-
ফরেক্স মার্কেটিং সবার জন্ন্য। যে কেও খুব সহজে ফরেক্স ব্যবসা করতে পারে। কিন্তু তার জন্ন্য সবার আগে ভাল দক্ষতা অর্জন করা দরকার। পড়ালেখার মাধ্যমে আপনি খুব সহজেই এ ব্যাবসায় সফলতা অর্জন করতে পারবেন। ফরেক্স মার্কেটিং একটি উম্নুক্ত ব্যাবসা । যে কেও দক্ষতার মাধ্যমে এ ব্যাবসা থেকে আয় করতে পারে। সুতরাং বলা যায় যে ফরেক্স মার্কেটিং ব্যাবসা সবার জন্ন্য।
-
আমি বলবো অবশ্যই ফরেক্স আমাদের সবার জন্য। এ বিজনেস উন্মুক্ত এবং স্বাধীন। যে কেউ এ বিজনেসে যোগ দিতে পারে। তবে তাকে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে। ট্রেডিং শিখতে হবে। তারপর রিয়েল ট্রেড করে প্রফিট করেত পারা যাবে। আর ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভবম। এর জন্য অবশ্যই ট্রেডিং দক্ষতা এবং বিস্তর জ্ঞান অর্জন করা দরকার। ব্যাপারটা অবশ্যই পরিশ্রমসাধ্য।
-
অামাদের দেশে বঙ্গবভন যেমন জনগণের জন্য উন্মুক্ত তেমনি ফরেক্স মার্কেট সকলের জন্য উন্মুক্ত । কাজের উপর ডিপেন্ট করবে সব কিছু । অামরা কাজ দিয়ে অামাদের পরিচয় দিব তাহলেই হবে । অন্যের অায়ের চিন্তা না করে নিজেকে মাথা খাটাতে হবে । ভাগ্য তো অাল্লাহর হাতে কোন উসিলায় খুলে দেয় । অামাদের চেষ্টা থাকবে অটুট ।
-
ফরেক্স আমাদের অনেক কাজের আমাদের বাড়ির অভাবের সময় আমাদের অনেক কাজে করতে পারি সেই সময় আমাদের পরিবারে সহজগীতা করতে পারি এবং আমাদের নিজের পড়া লেখা করতে গেলে টাকার অভাব থাকে সেই নময় আমাদের পড়া লেখার খরচ নিজেই গুছাতে পারি আমরা বোঝলাম যে ফরেক্স অনেক কাজের ।
-
কষ্ট ছাড়া মিষ্ট হয়না। যেকোন কাজ থেকেই কিছু টাকা উপার্জন করতে হলে কিছু কষ্ট করতে হয়। ফরেক্স মার্কেট থেকে অল্প কষ্টের বিনিময়ে অতি অলপ সময়ে প্রচুর মুনাফা অর্জন করা যায়। কিন্তু এই জন্য আমাদেরকে অভিজ্ঞ হতে হয় নচেৎ তার উল্টোটা ঘটে যায়। পরিশ্রম যেকোন জায়গায় করতে হয়। তবে ধৈর্যে্র সাথে ফরেক্স এ পরিশ্রম করে অনেক বেশি পরিমান অর্থ উপার্জন করা যায়।
-
বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷
যিনি নিজেই স্বয়ং একজন বৃহৎ অত্যন্ত মূল্যবান সম্পদ৷দেশের গৌরব৷যাকে মানি মেইকার বলা হয়৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷তাই পরিবারের শিক্ষিত গৃহিনী, অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক ব্যাক্তি, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষিত পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷
-
ফরেক্স সবার জন্যই । আর সবাই চাইলেই ফরেক্স করতে পাারবে । তবে ফরেক্স করার ক্ষেত্রে অামাদের মনে রাখতে হবে যে আমরা যেন নিজেদেরকে দুর্বল মনে না করি । নিজেদের মধ্য সর্বদা আত্নবিশ্বাস থাকতে হবে যে আমার দ্বারা অবশ্যিই সম্ভব । তবে এখনই না হলে একসময় নিশ্চিতভাবে আপনি ভালো একজন ট্রেডার হতে পারবেন । সেজন্য প্রথমদিকে একটু কষ্ট করতেই হবে ।
-
ফরেক্স সম্পর্কে যারা জানে ফরেক্স শুধু তাদের জন্য।ফরেক্স আমাদের জন্য এক ধরণের ব্যবসা আবার অনেকে ক্যারিয়ার গড়ার সবচেয়ে ভাল উপায়ও বলে থাকে। বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসায়ের মধ্যে ফরেক্স ট্রেডিং করা সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক অনলাইন ব্যবসা। ফরেক্সকে জানুন আর শিখুন।এর পর চিন্তা ছাড়া ট্রেডিং করা আরম্ভ করুন।
-
হ্যা ভাই ফরেক্স বিজনেস আমাদের সকলের জন্যই একটা উন্নত মানের ও মানসম্মত ব্যবসা। এটা সারা বিশ্বের সব মানুষের জন্য উন্মুক্ত। যে কোন মানুষ যে কোন সময়ে এই ব্যবসাটা একটু গুরুত্ব দিয়ে, জ্ঞান অর্জন থেকে শুরু করে সবকিছু যদি মোটামুটিভাবে শিখতে পারে, তাহলে আশা করা যায় যে সে তার অভিজ্ঞতার আলোকে বিশেষ দক্ষতার সাথে অনেক ভাল মানের ট্রেডার হওয়ার আশা রাখতে পারে, এবং সে তার ভবিষ্যৎ*কে একটা সুন্দর রুপ প্রদান করতে পারবে।
-
ফরেক্স হলো আন্তজার্তিক মুদ্রা বাজার। এই মার্কেট এ প্রতিদিন বিশ্বের বড় বড় ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্রোকার হাউজ, এবং বড় বড় ইনভেস্টর থেকে শুরু করে আমাদের ছোট ছোট ট্রেডার গন ও ব্যবসা করেন। ফরেক্স মার্কেট এ সবাই ব্যবসা করতে পারেন, ছোট মূল ধন নিয়েও ফরেক্স ব্যবসা করতে পারেন। কিন্ত সমস্যাটা হলো ব্যবসাটা আগে ভালভাবে বুঝে এবং এই ঝুকিটা ভাল ভাবে বুঝে তারপর ফরেক্স ব্যবসা করতে হবে। কারন নতুন যারা ট্রেড করেন তাদের জন্য ফরেক্স ব্যবসা ১০০ভাগ ঝুকি পূর্ন। সুতরাং ফরেক্স ভালভাবে শিখে দীর্ঘদিন ডেমো ট্রেড করা পর ফরেক্স ব্যবসা করতে হবে।