বেশি বেশি পড়া-লেখা করতে হবে।
-
হ্যাঁ , শিক্ষকেরা অবশ্যই ফরেক্স ট্রেডিং করতে পারে । যেকোনো মানুষ যেকোনো পেশারই হোক না কেন সে যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানে তাহলেই সে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । আমার এক পরিচিত শিক্ষক আছে যিনি প্রায় ৫ বছর ধরে ফরেক্সে ট্রেড করছে এবং বর্তমানে সে অনেক ভালো অর্থ উপার্জন করছে । তাই আপনি যে পেশার ই হউন না কেন ফরেক্স ট্রেডিং শিখে আপনিও ফরেক্স মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারেন , এতে কোন বাঁধা নাই ।
-
কেন করতে পারবেনা? সবাই ফরেক্স ট্রেডিং করতে পারবে যাদের কম্পিউটার সম্পর্কে ন্যূনত্ব জ্ঞান আছে, তার মানে যে ইন্টারনেট এ ব্রাউজ করতে পারে সেইই পারবে। আমার মতে শিশু আর বয়স্ক মানুষ ছাড়া বাকি সবাই ফরেক্স ট্রেডিং করতে পারবে, তবে শিক্ষক দের জন্য ফরেক্স ট্রেডিং আরও সহজ কারন সারাদিন ক্লাস নেবার পর অনাদের আর কিছু করার থাকেনা, এই সময় টা যদি ওনারা ফরেক্স ট্রেডিং এ কাজে লাগাতে পারেন তাহলে কিছু বারতি আয় করতে পারবেন। এমনিতে আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষক দের বেতন খুব কম, এই জন্য অনেকই ইচ্ছা থাকা সত্তেও এই পেশায় যেতে চায়না, আমি নিজেও কিন্তু এক সময় শিক্ষক ছিলাম কিন্তু এতে টাকা খুব ই কম, সংসার বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকাটা খুব মুশকিল।
আমি যখন শিক্ষক ছিলাম, আমার একজন সিনিয়র শিক্ষক চিলেন যিনি কিনা স্টক বিজনেস করেন, তিনি কোথায় জেনে ফরেক্স সম্পর্কে জেনেছেন, কোন এক মাধমে উনি জানতে পেরেছেন যে আমি ফরেক্স করি, ওই দিনের পর থেকে উনি আমার পিছুই ছাড়েন না, ওনার গাড়িতে করে বাসায় দিয়ে যেতেন, আমি অনাকে একটু টেস্ট করছিলাম যে ওনার ধৈর্য কেমন, ওটা আমারই ভুল ছিল, কারন উনি ত মুটামুটি সবই বুজেন যেহেতু উনি স্টক বিজনেস করেন।
ওনাকে শিখাতে আমার খুব একটা সময় লাগলো না, আমার নিজে থেকে ও অনেক ভাল লাগলো যে একজন মানুষকে ভালো একটা রাস্তা দেখিয়ে দিলাম, এখন ও মাজে মাজে আমাকে কল দিয়ে ওনার আপডেট জানান, আমি ও খুশি হই। তবে আমার মনে হয় ফরেক্স করতে কোন পেশা লাগেনা, যেকোনো পেশা থেকে করা যায়।
-
ফরেক্স একটি উন্মুক্ত ব্যবসায় এখানে যে কেউ ব্যবসায় করতে পারে। শুধু প্রয়োজন বিনিয়োগ এবং ট্রেডিং একাউন্ট ওপেন করার। ফরেক্স ফুল অথবা পার্ট টাইম হিসাবে করা যায়। শিক্ষকরা তাদের কর্ম শেষে অবসর সময়ে এই মার্কেটে সময় দিয়ে বাড়তি আয় করতে পারেন। ফরেক্স মার্কেটে নারী পুরুষ, ছাত্র - শিক্ষক সকলেই কোন ধরনের প্রতিযোগিতা ছাড়াই মিলেমিশে ব্যবসায় করতে পারে।
-
ফরেক্স শিক্ষক সেই শিক্ষক যেখানে তাদের সম্পূর্ণ তথ্য রয়েছে এবং বিশেষত ট্রেড করার বিষয়ে ধারণা রয়েছে কীভাবে ফরেক্সে সাফল্যের উপায়গুলি যে তাদের কাছে জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে সমস্ত কিছু রয়েছে যে কারণে তারা ফরেক্স ট্রেডিংয়ের মূল্যবান শিক্ষক
-
ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,তাই এই বিজিনেস যে কোন পেশার মানুষ করতে পারবে,তাই শিক্ষকরা খুব সহজে এই বিজিনেস এ জইন করে ভালো ভাবে ফরেক্স লার্ন করে অতিরিক্ত অর্থ ঘরে বসে উর্পাজন করতে পারবে,ফরেক্স বিজিনেস সব পেশার মানুষ বিনা বাধাই করতে পারবে।
-
আমি মনে করি ফরেক্সে সবাই কাজ করতে পারে আর শিহ্মকরা ও ফরেক্স কাজ করতে পারে । ফরেক্স হল বাড়তি ইনকাম এখান থেকে সহজে ইনকাম করা যায় । আর সহজে নিজের স্বপ্ন গুলো পুরন করা যায় । তাই শিহ্মকরা ও ফরেক্স করতে পারে ।
-
ফরেক্স ট্রেড যেহেতু মোবাইল ট্যাব ল্যাপটপ এ করা যায় সেহেতু এটা সবাই করতে পারে।শিক্ষক ব্যবসায়ী চাকুরীজিবী সবাই পার্টটাইম হিসেবে ফরেক্স ব্যবসা করতে পারে।এর জন্য চাই ধৈর্য ও অধ্যাবসায় ।ফরেক্সের কাজ যেকোন জায়গায় করা যায় বলে এটা যেকোন প্রকার লোকই এটা করতে পারে।