একটা কথা যেটা না বললেই নয়, তা হল "Practice makes a man perfect". পত্যেকের উচিত real trade করার আগে ডেমো তে ট্রেড করা, তানাহলে অবশ্যই লস গুনতে হবে। ডেমো ট্রেড করলে আপনি মার্কেট এর বিভিন্ন বিষয় গুলো আগেই লস ছাড়া ভালভাবে বুঝে নিতে পারবেন।
Printable View
একটা কথা যেটা না বললেই নয়, তা হল "Practice makes a man perfect". পত্যেকের উচিত real trade করার আগে ডেমো তে ট্রেড করা, তানাহলে অবশ্যই লস গুনতে হবে। ডেমো ট্রেড করলে আপনি মার্কেট এর বিভিন্ন বিষয় গুলো আগেই লস ছাড়া ভালভাবে বুঝে নিতে পারবেন।
ইন্ডিকেটর ব্যাবহার করে ফরেক্সে অনেকেই ট্রেড করছে আসলে এটি অনেক ক্ষেত্রেই ট্রেডে সহায়তা করে কিন্তু তাই বলে ইন্ডিকেটরের উপর অতিরিক্ত নির্বরশীলতা কখনই ভাল না। আপনি যদি ট্রেডিং জ্ঞান,দক্ষতার পরিবর্তে ইন্ডিকেটরের উপর বেশি গুরুত্ব দিয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন তবে সেক্ষেত্রে যেকোনো সময় আপনি বড় ধরনের ট্রেডিং বিপর্যয়ে পরতে পারেন।
আপনি নিয়মিত ভাবে ইন্ডিকেটর ফলো করতে পারেন কিন্তু তাই বলে ইন্ডিকেটরের উপর অন্ধবিশ্বাস করে ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা কখনই উচিত না কারন তাতে করে হিতে বিপরীত হতে পারে। আপনি আপনার ট্রেডিং জ্ঞানের আলোকে ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিস করে তার পর সেই অ্যানালাইসিসের সাথে ইন্ডিকেটরের নির্দেশ না মিলিয়ে তার পর ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা যেতে পারে।
পুরোপুরিভাবে ঈন্ডিকেটর নির্ভর হওয়া কোনভাবেই উচিত হবে না । ঈন্ডিকেটর মানেই নির্দেশক । এটা শুধু মার্কেট সম্পর্কে কিছু ধারণা দিতে পারবে এমন নয় যে একজন ট্রেডারকে নিশ্চিত লাভবান করে দিতে পারে । তােই ম্যানুয়ালি ট্রেডিং করতে হবে এবং প্রযোজনে হয়ত একটু আধটু ঈন্ডিকেটরের সাহায্য নেওয়া যায় । কেননা আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে আমাদেরকে ধৈর্য্যর সাথে টিকে থাকার চেষ্টা করতে হবে ।
আমার মতে, ইন্ডিকেটর প্রয়োজন আছে। কিন্তু শুধু ইন্ডিকেটের উপর নির্ভর করলেই হবে। ইন্ডিকেট কে অ্যানালাইস করে যদি ইন্ডিকেটকে সুফল দায়ক মনে হয় তাহলে ইন্ডিকেট কে গ্রহন করতে হবে অন্যাথায়, নয়।
এমন কোন ইন্ডিকেটরেই নাই যাহা আগাম আপনাকে বলে দিবে মার্কেট আপটেন্ড যাবে নাকি ডাউন এর দিকে যাবে। যদি থাকত সবাই ফরেক্স নিয়ে এত ঘবেষণা না করে ঐ ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করত। তবে হা আপনি ইন্ডিকেটর ব্যাবহার করে ধারণা নিতে পারেন মার্কেট কোন দিকে মোভ করতে যাচ্ছে সে আলোকে আপনি ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারেন, তবে ইন্ডিকেটর এর সাথে সাথে অন্যান্য এনালাইসিস করে যদি আপনি মার্কেট ওপেন করেন আপনার লাবের সম্ভাবনা বেশি আর লসের সমাভাবনা কম থাকে।
আমার মতে খালি চাট দেখে টেড করা অনেক কষ্ট আপনি এমটি ৪ এ সেই সব ইনডিকেটর থাকে টা ব্যবহার করতে পারেন টা হলে আপনি ফরেক্স মার্কেট এ ভাল লাভ করতে পারবেন । আপনি বাইরের ইনডিকেটর ব্যবহার করতে পারেন তবে যখন সেই ইনডিকেটর কাজ করবে না তখন আপনি কি করবেন তাই আপনার জন্য ভাল হয় এমটি ৪ এর ইনডিকেটর ব্যবহার করা ।
আসলে ইনডিকেটর আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে, সিগনাল প্রদানকারী হতে পারে না। তাই প্রত্যেক ট্রেডার এর উচিত ইনডিকেটর কে সাহায্যকারী হিসেবে গ্রহন করা। যদি ইনডিকেটর সঠিক সিগনাল দিতে পারত তাহলে ফরেক্সে কেউ লস খেত না। সুতরাং ইনডিকেটর এর উপর কারই নির্ভর হওয়া উচিত না।
ফরেক্স ট্রেডএ পুরোপুরি ইনডিকেটর এর উপর নির্ভর হওয়া উচিত নয় । ইন্ডিকেটর সবসময় ভাল ট্রেড দিতে পারেনা এমন ও হতে পারে যে ইন্ডিকেটর এর উপর পুরপুরি নির্ভর হলে আপনার একাউন্ট জিরো হতে পারে । আমাদের কে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে । হ্য৭ আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারি শুধু মাএ মর্কেট এর মুভমেন্ট বুঝার জন্য আর ট্রেড এন্টি একটু বেশী কনফারম হবার জন্য । আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি যে তারও ইন্ডিকেটর ব্যবহার করে শুধু মাএ ট্রেড কনর্ফাম এর জন্য ।
যে আপনার উপর নির্ভর করে, এবং ট্রেডিং আপনার উপায়, আমার জন্য, আমি মোমেন্টাম ইন্ডিকেটর, এবং গতিশীল জোন ইনডিকেটর পছন্দ, এইসব সূচকের সঙ্গে একটি কৌশল এবং 4 ঘন্টা মোমবাতি কিছু বিশ্লেষণ করতে পারেন