আপনি যদি কোন কাজের সাথে জড়িত থাকেন তাহলে আপনি ফরেক্সে ট্রেড পার্ট টাইম হিসেবে করতে পারেন। কিন্তু আপনি যদি ফুল টাইম ট্রেড করতে চান তাহলে আপনি ফুল টাইমও করতে পারেন। পার্ট টাইমের থেকে ফুল টাইম এ প্রফিট বেশি পাবেন। ধন্যবাদ
Printable View
আপনি যদি কোন কাজের সাথে জড়িত থাকেন তাহলে আপনি ফরেক্সে ট্রেড পার্ট টাইম হিসেবে করতে পারেন। কিন্তু আপনি যদি ফুল টাইম ট্রেড করতে চান তাহলে আপনি ফুল টাইমও করতে পারেন। পার্ট টাইমের থেকে ফুল টাইম এ প্রফিট বেশি পাবেন। ধন্যবাদ
আপনি যদি ফরেক্স কে আপনার মুল বাবসা হিসেবে তুলে ধরতে চান তাহলে আপনাকে অবশ্যই ফুল টাইম সময় ফরেক্সে দিতে হবে। কারণ, আপনি ফুল টাইম সময় দিলে আপনার দক্ষতা দিন দিন বেরে যাবে। এতে করে আপনি অল্প সময়ের মধ্যে অনেক ভাল ফল পেতে পারেন। ধন্যবাদ
ফরেক্স মার্কেট এ পার্ট টাইম ট্রেডার ও ফুল টাইম ট্রেডার দুই ধরনের ট্রেডার রয়েছেন কারন একেক জনের জীবন-ধারা একেক রকম। অনেক চাকরিজীবি আছে যারা চাকরির পাশাপাশি ফরেক্স করেন অথবা ব্যাবসা বা অন্যান্য কজের পাশাপাশি ফরেক্স করেন। যে যার সুবিধা মতো ফরেক্স করবেন এটাই স্বাভাবিক। তাই এই বিজনেস করে পার্ট টাইম ট্রেডার থেকে ফুল টাইম ট্রেডাররা এখানে বেশী লাভবান হয়ে থাকেন এটা বলা ঠিক হরে না।
ফরেক্স মারকেত এ রেয়াদ করে ভাল ফল পেতে হলে অভিগতার দরকার সবচেয়ে বেশি তাই হুট করে চাইলে কেও ফরেক্স ত্রাদ কে ফুল টাইম হিসাবে নিতে পারবে না। যারা হয়ত শুরুতেই ফরেক্স নিয়ে কাজ করছেন এবং অনেক দিন থেকে ত্রাদ ক্রে অনেক অভিজ্ঞতা অর্জন করে একটা ভাল জায়গা করে নিতে পেরেছেন তার ই ফুল টাইম ত্রাদার। আমাদের মত যারা অন্য পেসায় থেকে ফরেক্স সম্পরকে জেনে কাজ করছি তারা পার্ট টাইম। অন্ন পেসায় থেকে ফরেক্স এ অল্প পুজি দিয়ে আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা অর্জন করা উচিত তানাহ্লে এখানে খুব একটা সফল হওয়া যাবে না। তাই অন্ন পেশায় থেকে পার্ট টাইম ত্রাদ করে অভিজ্ঞতা অর্জন করে কাজ করলে ও ভাল ফল পাওয়া যাবে।
আপনি যদি ফরেক্স ট্রেডিং কে আপনার মুল বাবসা হিসেবে তুলে ধরতে চান তাহলে আপনাকে অবশ্যই ফুল টাইম ট্রেডার হতে হবে। কারণ, আপনি যখন ফরেক্সে ফুল টাইম সময় দিতে পারবেন আপনি তখনই ফরেক্সে উন্নতি লাভ করতে পারবেন। আর যদি আপনি আপনার ফ্রী টাইমে ট্রেড করতে চান তাহলে সেটিও পারবেন। ধন্যবাদ:bravo:
ফরেক্স হলো একটি অত্যান্ত ঝুকিপূর্ন এবং তার সাথে সাথেই এই ব্যবসা খুবই লাভজনক যদি আপনার সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন তো সাফল্য আপনার নিকট ধরা দিতে বাধ্য । এখানে যারা ফুল টাইম সময় দেয় তারা অবশ্যই আমার মতে যারা পার্টটাইম ব্যবসা করে তাদের থেকে অনেক বেশি যানে এবং তাদের লাভ করার সম্ভাবনাও বেড়ে যায়।
হ্যা, এটাই হওয়া উচিত।ফুল টাইম ট্রেডাররা রাত -দিন সব সময় ফরেক্সের পিছে মনযোগী। তাড়া প্রচুর সময়,পরিশ্রম ইত্যাদি বিনিয়োগ করে থাকে।কিন্তু পার্ট টাইম ট্রেডাররা অন্যান্য পেশা বা কাজের পাশাপাশি ফরেক্স ট্রেডিং করে।ফুল টাইম ট্রেডারদের তুলনায় পার্ট টাইম ট্রেডাররা সবকিছুই থেকে পিছিয়ে।সুতরাং পার্ট টাইম ট্রেডাররা তো কম লাভবান হবে এটাই স্বাভাবিক।
আমার মতে পার্ট টাইম ট্রেডের চাইতে ফুল টাইম ট্রেড করা ভাল। কারন ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসার সাথে আপনার লেগে থাকতে হবে আর শুধু লেগে থাকলে হবে না ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞানও অর্জন করতে হবে। তাই সবার উচিত ফুল টাইম ট্রেড করা এবং ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা ও অনেক কিছু শেখা।
পার টাইম ট্রেডার আর ফুল টাইম ট্রেডার বলতে ফরেক্স কেউ পার টাইম করে আএ কেউ আবার ফুল টাইম করে টাই ফরেক্স মার্কেটে পার টাইম বলেতে বুঝায় জারা অন্ন কাজের অবসর সময়ে ফরেক্স ট্রেড করে আর ফুল টাইম বলতে জারা ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টা সময় দেয় তারা সারা দিন ফরেক্স ট্রেড করে ।
আমি একজন পার্ট টাইম ট্রেডার আমি পাশাপাশি একটি কাজ করছি আমি মনে করি আমার কাজ আর ফরেক্স আর কাজ এই দুইটা বিসয় নিয়ে আমি ফরেক্স মার্কেট থেকেও ভাল লাভ করতে পারব । আপনি যদি ফুল টাইম সময় ব্যয় করতে চান, তাহলে ফুল টাইম আর যদি আপনির হাতে সময় কম থাকে তাহলে পার্ট টাইম সময় ব্যয় করতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। আমার মতে ফুল টাইম সময় ব্যয় করা ঠিক নয়।