-
ডেমো ট্রেড এর ব্যাপারে আগেও আমি লিখেছি, আসলে ফরেক্স পরিপূর্ণ শেখা অনেক কঠিন কাজ, তবে ফরেক্স মার্কেট জানা একটু সহজ, তাই যদি ডেমো ট্রেড সব সময় করা যায়, তাতে নিজের ভালো, আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স ব্যবসায়, তবে আমি বলবো কম করে ৬ মাস ডেমো ট্রেড অনুশীলন করুন, এরপর বাস্তব ট্রেড শুরু করুন।
-
একজন ভাল মানের ট্রেডার হতে হলে কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করা উচিত। কেননা মার্কেটে এমন কিছু মোভমেন্ট হয় যা কেবল মাত্র ট্রেড করলেই নজরে আসে। এর কোন ব্যাখ্যা কাগজে কলমে দেয়া সম্ভব নয়। তাই ট্রেডারকে সব সময় ট্রেডের সাথে সংযুক্ত থাকতে হয়।
-
আমি মন করি আমাদের কে ডেমো ট্রেড করতে হবে এক বছর তবে সেই ডেমো ট্রেডটা করতে হবে আমার ইনভেস্ট যা করব সে পরিমান ডলার দিয়ে করলে ভাল হবে। আমরা অনেক কিছু করি এবং শিখি কিন্তু রিয়াল মার্কেটে মানতে ভুলে যায়।
-
ডেমো ট্রেডিং করার আমাদের সবারই একটা বিশেষ উদ্দেশ্য থাকে । বিশেষ করে নতুন ট্রেডারদের একটা উদ্দেশ্য থাকে যে এখান থেকে ভালভাবে ফরেক্স শিখা । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমার মত নতুন প্রত্যক ট্রেডারকেই ডেমোর দ্বারস্থ হতে হয় । সে কারণেই ডেমো প্রতিটি নতুন ট্রেডারদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় । তবে ডেমো ততদিনই করা উচিত যতদিন না দক্ষতা গড়ে উঠবে ।
-
ফরেক্স এক টি অনলিনে বিজনেস। এটা জেকেউ লাইফ টাইম করতে পারে। কিন্তু ফরেক্স আন্দাজে করলে লাভের চেয়ে লস এ বেসি পরতে হবে। তাই ফরেক্স করার আগে ভাল ভাবে ডেমো ট্রেড করতে হনে। থাইলে ফরেক্স সম্পরে অনেক ভাল ভাবে যানা যাবে। আর রিয়েল অ্যাকাউন্ট এ কাজ করার টাইম ডেমো ট্রেড করতে হবে।
-
ডেমো প্রাকটিস করার কোনো নির্দিষ্ট টাইম নেই।। ডেমো করার উদ্দেশ্য হলো ফরেক্সে আপনার অভিজ্ঞতা বাড়ানো, ফরেক্স বাজার মুভমেন্ট সম্পরকে ধারনা লাভ করা আর ফরেক্স জ্ঞান লাভ করা।। আপনি এটা কত দিনে আয়ত্ত করতে পারবেন তা একান্তই আপনার ব্যাপার।।
-
ডেমো একাউন্ট কমপকে্*ষ ১৮ মাস প্র্যাকটিস করা উচিত। এতে ভালো শিখতে পারা যায়।
-
ডেমো ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় সীমা নেই। যতদিন পর্যন্ত না ট্রেড এ দক্ষ হওয়া যায় ততদিন ই ডেমো ট্রেড করা উচিত। তবে একজন নতুন ট্রেডার এর অন্তত ২-৩ মাস ডেমো ট্রেড করা উচিত। ফরেক্স এ টিকে থাকার জন্য অবশ্যই ডেমো ট্রেড এ দক্ষ হওয়া জরুরী।
-
আমি মনে করি ফরেক্স সফল ট্রেডআর হতে হলে অনেক দিন ডেমো ট্রেডিং করা দরকার। তবে ফরেক্স এ ভাল ট্রেডিং শিখতে হলে কমপক্ষে ছয় মাস থেকে আট মাস ফরেক্স ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত। তাছাড়া ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স মার্কেটের মভেমেন্ত বুজা যায় এবং আরও অনেক কিছু শিখা যায়।
-
আসলে আপনি কত দিন হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভা জ্ঞান লাভ করতে পারবেন তা আপনার একান্তই ব্যক্তিগত ব্যপার বলে আমি মনে করি তবে আমি বলি আপনি যদি কম করে হলেও পাচ থেকে ছয় মাস ডেমো ট্রেড করলে আপনার একটা অবিজ্ঞতা আস্তে পারে বলে আমি মনে করি।