-
ফরেক্স মার্কেটে উভয়মুখি ট্রেড করা যায় যেটা হল ফরেক্স এর সবচেয়ে বড় একটা সুবিধা । তবে আমি এটা মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করি শুধুমাত্র ইনকামের জন্যই । আমরা সব ট্রেডার শতকরা নিরানব্বই ভাগই নিজেকে স্বাবলম্বি ও ব্যবসার উদ্দেশ্যেই ফরেক্স করে থাকি । ফরেক্স একটা পেশা হিসেবে একদম স্বাধীন ও মুক্ত । কারো অধীনে থাকতে হয় না এবং দিন রাত ইচ্ছমত সময়ে ও যে কোন স্থান হতে এই ব্যবসা পরিচালনা করা যায় বলে সবাই এটাকে অনেক বেশি ভালবাসে ।
-
এই বিশ্বের প্রতিটি মুদ্রা বা তার মান প্রতিনিয়ত পরিবর্তনশীল । প্রতিটি মুহর্তে আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান উঠানামা করে । আর বাজারের নাম হচ্ছে ফরেক্স । এখানে আমরা বিনিযোগ করে এই মুদ্রার উঠানামা থেকে মুনাফা পেতে পারি । তাই আমরা এই ব্যবসায় আগ্রহী হচ্ছি । ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি । আমাদের নিয়মিত আয় এর সাথে আরেকটু বেশি আয় কিংবা এই ফরেক্স কে আমরা আমাদের মূল পেশা হিসাবে ও নিতে পারি । এই ব্যবসা করে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি আমার ব্যাক্তি গত চাহিদা পুরন করতে পারি । ফরেক্স মার্কেটে আমরা দুই ভাবে ট্রেড করতে পারি মার্কেট আপ হয় তখন আমরা বাই দিতে পারি আবার মার্কেট ডাউন হয় তখন আমরা সেল করে প্রপিট করতে পারি এটাই ফরেক্স মার্কেটে সুবিদা ।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করি সাধারণত অর্থ উপার্জনের জন্য । ফরেক্স মার্কেট এ ট্রেড করার আরেকটি বড় কারণ হচ্ছে এই মার্কেট এ উভয়মুখী ট্রেড করা যায় । অর্থাৎ মুদ্রার দামের উপর নির্ভর করে বাই বা সেল দিয়ে ট্রেড করে অনেক অর্থ উপার্জন করা যায় ।
-
যদি প্রশ্ন টা এই রুকুম করি যে ট্রেড কেন করব না। আশা করি ভুল হবে না। ট্রেড করলে কোন ক্ষতি আছে বলে আমি মনে করি না। ফরেক্স মার্কেট এ ট্রেড করলে আমারা প্রথমে জানতে পারব এই টা কি । এই টা সম্পরকেও আমাদের অনেক বিসাল একটা ধারনা হবে। তারপর আর ও আছে আমারা আর ও পাব এই টা দিয়ে ট্রেড এর ফলে আমারা কিছু আয় ও করতে পরব যাহা দিয়ে আমাদের চলার একটা গতি হউয়ে যাবে । এ চাডা আড় ওণেক সুবিধা আচে।
-
ফরেক্স কে ভাল ভাবে জানা ও বোঝার জন্য এবং একজন ভাল দক্ষ ট্রেডার হওয়ার জন্য আমি ফ্রেক্স ক্রি। তাছাড়া এই ব্যাবসা থেকে এই ব্যাবসা স্মপ্রকিত স্ক্ল নলেজ ভাল ভাবে জেনে একজন ভাল ট্রেডার হয়ে এই মারকেট পেলেস থেকে নিজেকে দক্ষ ক্রতে চাই।আর এ জন্য ট্রেডং ক্রি ।
-
আমি জানি বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।তাই আমরা ফরেক্স ট্রেডিং করি আর ফরেক্স ট্রেডিং না করলে আমি মনে করি আপনি ভালো অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন না।
-
ট্রেড করি আমাদের লাভের জন্য ।আপনি আমায় একন প্রশ্ন করতে পারেন কিভাবে লাভ করি লস ও তো হতে পারে ? হে লস ও হতে পারে । তবে সে টা একান্ত আপনার নিজস্ব ব্যাপার । আপনি যদি ডলার দাম পরে যাওয়ার পর সে টা সেল না করেন তাহ্লে আপনার লস অনিবার্য আর যদি আপনি থখন ডলার কে অন্ন কন কারেঞ্চি তে রুপান্তর করেন তাহলে আপনি লস এ পরবেন না।
-
আসকে আমরা ফরেক্স ট্রেডিং করি কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে আমাদের অনেক টাকা পয়সা হতে পারে তাই আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি।কিন্তু আমরা ফরেক্স মার্কেটে যদি ভাল করে ট্রেড না করতে পারি তাহলে আমাদের অনেক লস হবে বলে মনে করি।তাই ফরেক্স শিখে ট্রেশ করতে হবে।
-
আমি ফরেক্স ট্রেডিং করি আমার ভাললাগা থেকে। কারন অামি স্বাধীন ভাবে কাজ করতে পচ্ছন্দ করি। আর এই স্বাধীনতা পাই ফরেক্সের কাছে। এখানে কোন সাটিফিকেট এর দরকার নেই, নেই কোন বয়স, নেই কোন সময়, নেই কোন লিংঙ্গ ভেদাভেদ। এই সব বহুবিধ কারণে আমার ফরেক্সকে বেশ ভাল লগে আর তাই ফরেক্স করি।