-
ফরেক্স থেকে আয় কার খুবিই সহজ আবার খুবিই কঠিন এখানে নিজের মেধা, ধৈর্য ও প্ররিশ্রম দিয়ে আয় করতে হয় আর এই সকল গুন যে সকল ট্রেডার দের মধ্যে আছে তার সকলেই ফরেক্স র্মাকেট থেকে অায় করতে পারবেন তাই আমি মনে করি কে আয় করতে পারবেন আর কে পারবেন না তা অব্যষই সেই ব্যক্তির মধ্যে বিদ্দ্যমান ।
-
ফরেক্স থেকে সবাই আয় করতে পারে যারা মার্কেট সম্পর্কে অনেক দক্ষ আর যারা মার্কেট এ কম লোভ করে তারাই মাসে আয় করতে পারে।আর যারা মনে করে যে পরিশ্রম ব্যতিত এই মার্কেট থেকে আয় করব তারা কিচ্ছু করতে পারবে না।
-
ভাই আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। শিখা, হ্যা ব্যাবসা শিখে যদি আপনি সে ব্যবসা করেন তবেই আয় হবে নতুবা হবে আয় হবে না।
-
এখান থেকে সবাই বা যে কেউ শিখে আয় করতে পারে । তবে ফরেক্স এ ভাল আয় করতে হলে আপানাকে শিক্ষিত হতে হবে । ফরেক্স বিজনেস শিখে আয় করতে পারবেন।তার জন্য আপনাকে আগে যা করতে হবে তা হলো ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হবে জ্ঞ্যান কোশলী হতে হবে।তাহলে আপনি আপনার নিজের কোশলে ট্রেড করে আয় করতে পারবেন।
-
আপনি যদি চিন্তা করেন যে আপনি ফরেক্স করবেন তাহলে আপনাকে আগে ফরেক্স শিখতে হবে। তারপরে ট্রেড করতে হবে। যদি সবাই ফরেক্স শিখে আয় করতে চায় তাহলে সবাই আয় করতে পারবে। কিন্তু না শিখে আপনি ফরেক্স হতে একটি ডলারও আয় করতে পারবেন না। তাই আগে ফরেক্স শিখুন। তারপরে আয়ের কথা ভাবুন।
-
ফরেক্সে থেকে সবার আয় করার সুজগ আছে কিন্তু সবাই আয় করতে পারে না । আয় করতে হলে যে বিষয় গুলোর প্রয়ােজন - অভিজ্ঞতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা , ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি । এগুলো সবাই অর্জন করতে পারে না ।
-
ফরেক্স কোন কোম্পানী নয় এটা একটা ট্রেডিং মার্কেট । মার্কেটের নিজস্ব কোন তহবীল থাকে না। এখানে একজনের লাভ অন্য জনের লস। তাই বাস্তব চিন্তায় দেখেন সবাই লাভ করলে লাভের টাকা আসবে কোথা হবে আসবে। তাই সবাই লাভ করেবে না আবার সবাই লস করবেনা । যার ট্রেডিং জ্ঞান্ অভিজ্ঞতা এবং ট্রেডিং টেকনিক ভাল সেই লাভ করবে অন্য রা তাদের ডিপোজিট হারাবে।
-
একটা কাজ যদি কেউ শিখে শুরু করে সেই কাজে সে সফল হবে। আর যদি না শিখে শুরু করে তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। সবাই যদি ফরেক্স শিখে তাহলে সবাই ট্রেড করতে পারে। কিন্তু সবাই আয় নাও করতে পারে। কারন এটি একটি সাইক্লোজিক্যাল ব্যাপার।
-
আসলে ফরেক্স মার্কেট এ লসের পরিমান এর কথাই বেশি।কিন্তু এ থেকে লাভ করা যায় ভাল ট্রেডার হতে হলে ফরেক্স কি জানতে হবে,কিভাবে করতে হয় অভিজ্ঞ ট্রেডাররা কি ভাবে ট্রেড করে জানতে হবে বুজতে হবে তার পরে ট্রেড করতে হবে,সবসময় মনে রাখতে হবে আয় করা সহজ নয় সেটা অনলাইন হোক বা অন্যকোন পেশায়ই হোক।অনেকেই সহজে বলতে পারে আমি ধৈর্য্য ধরতে পারবো।কিন্তু ট্রেডিং করতে এসে সেটার খাটি প্রমান দেওয়া খুবই কঠিন।ফলে সবাই ফরেক্স শিখতে পারলেও ধৈর্য্য ধরতে সবাই পারবে না বলে এখান থেকে সবাই আয় করতে পারবে না।
-
ফরেক্সে কাজ করে লাভ করা সহজ। তবে আয় করতে হলে আগে ফরেক্স সম্পর্কে বিস্তর ভাবে জানতে হবে। এজন্য প্রথমে ফরেক্স সম্পর্কে জানতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। ধৈর্য্য ধরে কাজ করলে অবশ্যই আয় করা সম্ভব। বেশী লাভের আশা না করে অল্প অল্প লাভে মনযোগ দিলে ভাল আয় করা সম্ভব।