-
উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে।বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে।নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,
-
ফরেক্সে লসের কারন
আমার মতে ফরেক্সে লস হওয়ার কারণ হলো ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্স এ ট্রেড করা।এবং অতিরিক্ত লোভ করা।আর ফরেক্স এ অতিরিক্ত লোভ করলে কখোনও লাভ করা সম্ভব না। তাই আপনাকে লসের হাত থেকে বাচতে হলে ফরেক্স সম্পর্কে ভালোভাভে জ্ঞান অর্জন করতে হবে।তাহলে আপনি লসের হাত থেকে বাচতে পারবেন।
-
অজ্ঞতা ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারণ। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে দক্ষতার বিকল্প নেই। এর জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে মিনিমাম ছয় মাস থেকে একবছর ডেমো ট্রেডিং করতে হয়। ডেমো ট্রেডিং ছাড়া আপনি যখন রিয়েল ট্রেড করবেন তখন আপনি না বুঝে উল্টো পাল্টা ট্রেড করবেন এবং লস করবেন। কারণ ফরেক্সে ট্রেড করার কিছু নিয়ম আছে। যেমন মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত ট্রেড করা। এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ মুলধন অনুযায়ী রিস্কের এর একটা অনুপাত আছে। এই অনুপাতের বেশি ট্রেড আপনি যখন করবেন মার্কেট বিপরীতে চলে গেলে আপনার লসে থাকার সম্ভবনা বেশি থাকবে। অন্যদিকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ভূল সময়ে ট্রেড করাটাও অনেক ঝুঁকিপূর্ণ। এতে দীর্ঘ মেয়াদী লসে থাকার সম্ভবনা বেশি থাকে। এছাড়া লোভ করাটাও লসের অন্যতম কারণ। মুলধন কম নিয়ে যারা ট্রেড করেন এবং ট্রেড করার সময় কেবলমাত্র টেক প্রফিট ব্যাবহার করেন কিন্তু স্টপ লস ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে অতিরিক্ত লসে থাকার ঝুঁকিটা বেশি থাকে। যারা মার্কেট লসে থাকলে লসটা পুশানোর জন্য ওভার ট্রেড করাটাও ঝুঁকিপূর্ণ। মার্কেট ওখান থেকে আরো বিপরীতে চলে গেলে তাদের লসে থাকার সম্ভবনা বেশি থাকে।
-
ফরেক্সে অনেক গুলো কারণে ট্রেডাররা লস করে। তার মধ্যে প্রথমেই বলবো বিবেচনার অভাবের জন্য। অনেকেই কোন কিছু বিবেচনা না করেই, কোন কিছু না বুঝেই ট্রেড করতে থাকে। যেহেতু সে কিছু বোঝে না,তাই সে লস খায় । দূরদর্শিতার অভাবও ফরেক্স লসের অনেক বড় একটা কারণ। অনেকেই অন্যের ফোরাম কপি পেস্ট করে লসে পড়ে। আর ম্যানজম্যান্টের কথা না হয় না ই বললাম।
যদি এগুলোকে ঠিকঠাক ভাবে মাথায় রেখে একজন ট্রেডার ভালোভাবে চলতে পারে তাহলেই তার পক্ষে লস ঠেকানো সম্ভব বলে আমি মনে করি।
-
ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
-
আমরা জানি ফরেক্স একটি কারেন্সি ক্রয় বিক্রয় এর মার্কেট। এখানে সবাই আসে ফরেক্স থেকে আয় করতে। কিন্তু অনেক ট্রেডার বেশি লোভের কারনে ফরেক্স থেকে লস করে ছিটকে পড়ে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার কিছু রুলস আছে। ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালোভাবে বেসিক কিছু নিয়ম কানুন জানতে হবে। অনেকে ট্রেডার ফরেক্স এ খুব তারাতারি লাভ করতে চাই। আর অতি লোভের কারনে তারা লস করে। বিভিন্ন এনালাইস এর মাধ্যমে ফরেক্স এ ট্রেড করলে ফরেক্স থেকে আপনি লাভ করতে পারবেন।
-
একথা সত্য যে ফরেক্সে অধিকাংশ ট্রেডার্স করে থাকে। তবে এই লস করার কারণ শুধুমাত্র একটি না, অর্থাৎ ফরেক্স এর লস করার অনেকগুলো কারণ রয়েছে। যেমন:-
১/ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞানের অভাব অর্থাৎ ফরেক্স এর ব্যাপারে যথাউপযুক্ত জ্ঞান না থাকা।
২/ফরেক্স এর ব্যাপারে উদাসীনতা, মানে ফর এ সম্বন্ধে সঠিক অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা।
