ফরেক্স মার্কেটে লস করার first and foremost কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। যার যত বেশি লোভ ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়ার সম্ভাবনাও তার ততো বেশি। লোভ ফরেক্স মার্কেটে সফলতার অন্তরায়। ফরেক্সে অতিরিক্ত লোভা আপনাকে দেউলিয়া করে ছাড়বে। ফরেক্সে সফল হতে হলে লোভ নিয়ন্ত্রন করেই ট্রেড করতে হবে। কোন কিছু শেখান জন্য আসক্তি থাকা ভালো যদি আসক্তি আমার জন্য মঙ্গল নিয়ে আসে। ফরেক্সে অনেকেই আসক্ত হয়, তবে সেটা লোভের আসক্ত। লোভে আসক্ত হলে ফরেক্স আপনাকে ধ্বংস করে ছাড়বে। ফরেক্সে অতিরিক্ত লোভ কোনক্রমেই কাম্য নয়। সেটা আপনাকে নিঃশ্ব করে ছাড়বে।
বিশেষ করে নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই বেশি মুনফা লাভের আশায়, রাতারাতি বড়লোক হওয়ার নেশায় বড় লটে ট্রেড নিয়ে বসে। কোন ধরনের মার্কেট এনালাইসিস না করেই ট্রেড নিয়ে বসে, ফলে লসের সম্মুক্ষীন হতে হয়। অতিরিক্ত লোভ কোন কালেই কারো জন্য মঙ্গল বয়ে আনেনি বরং ধ্বংশ নিয়ে এসেছে। তাই ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না। ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি। ধন্যবাদ।