আমি মনে করি নতুন অবস্থায় বেসি ইনভেস্ট করা উচিত নয় । তাই মাত্র ১০ ডলারের বেশি ইনভেস্ট করা ঝুকিপুরন । এতে লসে পড়লে সব চলে যাবে । আগে বুঝুন তার পরে পুজি বাড়ান ।
Printable View
আমি মনে করি নতুন অবস্থায় বেসি ইনভেস্ট করা উচিত নয় । তাই মাত্র ১০ ডলারের বেশি ইনভেস্ট করা ঝুকিপুরন । এতে লসে পড়লে সব চলে যাবে । আগে বুঝুন তার পরে পুজি বাড়ান ।
ফরেক্স এ নতুন অবস্থায় বেশী টাকা দিয়ে ইনভেস্ট করা উচিত নয়। কারন আপনি যতই পাকা হন না কেন নতুন অবস্থায় একটু লস হয়ে থাকে। আমি যখন নতুন অবস্থায় 20 ডলার দিয়ে ফরেক্স এ ইনভেস্ট করেছি তখন আমি না বুঝে অনেকটা লস করেছি। তাই আমাম মতে ফরেক্স এ নতুন অবস্থায় খুব কম টাকা দিয়ে ইনভেস্ট করা উচিত।
নতুন অবস্থায় লসের ঝুকিটা বেশি থাকে। নতুন ট্রেডাররা খুব বেশি লস করে। তাই নতুন অবস্থায় ইনভেস্টের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। যদি আপনি খুব বেশি ইনভেস্ট করেন তবে বেশি লসের ঝুকি থাকবে। আর যদি কম ইনভেস্ট করেন তবে লসে পড়েই একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই মাঝারি মানের ইনভেস্ট করাই ভালো। আমার মনে হয় ১০০ ডলারই পারফেক্ট।
আপনি যদি মার্কেটে নতুন হন তাহলে আমি বলব যে আপনি আগে ৬ মাস ডেমো প্রাকটিস করুন।তারপর একাবারে ১০০ ডলার না আপনি ২০ ডলার ইনভেস্ট করবেন এবং ছোট ছট লটে ট্রেড ওপেন করবেন।আর সব থেকে বেশি ভাল হয় আপনি বাংলা ফরেক্স ফোরাম সাইটে পস্ট করে বোনাস ডলার দিয়ে ইনভেস্ত করতে অয়ারেন।
নতুন অবস্থাই ইনভেস্ট একদম না করায় বেশি ভাল।আগে ডেমো একাউন্টে ভাল করে প্রাক্টিস করে নিন।যদি ১০ টা ট্রেড করে ৮ টা থেকে লাভ করতে পারেন তাহলে ২০ ডলার ইনভেস্ট করতে পারেন।তাছাড়া আপনি বাংলা ফোরাম সাইটে পোস্ট করে বোনাস নিয়ে করে ট্রেড করতে পারেন।
আমার মতে নতুন অবস্থায় কম ইনভেস্ট করাই ভাল। কারণ এখানে অনেক কিছু শিখার আছে। হুট করে বেশি পরিমাণ ইনভেস্ট করে লস খেয়ে ট্রেডিং ছেড়ে দেওয়ার চেয়ে কম ইনভেস্ট করে আগে ট্রেডিংটা শিখা উচিত।
আর একেবারে ইনভেস্ট না করলে এটা শিখা যাবেনা। খুব ভালো করে স্টাডি করে অল্প অল্প ইনভেস্ট করা উচিত। এতে দক্ষতা বাড়বে, সাহস বাড়বে, রিস্ক নেওয়ার মানসিকতা তৈরী হবে। এভাবেই সফলতা আসবে। সবার জন্য শুভ কামনা।
হে ভাই আমি ও মনে করি নতুন অবস্থায় ১০০ ডলার এর কম ইনভেস্ট করা উচিত না তবে তার আগে আপনাকে অবশ্যই ডেমু দিয়ে প্রাকটিস করতে হবে যদি ডেমু দিয়ে ভাল ভাবে প্রাকটিস না করেন তাহলে ১০০০ ডলার ও আপনার জন্য নিরাপধ না
আপনি যদি মার্কেটে নতুন হন তাহলে আমি বলব যে আপনি আগে ৬ মাস ডেমো প্রাকটিস করুন। কারন নতুনেরা অনেক বেসি ভুল করে প্রথমে আপনি ৫ বা ১০ থেকে ২০ ডলার ইনভেস্ট করতে পারেন যদি লস হয় তবে কম হবে আর লাভ হলে আপনি একটু একটু করে সফল হবেন।
নতুন অবস্থায় আমি মনে করি ইনভেস্ট করা খুব লাভ জনক একটা হবে না।আগে আপনার ভাল ভাবে ডেমো প্রাকটিস করে নেওয়া উচিত।কারন ডেমো আপনাকে মার্কেত সম্পর্কে দক্ষ করে তুলতে পারে।ডেমো প্রাকটিস করার পর যদি নিজেকে দক্ষ মনে হয় তাহ্ললে আপনি ২০ ডলার ইনভেস্ট করতে পারেন।
ব্যক্তিগতভাবে আমি বলবো নতুন অবস্থায় আপনাকে ডেমো ট্রেড করতে বলবো, কিছু দিন ডেমো ট্রেড করার পর যখন আপনি দেখবেন যে অনেকটা বুঝে গেছেন তখন আপনি ছোট একটা এমাউন্ট ইনভেস্ট করবেন মানে রাখবেন আপনি যে এমাউন্ট ইনভেস্ট করবেন সেই পরিমান এমাউন্ট দিয়ে ডেমো ট্রেড করবেন। অন্যথায় আপনার একাউন্ট খুব সহজে ব্যালেন্স শুন্য হয়ে যাবে।