-
আমি ফরেক্সে ট্রেড করে প্রতিদিনেই প্রফিট করতে পারিনি।আর বর্তমানে আমি শিখার পর্যায়ে রয়েছি বলে দৈনিকই আয়ের চিন্তায় করিনা।তবে ফরেক্স থেকে যাই প্রফিট হোক না কেন আমি তাতেই সন্তুষ্ট। কেননা ভবিষ্যতে ভালোভাবে ট্রেড শিখতে পারলে ইনশাল্লাহ ফরেক্সের মাধ্যমে ভালো প্রফিট করতে শিখতে পারবো। আমি দুই মস ধরে ট্রেড করছি তাতে আমি বুঝতে পারছি যে বেশি ট্রেড করলেই লস বেশি হবে । বিষয়টি হলো লোভ মানেই লস । আমার ধারনা এই যে প্রতিদিন ২/৩ টি ট্রেড দিলেই যথেস্ট এর বেশি নয় তাহলেই লস ।
-
আমি ফরেক্সে ট্রেড করে প্রতিদিনেই প্রফিট করতে পারিনি।আর বর্তমানে আমি শিখার পর্যায়ে রয়েছি বলে দৈনিকই আয়ের চিন্তায় করিনা।তবে ফরেক্স থেকে যাই প্রফিট হোক না কেন আমি তাতেই সন্তুষ্ট। কেননা ভবিষ্যতে ভালোভাবে ট্রেড শিখতে পারলে ইনশাল্লাহ ফরেক্সের মাধ্যমে ভালো প্রফিট করতে শিখতে পারবো।
-
আমি মনে করি বৈদেশিক মুদ্রার বাজারের বিনিময়টি প্রত্যয়যুক্তভাব একটি সাধারণ কাজ নয়। বৈদেশিক মুদ্রার বাজারে নতুন ব্যক্তিরা যেহেতু বিশ্বাস করতে পারেন যে বিনিময় হ'ল সুবিধা পাওয়ার সেরা উপায়। যদি আমি প্রতিদিনের জন্য সাধারণভাবে 3-5 ডলার সংগ্রহ করতে পারি তবে আমি নিজেকে দালাল হিসাবে দেখব। সুতরাং যে আমার উদ্দেশ্য হবে।
-
ফরেক্সে খুব অল্পদিন হল এসেছি । আর ফরেক্স এর সবকিছু জানা এখনো অনেক বহু দুরের পথ । তবে আমি ডেমো করার মাধ্যমে নিজের চেষ্টা শুরু করে দিয়েছে । নতুন ট্রেডার হওয়াতে ডেমোতে তেমন ভাল পারফরম্যান্স হচ্ছে না । কেননা পুর্ব অভিজ্ঞতা ব্যাতিত ফরেক্সে আয় করা যায় না । তবে আমি মনে করি যদি লেগে থাকতে পারি অল্পদিনেই আয় শুরু করতে পারব ইনশাআল্লাহ ।
-
ফরেক্সে খুব অল্পদিন হল এসেছি । আর ফরেক্স এর সবকিছু জানা এখনো অনেক বহু দুরের পথ । তবে আমি ডেমো করার মাধ্যমে নিজের চেষ্টা শুরু করে দিয়েছে । নতুন ট্রেডার হওয়াতে ডেমোতে তেমন ভাল পারফরম্যান্স হচ্ছে না । কেননা পুর্ব অভিজ্ঞতা ব্যাতিত ফরেক্সে আয় করা যায় না । তবে আমি মনে করি যদি লেগে থাকতে পারি অল্পদিনেই আয় শুরু করতে পারব ইনশাআল্লাহ ।ফরেক্স থেকে আমি এখন বেশি কিছু চায় না আমি জানি ফরেক্স লোভ করলে ফরেক্স থেকে লস করতে পারি তাই ফরেক্স ভাল ভাবে শিখে তারপর ফরেক্স থেকে বেশি বেশি আয় করব |
-
