-
ফরেক্স মার্কেট এ ডেমো একটি আশীর্বাদ হিসাবে গণ্য করা যায় । ডেমোর মাধ্যমে আমরা ফরেক্স সম্পর্কে শিখতে পারি আসল বাজারে নকল টাকা বিনিয়োগ করে , যা কিনা আমাদের একজন দক্ষ বিনিয়োগ কারো হিসাবে গড়ে তুলে । কিন্তু যখন আমরা আমাদের আসল টাকা আসল মার্কেট এ বিনিয়োগ করতে যাই তখন আমাদের মাথায় এক অন্য রকম চাপ সৃষ্টি হয় যা কিনা ডেমো এর সময় হয় না । এবং এই চাপ আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করে ও আমরা আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে বের্থ হয় । যা অনেক সময় হতাশার সৃষ্টি করে ।
-
ডেমা আর রিয়েল ট্রেড একই র্মাকেটে ট্রেড করতে হয় শুধু পার্থক হল ডেমো একাউন্টে আপনি ট্রেড করে যা লাভ বা লস করেন না কেন তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই ,কিন্ত রিয়েলে একাউন্টে লাভ লস দুইটি আপনার ।অনেকে বলেন ডেমো ও রিয়েল ভিন্ন এই দুইটি এক শুধু মাত্ৰ ডেমো একাউন্টে ফ্রি ১০০০ হজার ডলার দিয়ে কাজ করতেছেন কিন্ত রিয়েলে মাত্ৰ ১০০ ডলাল দিয়ে ট্রেড করছেন ডেমোএকাউন্ট এ অনেক বেশি ব্যালেন্স থাকার কারনে আপনি বেশি লট দিয়ে কাজ করতে পরবেন আর রিয়েলে ব্যলেন্স কম থাকার ট্রেড করতে সম্যসা হয় এক্ষেত্ৰ আপনার মানি ম্যনেজমেন্টে সম্যসা হয় এবং লাভ কম হয় যার ফলে ডেমো একাউন্ট থেকে রিয়েল একাউন্টে কাজ করতে কষ্ট হয়।
-
রিয়েল ট্রেড আর ডেমো ট্রেডের মধ্যে পার্থক্য অনেক বেশি আপনাকে রিয়েল ট্রেড করতে হলে ইনভেস্ট করে ট্রেড করতে হবে আর রিয়েল ট্রেড করে প্রফিট আপনে উথড্র করে পেলতে পারবেন আর আপনার ডেমো টাকা যতই প্রফিট করেন না কেনো কিন্তু তা উইথড্র করতে পারবেন না ডেমো ট্রেড করা হচ্ছে আপনাকে রিয়েল ট্রেড করার জন্য প্রস্তুত হওয়া।তাই ডেমোতে যতবেশি প্রফিট করা যায় রিয়েল ট্রেড করে কিন্তু বেশি প্রফিট করা যায় না কারন রিয়েল ট্রেড করার সময় বয় জিনিস অনেক বেশি কাজ করে।
-
ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড করার মধ্যে মুল পার্থক্য থাকে অর্থ। ডেমো তে আমরা লস করি অর্জন করি যা আমাদের মানসিক দিক দিয়ে তেমন কোন পরিবর্তন সৃষ্টি করে না তবে রিয়েল ট্রেড করলে ব্যাপক পরিবর্তন সৃষ্টি করে। আমরা ভীত থাকি ট্রেডে কখন যেন লস করে ফেলি তবে ডেমো ট্রেড করতে গেলে ভীত কম হয়। তাই ডেমো ট্রেড করা সহজ আর রিয়েল ট্রেড করা কঠিন হয়ে যায়।
-
রিয়েল যখন শুরু করলাম মনে হচ্ছে ফরেক্স সম্পর্কে কিছুই জানি না। ডেমোতে লাভ করে মনে হয়েছিল ফরেক্স ট্রেড সহজেই করতে পারব।আসলে না তা হয়ত পারলাম না, অনেক জানতে হবে, অনেক পড়তে হবে, অনেক লস দিতে হবে। ডেমোতে ইচ্ছামত ট্রেড করা যায় এবং এখনে কোন বিনিয়োগ করতে হয় না আর রিয়েলে বিনিয়োগ করে ট্রেড করতে হয় । ডেমতে লাভ হলে সে লাভের টাকা পাওয়া যায় না আর রিয়েলে লাভের টাকা ওঠানো যায় ।
-
আসলে আমি যতদূর জানি ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড এর মধ্যে অনেক ব্যবধান রয়েছে। কারন ডেমো ট্রেড এ লাভ করা যতটা সহজ রিয়েল ট্রেড এ লাভ করা ঠিক ততটাই কঠিন। তবে ডেমো ট্রেড এর মাধ্যমে বার বার অনুশীলন করলে রিয়েল ট্রেড এ লাভ করা সহজ হয়ে যায়।
-
রিয়েল ট্রেড এবং ডেমো ট্রেড একই জিনিস কিন্তু ডেমো ট্রেডে চাপমুক্ত ট্রেড করা যায় অন্যদিকে রিয়েল ট্রেডে একটু চাপ থাকে তারপর ও বুদ্বিমত্তার সহিত ভালভাবে ট্রেড করতে পারলে ফরেক্স মার্কেটে অনেক লাভবান হওয়া যাবে তবে আমি যেটা মনেকরি ফরেক্স মার্কেটে ইনকাম করতে হলে আপনাকে মাথা খাটাতে হবে ।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।