-
যারা আঠার বছরের নিচে তারা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । তবে এইখানে কিছু বাধ্যবাধকতা থেকে যাইয় । যেমন বাংলাদেশে আঠার বছরের নিচে বয়স যাদের তাদের কে নাবালক বা নাবালিকা বলা হয় । হ্যা । তারা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে নিজেদের অভিজ্ঞ করে তোলে , তাহলে তারা অবশ্যই ফরেক্স ট্রেড করতে পারে । তবে লাভবান হলে সেই টাকা উঠাতে সে নিজে পারবে না । বড় কারো পরিচয়পত্র দিয়ে ব্যাংক স্ট্যা্টমেন্ট দিয়ে টাকা উঠানো যাবে ।।
-
যাদের বয়স ১৮ বছর এর কম তারা ফরেক্স করতে পারবে।ফরেক্স ব্যবসা করতে কোন বয়সের দরকার হয় না । তাই বলা যায় যারা ১৮ বছরের নিচে তারাও ফরেক্স মার্কেটের কাজ করতে পারে। শুধু ফরেক্স সম্পর্কে একটু ট্রেনিং নিতে হবে।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এই মার্কেট এর কিছু নিয়ম হলো এই মার্কেট এ একাউন্ট করে ট্রেড করতে চাইলে তাত বয়স ১৮ বছর হতে হবে,এ জন্য ফরেক্স একাউন্টভেরিফাই করা ছাড়া কিছু ব্রোকার ট্রেড করতে দেয় না তাই ন্যাশনাল আইডি কার্ড দরকার।
-
যারা ১৮ বছরের কম তারা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে, কিন্তু ফরেক্স মার্কেটে একাউন্ট ওপেন করতে পারবে না।কারন একাউন্ট করতে হলে একজন ট্রেডারকে অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হয়। আর ভেরিফাই করতে ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়।
-
১৮ বসর কোন কথা নয় । আপনি যদি কম্পিউটার চালাতে জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন। ফরেক্স মার্কেট কাজ করতে বয়সের কোন ধরা বাধা নাই আপনি যে কন বয়সে কাজ করতে পারবেন । সবার জন্য এই পেশা উন্মুক্ত । কাজ করতে হলে আপনি সুদু এটার সম্পকেআগে জানতে হবে কি ভাবে কি করতে হয়। তবে এর জন্য আপনি অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে না হয় সফলাতা পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই অভিগু হতে হবে ।
-
১৮ বছরের নীচে যারা ট্রেডিং করতে কোন সমস্যা নেই যদিও এটা আইন অনুযায়ী বৈধ নয় । তবে ক্ষেত্রে নিজের নামে কিছুই করা সম্ভব হবে না । পরিচিত কার কাগজপত্র দিয়ে একাউন্ট ভেরিভাই করে ট্রেডিং শুরু করতে পারা যাবে ।
-
ফরেক্স মার্কেটে কিছু নিয়ম কানন আছে জারা ১৮ বছর এর নিছে তাদের নামে কোন একাউন্ট করা জায় না কিন্তু তারা ফরেক্স মার্কেটে ট্রেদ করতে পারে ফরেক্স মার্কেটে ট্রেদ করার জন্য কোন বয়স লাগে না কারন ফরেক্স মার্কেটে তাদের নামে কোন একাউন্ট করা জায় না তাই তারা অন্নের নামে একাউন্ট করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে ।
-
১৮ বছরের নিচে যাদের বয়স তাদের ফরেক্স করার কোন অনুমতি নেই। তবে কেউ যদি *শিখতে চায় তাহলে বাবা, মা, চাচা, চাচী, নানা, নানী, বড় ভাই কিংবা অন্য বিশ্বস্ত কোন এডাল্ট পারসন থেকে ডকুমেন্টস নিয়ে সব কিছু ঠিক করে তার নামে, ( অনুমতি সাপেক্ষে ) একাউন্ট ওপেন করে শিখতে পারেন।
-
নিয়ম অনুজাই যারা ১৮ বছরের নিচে তাহ্কেন তারা অল্প বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক হবার কারণে তারা কখনো একাউন্ট ওপেন করতে পারবেন না, কারণ তাদের কাছে ঠিক মত কাগজ পত্র থাকে না, তার মানি তাদের কাছে ভোটের আইডি থাকে না এবং ব্যাঙ্ক ভেরিফিকেসন করার কাগজ ও থাকে না, তাই তারা একাউন্ট ওপেন করতে পারেন না. তবে ডেমো একাউন্ট ওপেন করে ট্রেডিং প্রাকটিসে করুন.
-
ফরেক্স মার্কেটে আমি নতুন তাই ফরেক্স সম্পর্কে আমার বেশি জানার সুযোগ হয়নি। আমার কাছে মনে হয় ১৮ বছরের নিছে লাইব একাউন্ট করতে পারবেনা।