ফরেক্স মার্কেটে অনেক গুল পেয়ার আছে এর মধ্যে সব গুল পেয়ারে ট্রেড করতে চাইলে ট্রেড করা জায় কিন্তু সবসময় মনে রাক্টে হবে ট্রেড করার আগে প্রত্যক পেয়ারে এনালাইসিস করতে হয় তাই আপনাকে অবশ্যই কিছু নিরদিস্ট পেয়ারে ট্রেড করতে হবে ১-২টা পেয়ারে ট্রেড করা ভালো।
Printable View
ফরেক্স মার্কেটে অনেক গুল পেয়ার আছে এর মধ্যে সব গুল পেয়ারে ট্রেড করতে চাইলে ট্রেড করা জায় কিন্তু সবসময় মনে রাক্টে হবে ট্রেড করার আগে প্রত্যক পেয়ারে এনালাইসিস করতে হয় তাই আপনাকে অবশ্যই কিছু নিরদিস্ট পেয়ারে ট্রেড করতে হবে ১-২টা পেয়ারে ট্রেড করা ভালো।
বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা এবং ওই সকল পিয়ার এই ট্রেড করা কেননা সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ও নয় আবার তা মনে রাখা ও অনেক বেশি কষ্ট সাধ্য বেপার।
ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড করা উচিত কারন ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে হয় কারন কোন কোন পেয়ার আছে যেগুলোতে অনেক স্পেড থাকে তাই কম ব্যালেন্স হলে কম স্পেডের ট্রেড করা উচিত বলে আমি মনে করি।হয়তো দেখা যাবে অর্ডার বাই এর জায়গায় সেল এবং সেল এর জায়গায় বাই দিয়ে ফেলবেন!!! তাই বেশি কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস না করে কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। এর সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব নয়। এছাড়া কিছু পিয়ার আছে যেগুলোর স্প্রেড অনেক বেশি এবং আমাদের প্রায় অভিজ্ঞতার বাইরে। এ ধরণের পিয়ার ট্রেড করে প্রফিট করা খুবই কষ্টসাধ্য। তাই আমি মনে করি কম সেব্প্রড এর কয়েকটি পিয়ার বেছে নিয়ে এনালাইসিস করা ভাল। এতে আপনার একটা ভাল ধারণা তৈরী হবে ঔসব পিয়ার সম্পর্কে। এতে করে আপনার প্রফিট করতে সুবিধা হবে।
ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনার ১ টা পেয়ার থেকে ৩ টা পেয়ার এ আনাল্যসিস করা উচিত তাহলে আপনি ফরেক্স মার্কেট ভাল করে বুঝতে পারবেন এতে করে আপনার ট্রেড করাও অনেক সহজ হয়ে যাবে যখন আপনি ভাল করে বুঝতে পারবেন তখন আপনি মেজর ৭ টা পেয়ার এ ট্রেড করতে পারেন এতে আপনার লাভ এর পরিমান বারবে
আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড করা উচিত কারন ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে হয় কারন কোন কোন পেয়ার আছে যেগুলোতে অনেক স্পড্র থাকে তাই কম ব্যালেন্স হলে কম স্পড্রের ট্রেড করা উচিত বলে আমি মনে করি। তাই আপনি কম স্পড্র থেকে ট্রেড করুন এবং বেশিরভাগ লকোই কম প্রেয়ারের স্পেড্র দেখে ট্রেড করে । তাই বেশি ব্যালেন্স থাকলেও আপনি কম স্পড্র দেখে ট্রেড করুন
যত পেয়ার নিবেন এনালাইসিস করার জন্য তত ঝামেলা হবে। যে পেয়ারে ট্রেড করবেন শুধু সেই পেয়ারে এনালাইসিস করাই যথেষ্ট। আর যদি দুই বা তিনটি পেয়ারে ট্রেড করেন তাহলে সবকটির জন্য আলাদা চার্টে এনালাইসিস করতে হবে। যখন কোন পেয়ারে এনালাইসিস বেশি বেশি করবেন একসময় দেখবেন যে আপনার এনালাসিস করতে সময় কম লাগছে। তখন অন্য পেয়ারে হাত দিলে সুবিধা পাবেন
ফরেক্স মার্কেটে প্রচুর সেট রয়েছে, আপনি কোন জুটির বিনিময় করবেন তা বেছে নেওয়া দরকার। এছাড়াও, এটি ব্যতীত, তাদের দ্বারা আমাদের প্রত্যেকে পরীক্ষা করে দেখার আশা করা কল্পনার ক্ষেত্রের বাইরে। আমি সাধারণত ইউরো ইউএসডি তদন্ত এখনও করি আজ আমি দেখতে পেলাম যে আমি এখানে কার্যকর নেই। তাই আমি আজই উসোয়েল পরীক্ষা করি এবং একটি উপকার করি।
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের পেয়ার থাকলেও একই সাথে 2/1 টি পেয়ার এনালাইসিস করে সেটার উপরে ট্রেড নেয়া উচিত বলে আমি মনে করি। একই সাথে অনেকগুলো পেয়ার এনালাইসিস করলে তাতে করে মার্কেটের বাস্তব অবস্থা আইডেন্টিফাই করা অনেকটা কঠিন হয়ে পড়ে। একটির সাথে আরেকটি মিশে যায়। এ অবস্থায় ট্রেড নিলে লস করার সমূহ সম্ভাবনা থাকে। ট্রেড করার সময় দু-একটি পেয়ারে ফলোআপ করে যথাযথভাবে এনালাইসিস করার পরে যথেষ্ট পজিটিভ মনে হলে তখন ট্রেড নেয়া উচিত। এনালাইসিস এর ক্ষেত্রে ইউএসডি বেজড পেয়ারের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত। এসব পেয়ারের মার্কেট অনেকটা ধারাবাহিক আচরণ করে থাকে কিন্তু অন্যান্য পেয়ারগুলোর আচরণ নির্ধারণ করা অনেকটা কঠিন।
কয়টি পেয়ার নিয়ে এনালাইসিস করবেন এটাই আপনার নির্দিষ্ট পছন্দের উপর নির্ভর করে থাকে।আমার কাছে মনে হয় যে সব সময় নিউজ ভিত্তিক হয়ে থাকলে ভাল প্রফিট করা যায় কারণ নিউজে যে প্রার্থী সম্পর্কে বলবে কিংবা ব্যাখ্যা করবে আমাদের উচিত সেটিকে এনালাইসিস করে ট্রেড করা। একেক সময় একেক রকম প্লেয়ার হতে পারে তার কোনো নির্দিষ্ট নেই, আমি বলব সব সময় যেকোনো একটি পেয়ারের উপর নির্ভর না করে থেকে বিভিন্ন পেয়ার গুলি এনালাইসিস করুন এবং ট্রেন্ড ফলো করুন এবং ভালোভাবে ট্রেড করুন।