৩/ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস না করা, অর্থাৎ শুরুতেই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করা।
৪/কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া কি ট্রেড ওপেন করা।
৫/কোন বিষয়ের তোয়াক্কা না করেই নিজের খুশিমতো ট্রেডিং করা।
৬/লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারা।
৭/অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড ওপেন করা।
৮/অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা।
৯/অতীতের ভুলগুলো থেকে কোন প্রকার শিক্ষা না নেওয়া।
১০/ফরেক্স এর আপডেট নিউজ এর ব্যাপারে কোনো খবর না রাখা।
মূলত এই সকল বিষয়ের কারণেই একজন ট্রেডার ফরেক্স এ লস করে থাকে।আমি বিশ্বাস করি যে কোন ট্রেড আর যদি এই সকল বিষয়কে মূল্যায়ন করে যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে ট্রেডিং করে তাহলে সে অবশ্যই ফরেক্স এ লস এড়িয়ে লাভ করতে পারবে।
-
আপনার কথা অনেকাংশে সত্য। ফরেক্সে বিগেনার রা 95 শতাংশ লস করে থাকে। আমি মনে করি এর প্রধান কারণ হলো অনভিজ্ঞতা। প্রথম প্রথম মনে হয় ফরেক্স অনেক সহজ জিনিস ডেমো প্র্যাকটিসের সময় ও তাই মনে হয়। আন্দাজে ট্রেড ধরে অনেক প্রফিট করা হয় তখন তারা লোভের বশবর্তী হয়ে রিয়েল একাউন্ট খুলে বসে ট্রেড করে। আন্দাজে ট্রেড ধরলে কিছু প্রফিট হলেও হতে পারে কিন্তু লস হবে এটা সিদ্ধ সত্য। মার্কেট যখন বিপরীতে যায় তখনকার পরিস্থিতি কি রূপ হতে পারে তা তারা জানেও না। অভিজ্ঞতা একটা বিষয় এছাড়াও মার্কেট বুঝা এবং মানুষের বুঝা ও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসব কারণে ও বড় বড় লস হয়।সবকিছু ভালোভাবে না জেনে রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করে ট্রেড করা উচিত না।
-
ফরেক্সে লসের কারন হল নিয়ম না মেনে সঠিক পদ্ধতিতে ট্রেডিং না করা। আমরা যারা ফরেক্স এর ট্রেডিং করে থাকি আমরা ফরেক্স এর সঠিক পদ্ধতিতে ট্রেডিং করি না। এমনকি কিভাবে সঠিকভাবে ট্রেড করতে হয় তাও জানিনা। অপরিকল্পিতভাবে ট্রেডিং করার কারণে আমরা লসে পড়ি। সঠিক মানি ম্যানেজমেন্ট এ ট্রেড না করা, ওভার লটে ট্রেড করা, বেশি পরিমাণ রিক্স নিয়ে ট্রেড করা, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড না করা, ট্রেডিং এর সময় ধৈর্যশীল না হওয়া এবং লোভে পড়ে ট্রেড করার কারণে আমরা সব সময়ই লসে পড়ে থাকি।তাই ফরেক্স মার্কেটে লস এর পরিমাণ কমাতে হলে অবশ্যই আমাদেরকে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে ফরেক্স ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লস এর বিবিধ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম লস এর প্রধান কারণ হলো যদি ট্রেডিং সম্পর্কিত জ্ঞান পর্যাপ্ত পরিমাণে না থাকে এবং সেই অবস্থায় ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে সে ক্ষেত্রে লস এর সম্ভাবনা থেকেই যায়। একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই প্রথমে ভালোভাবে মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট এর আলোকে ট্রেড করতে হবে আর যখনই কোন ট্রেডার উল্লেখিত বিষয় সমূহ অগ্রাহ্য করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে উদ্বুদ্ধ হবে তখনই সে বড় ধরনের লস এর সম্মুখীন হবে। এছাড়াও অধিক প্রফিট অর্জনের লোভ একজন ট্রেডার কে ভুল ট্রেডিং এর দিকে নিয়ে যায় যার ফলশ্রুতিতে উক্ত ট্রেডার ট্রেডে বড় ধরনের লস করে থাকে। তাই পরিশেষে বলতে চাই ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে হলে নিয়মতান্ত্রিকভা ে ফরেক্স ট্রেডিং কৌশল মানি ম্যানেজমেন্ট ইত্যাদির আলোকে ট্রেড করতে হবে।