-
ফরেক্স ট্রেডিং হল একটি ব্যবসা। আর ব্যবসা করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমদের মত দেশে বেকারত্ব দূরীকরণে ফরেক্স ট্রেডিংয়ের গুরুত্ব রয়েছে। আমাদের দেশে যে সকল শিক্ষিত বেকাররা আছে তারা সফলতার সহিত ফরেক্স ট্রেডিং শিখে এটি করলে তারা নিজেরাই তাদেরকে বেকারত্বের অভিশাপ খেকে মুক্তি দিতে পারে। তাই আমরা যারা বেকার আছি সবাই ভালমত ফরেক্স ট্রেডিং শিখে নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারি।
-
ফবেক্স মার্কেট বেকারদের জন্য অনেক বড সহাযক, কারণ ফবেক্স মার্কেট সকল দেশের সকল নারী পুরুষ কাজ করার সুযোগ আছে । তাই এখানে পুরুষের পাশা পাশী ঘরে বসে নারী এবং ছাত্র ছাত্রীরাও কাজ করতে পারে । বিশেষ করে যুবক বেকারদের জন্য অন্যতম আয়ের মাধ্যম । ভাল ভাবে ফরেক্স শিখে ভাল মানের ট্রেডার হয়ে ভাল আয় করাটা সময়ের ব্যাপার মাত্র ।
-
ফরেক্স মার্কেট এ বেকারদের জন্য অনেকটা সহায়ক। আমাদের এই বাংলাদেশে সবচাইতে বড় সমস্যা হল এই বেকারত্ত। তাই আমার মতে যারা বেকার রয়েছে তারা যদি এই ফরেক্স মার্কেট এ কাজ করে আয় করে তাহলে আমার মতে আমাদের এই বাংলাদেশে অনেক বেকারত্ত কমে যাবে। ফরেক্স মার্কেট এ যারা কাজ করছে তারা এই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করছে এবং ফরেক্স থেকে সাফলতা অর্জন করছে।
-
আমি মনে করি যে ফরেক্স শুধু বেকারদের জন্য লাভজনক তা না । ফরেক্স প্রতিটি মানুষের জন্য একটা লাভজনক একটি সাইট । যে কোন মানুষ এই সাইট কাজ করে ভাল একটা পজিশনে যেতে পারে । যারা মেধাবী তারা এই সাইটে খুব ভালও করতে পারবে। কারন আমাদের দেশে অনেক মেধাবী ছাত্র আছে যারা ফরেক্স বিষয়ে জানলে ভালও কিছু করতে পারবে ।
-
আমি তা মনে করি না। কেননা আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি নয়। বেশি হল অশিক্ষিত বেকার যাদের দ্বারা ট্রেড করা সম্ভব নাও হতে পারে। কেননা এখানে যথেষ্ট শিক্ষিত লোকের দরকার। আজাইরা লোক থাকলেই আর সময় দিলেই যে সফল হওয়া যাবে এমন নয়। তাই এটা বেকারের জন্য আর্শিবাদতো নয়ই অবিশাপ হতে পারে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট বেকারদের জন্য অনেক ভাল হবে কারন বেকার দের হাতে অনেক সময় থাকে তারা ফরেক্স মার্কেট এ পুরুটা সময় দিয়ে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারবে । বেকার দের আর কারর জব করা লাগবে না তারা ফরেক্স মার্কেট এর টাকা দিয়ে অন্য বাবসা করে আরও মানুষ কে জব দিতে পারবে আর ফরেক্স মার্কেট এ টেড তো সে করছেই ।
-
আমি নিজেও একজন বেকার আর আমি মনে করি বেকারদের জন্য ফরেক্স একটি উত্তম পেশা । করন তারা এটাকে নিজের পেশা হিসাবে গ্রহন করতে পারে এতে দেশের বেকার সমস্যা কিছুটা দুর হবে বলে আশা করা যায় । তাই আমাদের কে বেশী করে এই মার্কেট হতে ফরেক্স শিখতে হবে এবং মানি মেনেজেমেন্ট এর মাধ্যমে ট্রেড করে আমাদের কে এই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হবে ।
-
আমি মনে করি বেকারদের জন্য ফরেক্স একটি উত্তম পেশা । করন তারা এটাকে নিজের পেশা হিসাবে গ্রহন করতে পারে এতে দেশের বেকার সমস্যা কিছুটা দুর হবে বলে আশা করা যায় । তাই আমাদের কে বেশী করে এই মার্কেট হতে ফরেক্স শিখতে হবে এবং মানি মেনেজেমেন্ট এর মাধ্যমে ট্রেড করে আমাদের কে এই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হবে ।
-
ফরেক্স এ বেকারদের জন্য অনেকটা সহায়তা করে থাকে। আমাদের দেশে সবচাইতে বড় সমস্যা হল এই বেকারত্ত। তাই আমার মতে যারা বেকার আছে বা কোন কাজ ও চাকরি করতে পারছে না তারা যদি এই ফরেক্স মার্কেট এ কাজ করে আয় করে, তাহলে আমার মতে আমাদের দেশে অনেকটা বেকারত্ত কমে যাবে।
-
বেকারদের জন্য ফরেক্স একটি যুগান্তকারি ভবিষ্যত ফরেক্স নিয়ে বাংলাদেশের অনেক বেকারাই কাজ করছে এবং তারা অনেকেই সফল ভাবে ফরেক্স থেকে আয় করছে একজন শিক্ষিত বেকার যুবক ঘরে বসে না থেকে নিজের মেধা,জ্ঞান ,পরিশ্রোম ও ধৈর্য দিয়ে ফরেক্স এ কাজ করলে অবষ্যই ফরেক্স থেকে আয় করতে পারবে।