ফোরাম থেকে পাওয়া বোনাসের ডলার দিয়ে ট্রেড করে কি আপনি লাভ করেছেন। একদিনে সর্বোচ্চ কত লাভ করেছেন?
Printable View
ফোরাম থেকে পাওয়া বোনাসের ডলার দিয়ে ট্রেড করে কি আপনি লাভ করেছেন। একদিনে সর্বোচ্চ কত লাভ করেছেন?
ফোরামের বোনাসের ডলার দিয়ে আমি লাভ করেছি । আমার ইচ্ছা হল ফোরামের ডলার বেশী বেশী আয় করার চেষ্টা করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব । সুতরাং আমরা কখনো ফোরাম থেকে দূরে থাকব না তাহলে আমরা ফরেক্স ব্যবসা ভুলে যাব । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে ফোরাম করা শুরু করেন ।ফরেক্স মার্কেটে ফোরাম বোনাস দিয়ে প্রথমে ভাল প্রফিট করে ছিলাম।ফরেক্সে ট্রেড করা যায় ঠিক তেমনি বোনস দিয়ে ট্রেড করে ট্রেডে যে লাভ হবে তাও মার্কেট থেকে উত্তোলন করে নিজের পকেটে নেওয়া যায়।লধন হিসেবে এই ফোরাম বোনাস অনেক সহায়ক তাই আমি লাভ করার জন্য মূলধন হিসেবে এইটি বেবহার করি । আমি করেছি এবং অনেকেই করেছে এখানে কোন ভুল নাই । লাভের পরিমান নিরভর করে আপনার ব্যালেন্সের উপর । যত বেশি ব্যালেন্স বাড়াতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন ।