-
ফরেক্স বিজনেস গৃহিনীরা ও করতে পারেন যদি আপনার শিক্ষা থাকে তাহলে গৃহিনীরা ফরেক্স করতে পারেন বলে আমি মনে করি।তাই তাদের শিক্ষা জ্ঞ্যান কৌশলী হতে হবে আর জ্ঞ্যানী কৌশলী ট্রেডার হতে গেলে ফরেক্স শিখতে হবে।আর ফরেক্স কি তা না জেনে ফরেক্স করলে আপনি লস করবেন তাই গৃহিনিদের ফরেক্স শিখে ফরেক্স করতে পারলে আমি মনে করি।ফরেক্স থেকে গঘিনীরা অনেক টাকা আয় করে সুবিদা নিতে পারেন।
-
ফরেক্স করে সকল স্তরের মানুষই ভাল সুবিধা নিতে পারে । তবে আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে গৃহিনীরা চাইলে একটু বেশি সুবিধা নিতেই পারে । কেননা ফরেক্স মার্কেটের ক্ষেত্রে যে যত বেশি সময় দিতে পারবে তার সফল হওয়ার চান্স তত বেশি । তাই আমি মনে করি যে গৃহিণীরা যেহেতু প্রায় সময়ই ঘরে কাটাই সেহেতু তারা এই সেক্টরে অনেক ভাল করতে পারবে ।
-
আমি মনে করি ফরেক্স এ অনান্যদের মতও ঘরের গৃহিণীরাও এখানে থেকে অনেক সুবিধা নিতে পারবে ।তারা তাদের পরিবারের কাজ এর পাশাপাশি এ কাজ করে আর্থিকভাবে লাভবান পারবে ।তারা এ বিষয়ে একটু বিস্তারিত জেনে তারপার এখানে কাজ করলে নিশ্চিত সফল হতে পারবে ।
-
ফরেক্স ব্যবসায়ে আমি একদমই নতুন। আমার অনেক দিনের ইচ্ছা ফরেক্স ব্যবসা করার। তাই আজই এখানে অ্যাকাউন্ট খুললাম।
-
অবস্যই সম্ভব, সংসারের কাজ কর্ম সের যে কোন গৃহিনী ফরেক্স করতে পারে। এতে তার সাংসারিক কাজের কোন ক্ষতি হবেনা বরং তার হ্ত ক্ষরচ উঠে আসবে। বর্তমানে এই ইন্টারনেটের যুগে ছেলেরাই বাইরে গিয়ে কাজ করে না বরং ঘরে বসেই অনেক অর্থ উপার্জন করছে অনলাইনে কাজ করে সেখানে মেয়েদের তো বাইরে গিয়ে কাজ করার কোন প্রশ্নই আসে না। আর ফরেক্স সবর জন্যই। বোঝার জন্য নলেজ দরকার বয়স না।
-
ফরেক্স মার্কেটে অনেকেই ট্রেড করেন অনেক বেশি লোভ নিয়ে । অনেকেই মনে করেন তারা রাতারাতি অনেক লাভ করে বড়লোক হয়ে যাবেন । অনেকেই সব ট্রেডে লাভ করে ক্লোজ করবেন বলে বসে থেকে ভুলটা করেন আর তখনই লস করেফেলেন । তাই ফরেক্স শুরু করার আগে নিজেদের লোভটা কন্টোল করে ট্রেড করা শুরু করতে হবে । প্রথম কে অল্প অল্প লাভ করে শিখতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং গৃহীনিরাও ট্রেডিং করতে পারে যদি তারা ফরেক্স শিক্ষা গ্রহন করে থাকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারে তাদের অবসর সময়ে যদি তারা সংসারের কাজ শেষ করে নিয়ে যে টুকু সময় পাবে সেই সময়ে ট্রেডিং করলে ভাল প্রফিট হয়ে যাবে ফরেক্স মার্কেট হতে কিছু বাড়তি ইনকাম করতে পাড়বে।
-
ফরেক্স থেকে গৃহিণীরা প্রচুর পরিমাণে সুবিধা গ্রহণ করতে পারে । কেননা ফরেক্স কোন নিদ্দিষ্ট ব্যাক্তি কিংবা কোন নিদ্দিষ্ট গোষ্টির জন্য বিশেষ সুবিধার জন্য নয় ফরেক্স এমন একটা সিস্টেম যেটার সাথে যুক্ত প্রতিটা ব্যাক্তি সমান সুবিধা পেতে পারে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে গৃহিণীরা পিছিয়ে থাকবেনা । তবে এগিযে যেতে হলে কার্যকর প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
-
আমি বলবো ফরেক্স থেকে অবশ্যই গৃহিনীরা সুবিধা নিতে পারে।কারন ফরেক্স এর যাবতীয় কাজ online এ করা যায়,তাইই গৃহিনীরা চাইলেই ঘরে বসে ফরেক্স করতে পারে।পরিবারের অন্যান্য কাজের মাঝে ফরেক্স করে তারা লাভবান হতে পারবে। যেহেতু গৃহিনীরা বেশিরভাগ সময় ঘরে থাকে তাই তারা ফরেক্স সম্পর্কে পড়াশুনা করতে পারবে,এতে তারা খুব তারাতারি ফরক্সে উন্নতি করতে পারবে। ফরেক্স থেকে আয়ের মাধ্যমে পরিবারকে অর্থনৈতিক ভাবে সাহায্য করতে পারবে।
-
হ্যা ভাই, ফরেক্স থেকে গৃহিণীরা সুবিধা পেতে পারে। গৃহিণীরা অনেকটা সুযোগ পাবে এই ফরেক্স কাজ করতে। ঘরের গৃহিণীরা তারা তাদের বাসার কাজ সেরে অনেকটা ফ্রি পায় এবং বসে অনেকটা সময় কাটায়। তাই আমার মতে আর যদি এই ফরেক্স এ কা্জ করে তাহলে তারা অনেকটা টাকা উপার্জন করতে পারে তাদের ছেলে-মেয়েদের পরালেখা খচর ও অনান্য খরচ চালাতে পারে।