-
আমি বলবো সুদ মুক্ত একাউন্ট দিয়ে আমরা সহজে ফরেক্স থেকে সুদ বিহীন ভাবে লাভ করতে পারি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সুদ মুক্ত করে ট্রেড করতে হবে কারন সুদ নিয়ে ট্রেড করা যায় না করলেও আমি মনে হয় না এই বেবসা হালাল উপায়ে করব তাই সুদ মুক্ত ট্রেড করা ভাল ।
-
অামার জানামতে ইন্সটায় যথন এ্যাকাউন্ট করব তখনই সোয়াপ ফিরি নামের অপশনটিতে ক্লিক করব তো হয়ে গেলো সুদমুক্ত এ্যাকাউন্ট । এটা নিয়ে মোটেও মন কষাকষি নয় । অামরা চিন্তাশীল হব কিভাবে বেশী জানতে পারা যায় । জেনে মেনে নিতে পারলেই যথেষ্ট । তো কাজের কথা হল অামরা এ্যাকাউন্ট করার সময় সোয়াপ করে নিব ।
-
আমার মতে সোয়াপ মুক্ত একাউন্টই ভালো৷আমি সব সময়ই এই সোয়াপ মুক্ত একাউন্টে ট্রেড করছি৷তাই সবাইকেই বলবো আপনারাও সোয়াপ মুক্ত বা সুদ মুক্ত একাউন্টে ট্রেড করতে পারেন৷কষ্ট করে ট্রেড করে প্রফিট করার মজাই আলাদা৷এই সামান্য কিছু বাড়তি সুদ নিয়ে আমি কখোনোই আমার মহব্বতের নিজের একাউন্ট টা কলংকিত করবো না৷
-
প্রথমত সুদ মুক্ত বলতে আমরা বুঝি আপনি যেই কারেন্সি ট্রেড অপেন করবে সেখানে ঐ দেশের সুদ দেওয়া এবং নেওয়া দুটো পদ্ধতি আছে এবং কিভাবে সুদ মুক্ত ব্যবসা করা যায় সেই বিষয়টি উল্লেখ্য আছে। তাই আমার মতে আপনি যখন ফরেক্স এ একাউন্ট খোলবেন তখন বিশেষ করে ফরেক্স এর নিয়মাবলি দেখো বুঝে এবং শুনে খুলবেন।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সুদ মুক্ত ব্যবসা করা যায় আবার সুদ যুক্ত ব্যবসা ও করা যায় । আমি সব সময়ে সুদ মুক্ত ব্যবসা করে থাকি ফরেক্সে । সুদ মুক্ত ব্যবসা করতে হলে যখন আমরা একাউন্ট খুলি তখন আমাদের সোয়াপ ফ্রি তে ক্লিক করতে হয় । তাহলে সুদ মুক্ত এ হয়ে যায় ।
-
ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত একাউন্ট দিয়ে আমরা সুদ ছাড়া ভাবে এই মার্কেট এ ট্রেড করতে পারি তাই আমাদের কে সব সময় মনে রাখতে হবে সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করেন আবার অনেকেই আছেন যারা সুদ যুক্ত একাউন্ট এ ট্রেড করেন তবে সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করা আমাদের জন্য সব সময় উত্তম হবে বলে আমি মনে করি।আমি চিন্তা করেছি একটা সুদ মুক্ত অ্যাকাউন্ট পেন করবো।
-
ফরেক্স মারকেটে সুদ হল প্রত্যেক ডিপোজিটের উপর দেয়া হয় । অনেক ক্ষেত্রে আমরা পাই আমার অনেক ক্ষেত্রে আমাদের দিতে হয় । তবে সুদ সব ধর্মেই নিসিধধ তাই এটা এড়িয়ে চলাই ভাল ।
-
আমি সবার উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি ভাল ট্রেডার হতে চায় তবে সে যেন অন্যের সিগন্যাল বা পরামরশে ট্রেড না করে । তা হলে সে নিজে আর ভাল ট্রেডার হতে পারবে না । বরং উলটা লসে পড়ে যাবে । যেমন আমে পড়েছি ।
-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে ফরেক্সে সময় সবচাইতে বড় একটি বিষয় । যেমন সকাল বেলার চ্যানেল কখনও স্থায়ী হয় না ইউরো সেশঅন শুরু হতে ওলটপালঅট হয়ে যায় তাই কম পক্ষে দুপুর ১২ টার আগে কোন ট্রেড ওপেন করা উচিত না ।
-
রেরেন্ডের বিপক্ষে ট্রেড করা উচিত না তা সে যত ভাল চ্যানেলই তেইরী হোক না কেন । তা হলে খুব অল্প সময় পরেই মারকেেট ঘুরে গিয়ে ট্রেড লসে পড়ে যাবে । এটা খুবি জরুরি এবং পরিক্ষিত একটি বিষয় ।