-
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা৷বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷যদি কেউ ফরেক্সে পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যাকে মানি মেইকার বলা হয়৷একজন সফল ট্রেডার অবশ্যই একজন আর্থিক নক্ষত্র,পরিবারের সম্পদ,সমাজের সম্পদ,দেশের সম্পদ৷
-
ফরেক্স ট্রেড করে অনেকেই ধনী হচ্ছেন একথা যেমন সত্য তেমনি অনেকেই লস দিয়ে দিয়ে মার্কেট থেকে পালিয়েও যাচ্ছেন৷কারন ফরেক্স মার্কেটে ট্রেড করা সকলের দ্বারা সম্ভব হয়না৷সকলের মেধা,বুদ্ধি,ব্রেইন,ধৈর্য্যশক্তি,লোভ নিয়ন্ত্রন ক্ষমতা এক হয় না৷ ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷ফরেক্স মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷তবে আপনি যদি ট্রেডিং কৌশলগুলো ভালো করে শিখে নিয়ে নিয়মিত প্রফিট করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ক্যারিয়ার বা ভবিষ্যত হবে অত্যন্ত গৌরবময় উজ্জল ও আপনি হবেন আর্থিক নক্ষত্র,পরিবারের সম্পদ,সমাজের সম্পদ,দেশের সম্পদ৷
-
ফরক্সে ব্যবসাতে আমি মনে করি যে ধনী হওয়া সম্ভব । এজন্য আমি প্রথম থেকে শিখার চেষ্টা করছি এবং মাথা ঠান্ড করে কাজ করে যাচ্ছি । কেননা ফরেক্স ট্রেড এমন একটা ট্রেড যেকানে র্ধৈরয ধরে সময় নিয়ে কাজ করতে পারলে অনেক বেশী লাভ করা যায় । ফরেক্স ছাড়া এমন কোন ব্যবসা নেই যেখানে অল্প সময়ে এত গুনিতক অর্থ আয় করা যায় । তাই আমি মনে কর একদিন আমিও ধনী হতে পারবো ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করে ধনী হতে পারবো কারন আমি এখন নিয়মিত ফরেক্স মার্কেট এ লাভ করতে পারছি তবে ফরেক্স মার্কেট এ আপনি একদিন এ ধনী হতে পারবেন না তবে আপনি ফরেক্স মার্কেট এ লেগে থাকলে আপনি ধীরে ধীরে ধনী হতে পারবেন তাই আপনাকে ফরেক্স মার্কেট এ লেগে থেকে ধনী হতে পারবেন আপনি লেগে থাকলে সফলতা পাবেন
-
আমি মনে করি হ্যা ফরেক্স ব্যবসা দিয়ে আমি ধনী হতে অবশ্যই পারবো। আর এটা এমন একটি ব্যবসা যে আপনি কিছু মূলধন বিনিয়োগ করে করবেন আর পাশাপাশি ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে দক্ষ হয়ে উঠতে হবে। তাহলে অবশ্যই আপনি ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন। আর ভাল মুনাফা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ডেমো অনুশীলন করতে হবে এমনকি অন্য দক্ষ ট্রেডারের কাছ থেকে ফরেক্স সম্পর্কে পরামর্শও নিতে হবে। যাতে আপনার ট্রেডিং কৌশলগুলো সুন্দর ভাবে আপনার ট্রেডিংকৃত মার্কেটে প্রয়োগ করে সফল হতে পারেন। যদি আপনি ফরেক্স মার্কেটে একজন পেশাদার ট্রেডার হতে পারেন তাহলে অবশ্যই আপনি ফরেক্স ব্যবসা দিয়ে একসময় ধনী হতে পারবেন এটা আমার বিশ্বাস।
-
ফরেক্স ব্যবসায় ধনী হওয়া সম্ভব। অন্তত আমি তা মনে করি । আমি অনেককে দেখি ফরেক্সে কাজ করে ভালো আয় করতে। ফরেক্সে কাজ করে নিজেদের অবস্থান পাকা পোক্ত করেছে।
-
হ্যাঁ, আমি মনে করি ফরেক্স বিজনেস এ মাধ্যমে ধনী হওয়া যায়।যদি ধহ্য ও পরিশ্রমের মাধ্যমে ফরেক্স এ ধনী হওয়া যাবে। ফরেক্স মার্কের থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন। আসলে ফরেক্স থেকে ধনী হতে হলে ফরেক্স সম্পর্ক পড়াশুনা করতে হবে। তাহলেই ফরেক্স থেকে ধনী হওয়া যাবে।
-
একটা জিনিস বাদ দিয়ে মানুষ পৃথিবীতে সব কিছুই করতে পারবে, শুধু জীবনটা ফেরত দিতে পারবে না, এ বাদে সে সবকিছু করতে পারবে । তবে একটা টার্গেটে পৌছাতে তিনটি জিনিসের প্রয়োজন একনাম্বার ভাগ্য, দুই নাম্বার ইচ্ছা শক্তি বা চেষ্টা এবং তিন নাম্বার সামর্থ্য । এই তিনটির মধ্যে একটা ব্যতিক্রম হলে আপনি কোনদিন সাকসেস অর্থাৎ সাফল্য পাবেন না । ধরেন, এই মুহুর্তে আমার লণ্ডনে যেতে ইচ্ছে করছে, ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, সেরকম ভাগ্যে যদি থাকে ( ইনশাআল্লাহ ) হয়ে যাবে । কারন বর্তমান প্রেক্ষাপটে একমাএ এই বিজনেস দিয়েই সহজে ধনী হওয়া সম্ভব । সবশেষে এতটুকুই বলব ফরেক্স যেমন সহজ আবার তেমনি কঠিণ, এখানে লোভ করা যাবে না ।
-
হ্যাঁ আল্লাহ যদি চান তাহলে ফরেক্স এর মধমে ধনি হউয়া সম্ভব।ফরেক্স ট্রেড করে অনেকেই ধনি হইছে এটা নতুন কিছু নাহ কিন্তু আন্দাজে ট্রেড করে কেউ ধনি হতে পারে নায় তবে ফকির হইছে অনেকেই ।
-
ফরেক্স ব্যবসা করে ধনী হতে গেলে আগে আপনাকে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠতে হবে। এজন্য নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে আর মার্কেট সম্পর্কে অধিক এনালাইসিস করতে হবে। আন্দাজে ট্রেড করা যাবে না এমনকি ছোট খাটে বিষয়গুলো নিয়ে অধিক বেশি গবেষণা করতে হবে। তাহলে আপনি খুব সহজেই ফরেক্স মার্কেট থেকে ভাল ইনকাম করতে পারবেন। এমনকি এক সময় এই মার্কেটে একজন পেশাদার ট্রেডার হতেও পারবেন তখন আপনি অবশ্যই ধনী ব্যবসায়ী হতে পারবেন।