-
লোভে পাপ আর পাপে মৃত্যু এই কথাটা আমরা সবাই জানি । তারপর ও আমরা প্রতিনিয়ত লোভ করে যাচ্ছি এবং একপর্যায়ে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি । ফরেক্স মার্কেট ও ঠিক তেমনি । ফরেক্স মার্কেটে কাজ শুরু করে আমরা অতি তাড়াতাড়ি বড়োলোক হওয়ার কথা ভেবেই লোভ করি এবং পরবর্তীতে আমরা ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়ি । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ধৈর্য ধারণ করে টিকে থাকা এবং লোভকে বর্জন করা,,,,, ধন্যবাদ ।
-
লোভ করলে ফরেক্স মার্কেটে আপনি ক্ষতি গ্রস্ত হবেনই।ফরেক্স মার্কেট থেকে প্রচুর অর্থ কামানো যাই কথাটা সত্য কিন্তু তার জন্য যথেষ্ট পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন হই।আর ট্রেড করলে আপনাকে নির্দিষ্ট পরিমান লাভ নেওয়ায় উচিত যদি মার্কেট আপনার পক্ষে যাই আর যদি আপনি বেশি লোভ করেন তাহলে তার ফলাফল খুবই খারাপ হবে।
-
সেন্টমেন্ট এনালাইসিস করুন। লোভ কে বাদ দিন। রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নিন। হতাশা বাদ দিন। এন্ট্রি থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করুন। মানিমেনেজমান্ট করে ট্রেড নিন। দক্ষতা অর্জনের সাথে ট্রেড ওপেন করুন। টেকনিকালি এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিন।ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন।
-
কারণ এটি আমাদের চ্যালেঞ্জ, কীভাবে বাজারের পদক্ষেপটি বোঝার সাথে লাভ নেওয়া যায়। এবং এটি করা সহজ নয়।
আপনার যদি এটি সম্পর্কে জ্ঞান না থাকে তবে আপনার ভাবনার উপর ভিত্তি করে বাজারটি যখন না সরবে তখন আপনাকে হতাশ হতে হবে। এবং আপনি এখনও ধারাবাহিক লাভ অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যান এবং এটি মজাদার, ফরেক্স আপনাকে জয়ের জন্য চ্যালেঞ্জ জানায়
-
হ্যা এটা পুরোপুরি বিশ্বাস করি লোভ করে আমরা সবাই কিছু না কিছু ক্ষতিগ্রস্থ হয়ে থাকি। লোভের একটাই কারণ যখন আমরা কোন ব্যবসা ক্ষতিগ্রস্থ হয় তখন মনে মধ্যে হতাশা জন্মে এবং সেই হতাশার কারণে লোভের দিকে অগ্রসর হই, তখন কোন ট্রেডারের কাছে ভালমন্দ বিচার করার বুদ্ধি থাকে না। যার ফলে প্রতিটি ট্রেডই ফরেক্স মার্কেটে আপনার ক্ষতি বা লসের দিকে নিয় যায় পরিনামে আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্থ হবেন।
-
ফরেক্সে ট্রেড করার সময় আর যাই করুন না কেন কখনই লোভ করবেন না কারন লোভ এমনই শত্রু যা আপনাকে যেকোনো সময় সর্বশান্ত করে মার্কেট থেকে ফেলে দিতে পারে। অনেকেই আমার এই বক্তব্যের সাথে একমত হবেন কারন তারা নিজেরাই হয়তোবা তার জলন্ত প্রমান।তাই ফরেক্স ট্রেডিংয়ে সব সময় লোভকে না বলুন।
-
ট্রেডিং বেশি লোভ করেন অথবা ধৈর্য্য হারা হন তাহলে আপনি কখনও ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না সাধারণত আমরা বেশির ভাগ ট্রেডার মনে করি ফরেক্স থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারি এই আশা করে আমরা কোন ট্রেড ওপেন করার সময় টেক প্রফিট দেয় না আপনি আপনার লোভ ত্যাগ করতে না পারেন তাহলে আপনার এই ব্যবসা হতে দুরে থাকাই শ্রেয় কারণ লোভী ট্রেডার এই ব্যবসায় বেশিদিন সফলতার সাথে টিকে থাকা কঠিন ।
-
ফরেক্স মার্কেট এ যে লোব করলো সে তার একাউন্ট খালি করলো। কারণ ফরেক্স মার্কেট এ লোব এর কোন স্থান নাই।আমি ফরেক্স মার্কেট এ লোব করে আমার একাউন্ট খালি করে পেলেছি।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে আমাদের কিছু খারাফ অব্বাস দুর করতে হবে।যেমন-আমাদের কে আমাদের লোব কে কন্ট্রোল করতে হবে,বেশি ট্রেড করা জাবেনা,এনালাইসিস ছাড়া ট্রেড করা জাবেনা,ট্রেড করে বেশি আয় করার আসা করা জাবেনা।তাই ফরেক্স মার্কেট এ লোব না করা ভালো হবে।
-
আমরা সবাই জানি লোভে পাপ আর পাপে মৃত্যু । আর ফরেক্স ব্যবসা করতে হলে এটা সব সময় মনে রাখতে হবে । ফরেক্স এ ট্রেডিং করে অনেক অর্থ উপার্জন করা যায় । কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত লোভের আশায় নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে ভুল করে ট্রেড দিয়ে দেই । যার ফলে লাভের পরিবর্তে আমরা লস করে থাকি । তাই ফরেক্সে লোভ করে ক্ষতিগ্রস্থ না হয়ে বরং দক্ষতার সাথে কাজ করা উচিত ।
-
হ্যাঁ বন্ধুরা,,, আমরা লোভের মায়ায় পড়ে আমরা অনেকেই অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ফরেক্স মার্কেটে ট্রেড করে । আমরা যারা এই ফরেক্স মার্কেটে নতুন সদস্য তারা সামান্য পরিমাণে জ্ঞান অর্জন করে মনে করি যে আমরা ফরেক্স মার্কেটে বড়ো কিছু হয়ে পড়েছি এবং এখনই মনে হয় আমাদের ট্রেড করার উপযুক্ত সময় । ঠিক তাই আমরা লোভের মায়ায় পড়ে ট্রেড ওপেন করে থাকি এবং তার ফলাফল স্বরূপ লচের সম্মুখীন হয়ে থাকি । তাই আমাদের উচিত লোভকে কন্ট্রোল রেখে মাথা ঠান্ডা করে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা এবং অল্প লাভে সন্তুষ্টি থেকে ফরেক্স মার্কেটে টিকে থাকা,,,, ধন্যবাদ ।