-
যেকোন ব্যবসাতে লাভ লস অাছে এটা মেনে নিতে হবে। ফরেক্স প্রথমদিকে লাভ করা কঠিন। ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে ট্রেড করলে হওয়ার সম্ভাবনা কম থাকে। ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যই মানি মেনেজমেন্ট মেনে চলতে হবে। মানিম্যানেজমেন্ট মেনে নাচললে একাউন্ট জিরোহওহার সম্বাববনা থাকে।
-
ফরেক্স এ আমরা লস করি এ জন্য যে কারন আমাদের ধৈয্য শক্তি কম যার কারনে আমারা ফরেক্স এ লস করে থাকি,আমরা যখন মার্কেটে অর্ডার প্লেস করি তখন ঐই অর্ডার প্রফিট এ না আসার আগে আমারা আরও কয়েক টা অর্ডার দিয়ে দিই যার কারনে আমারা আমাদের ক্যাপিটাল টাকে সহজে লস করে ফেলি,আর এই লস থেকে আমাদের বাচতে হলে আগে আমাদের লোভটাকে সামলাতে হবে ,তারপর প্রথম অর্ডারটা প্রফিট এ না আসা পর্যন্ত নতুন করে কোন অর্ডার প্লেস করা যাবে না,তাহলে আমরা আমাদের ক্যাপিটাল টাকে ধরে রাকতে সক্ষম হব।
-
আমি মনে করি ফরেক্স না বুঝে করলে ক্ষতির সম্মুখি হতে হবে। । ফরেক্স ব্যবসা করতে হলে সবার আগে দরকার অভিজ্ঞতা । অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ব্যবসা করে লাভবান হওয়া যায় না ।
-
বিজনেস মানেই হল লাভ লস যে বিজনেস এ কোন লস নেই সেই তা ত কোন বিজনেস ই নয় ফরেক্স হল একটি ইন্টারন্যাশনাল বিজনেস ফরেক্স মার্কেটে বিজনেস করতে আসলে লাভ লস নিয়ে ই চিন্তা করতে হবে । ফরেক্স মার্কেটে লস কয়ার কারন হল আমি এক জনের কাছ থেকে সুনলাম যে ফরেক্স একটা বিজনেস আছে এই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করা যায় আমি কি করলাম টাকার লভ এর জন্য আমি ফরেক্স বিজনেস করতে এসে ট্রেড করে বলসাম , ট্রেড করে ত আমি লাভ করতে পারবনা তাই যারা ফরেক্স সম্পর্কে ভাল করে না জেনে আসে তারাই লস করে /
-
ফরেক্স এ ঢুকে বেশিরভাগ মানুষ মনে করে এটা খুবই সোজা।শুধু উপরে উঠলে বাই আর নামলে সেল দিলেই হল।এতে করে লোভের বশবর্তিতা হয়ে তারা ভুল করে বসে।না বুঝে আন্দাজে ট্রেড করে এবং লস খেয়ে বসে।তারা এটা উপলদ্ধি করতে পারেনা যে ফরেক্স এ ট্রেড দিতে গেলে অনেক এনালাইসিস এবং রিয়েল মার্কেট মুভমেন্ট বিবেচনা করা জরুরী। এটাই ফরেক্স এ লস করার অন্যতম কারন।
-
আসলে লস করি কেন । এটা মূলত আমাদের কারনে হচ্ছে আমারা যদি টিক মত কাজ করতাম তাহলে হয়তো আমাদের লস এ পরতে হত না। লসের কারন হিসেবে আমি কত গুলো উৎস পাইছি তা এখন আপাদের শাতে শেয়ার করছি । বেশি লোভ করা এটা একটা খারাপ জিনিস আমি কাল যখন ট্রেড করচিলাম থকন আমার অনেক লাভ ছিল আর আমি ওই সময় ক্লোজ না করে বেশি লাভ করতে চাইলাম এর পরে আমি দেখি আমার লাভতো নাই উল্টো আমার লস হয়ে গেল।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে লস কয়ার একমাত্র কারন হল ফরেক্স এ ভাল করে কাজ না শিখে ট্রেড কয়া । অনেকেই আছে যে তারা ফরেক্স এ কোন কিছু না জেনেই ট্রেড করে বশে থাকে আর তার পর লস খার তাই ফরেক্স এ লস কয়ার জন্য আমারা এ দায়ি তাই ফরেক্স এ ভাল করে ট্রেড কয়া শিখে তার পর মার্কেটে গিয়ে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স হলো বৈদাসিক অরথ কেনা বেচার মাধ্যম। ফরেক্স ব্যবসায় কোনো লোভ করতে হয়না। কারন ফরেক্স ভালো ভাবে করলে অনেক লাভ হয়। অনেকেই এয় লোভ সামলাতে না পেরে তারা না বুঝে ট্রেড করে। আর ফরেক্স এ ভালো জ্যন না থাকলে, আর সে অবস্তায় ট্রেড করলে তার লস অনিবারজ।
-
ফরেক্স মার্কেটে আমরা ভুল ট্রেড করে থাকি এবং কাজ ভাল করে না শিখে ই মার্কেটে এসে ট্রেড করে বশে থাকি টাকা ইনকাম করার জন্য তাই আমরা ট্রেড করে লস খাই ।
-
লস করার প্রথম কারনটাই হলো ভুল ট্রেড নেয়া, মানি মার্কেট যখন নিচের দিকে যাছে আমরা যদি তখন বাই নেই, এবং স্টপ লস সেট করি, তখন মার্কেট যদি সেই প্রাইস তাকে হিট করে তখন আমাদের ট্রেড লস এ বন্ড হয়, তেমনি মার্কেট উর্ধমুখী থাকা কালীন আমরা যদি সেল নেই এবং স্টপ লস বেবহার করি মার্কেট তা হিট করলে আবার লস. তবে স্টপ লস বেবহার ই যদি না করেন, তাহলে বড় লস এ আপনার পুরো একাউন্ট এর ব্যালান্স ই ০ হয়ে যাবে.