ফরেক্স মার্কেট এ কে কত আয় করে তার কোন ঠিক নাই। কোন মাসে বেশী কোন আমসে কম। সব মিলাই ইনকাম। আমি এমনো মাস ছিল যখন আমি অনেক ডলার আয় করছি।আবার এমনও মাস আছে যখন আমি একেবারেই আয় করতে পারিনাই। আমি ফরেক্স মার্কেট এ দিনে ৫-৭ ডলার আয় করতে পারি।এর বেশী আয় করার মত সামর্থ্য আমার নাই। আমি এর বেশী ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারিনা।
-
ফরেক্স আমি একজন আপাতত ফোরাম পোস্টার যার কারণে অন্যান্য ব্যাক্তিদের তুলনায় আমার প্রতিদিনের প্রফিট এর হার অনেক কম। সাধারণত ফোরামে মাসিক নিয়ম অনুযায়ী প্রদান করে থাকে যার কারণে আমাদের বোনাস পেতে পেতে এক থেকে দেড় মাস সময় চলে যায় আর আমরা আমাদের বোনাস দিয়ে ট্রেডিং করে থাকি। এই বোনাস অনেক সীমিত যার কারণে তেমন পরিমাণ প্রফিট অর্জন করতে পারিনা। আমার প্রতিদিনের গর প্রফিট 2 থেকে 5 ডলার হয়ে থাকে যা অনেক কম কিন্তু একজন ফোরাম পোস্টার হিসেবে যথেষ্ট বলে আমি মনে করি। রিয়াল ট্রেডার অনেক বেশি অর্জন করতে পারে। সাধারনত ১৫-২০ হয়ে থাকে তাদের দৈনিক প্রফিট।
-
মজার প্রশ্ন করলেন ভাই আপনি। আসলে ফরেক্স মার্কেট এ কে কত আয় করে তার কোন ঠিক নাই। কোন মাসে বেশী কোন আমসে কম। সব মিলাই ইনকাম। আমি এমনো মাস ছিল যখন আমি অনেক ডলার আয় করছি।আবার এমনও মাস আছে যখন আমি একেবারেই আয় করতে পারিনাই। আমি ফরেক্স মার্কেট এ দিনে ৫-৭ ডলার আয় করতে পারি।এর বেশী আয় করার মত সামর্থ্য আমার নাই। আমি এর বেশী ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারিনা।
-
আসলে ফরেক্স ট্রেডিং এর প্রফিটের হিসাব ডলার দিয়ে নয় বরং পিপস দিয়ে করা উচিৎ । দিন শেষে একজন কত পিপস্ আয় করতে পারে সেটিই বড় কথা । তাই সবার উচিৎ নিজের লট সাইজ নির্দিষ্ট করে প্রতিদিনই কিছু পিপস্ অর্জন করার চেষ্টা করা । এটাই বোধয়হয় সফলতা জন্য প্রয়োজন।
-
ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।ফরেক্স ট্রেডিং এর প্রফিটের হিসাব ডলার দিয়ে নয় বরং পিপস্ দিয়ে করা উচিৎ । দিন শেষে একজন কত পিপস্ আয় করতে পারে সেটিই বড় কথা । তাই সবার উচিৎ নিজের লট সাইজ নিদৃষ্ট করে প্রতিদিনই কিছু পিপস অর্জন করার চেষ্টা করা । এটাই বোধয়হয় সফলতার জন্য প্রয়োজন।ফরেক্স মার্কেটে সবাই আসে লাভ করার প্রধান উদ্দেশ্য নিয়ে । কিন্ত সবাই কম বেশি লস করে । আসলে কেউ লস করতে চাই না । হয়ত বা মার্কেট মুভমেন্ট আমাদের বিপরীতে থাকে অথবা আমাদের ভুলের কারণেই আমরা লস করে থাকি এবং এর ফলাফল হিসেবে মাঝেমধ্য একাউন্ট জিরো হয়ে যায় । আসলে তখন খুব কষ্ট লাগে । তাই নতুন ট্রেডারদেরকে ব্যার্থদের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে ট্রেড করতে হবে ।