-
মানুষ এই পৃথিবীতে বাস করে আসছে অনাদিকাল থেকে । যুগে যুগে মানুষের প্রয়োজন হয়েছে বিভিন্ন জিনিসের । বর্তমান যুগ বিজ্ঞানের যুগ । এই বিজ্ঞানের অনেক মূল্যবান জিনিস ব্যাবহার করছি । রোবট তার মধ্যে অন্যতম , রোবট ব্যাবহার করে আমরা অনেক সহজে অনেক কাজ করতে পারি । রোবটের মাধ্যমে আমরা অনেক দ্রুত অনেক কাজ সারতে পারি । তবে আগে জানতে হবে রোবটের সঠিক ব্যাবহার । যদি না জানি তাহলে লাভের পরিবর্তে লসের মুখ দেকতে হবে ।
-
রোবট ব্যবহার করলে সময় বাচানো যায়। অনেক সময় দেখা গেছে ব্যস্ততার জন্য ট্রেড করা যাচ্ছে না কিন্তু রোবট দিয়ে ব্যবসা করলে ঠিক ই আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু আপনার দৈন্দিন কজের ও ক্ষতি হবেনা।
-
ফরেক্স মার্কেট এ রোবট অনেক পরিচিত একটা শব্দ । অনেকেই রোবট ব্যাবহার করে অনেক প্রফিট করছে । রোবট আপনাকে আপনার মার্কেট এর পূর্বাভাস দিবে । আপনাকে কখন কি করতে হবে বলে দিতে । আটো ট্রেড ওপেন করবে আবার ক্লোজও করতে পারবে । অর্থাৎ রোবট আপনাকে প্রফিট এনে দেবার জন্য সার্বিকভাবে সাহায্য করবে । আপনি গুগোল এ অনেক ধরনের রবট পাবেন আপনি আগে সেগুলো ডেমোতে টেস্ট করে নিতে পারেন কন্টা ভালো কাজ করে ।
-
ফরেক্স রোবট আমাদের বেশির ভাগ সময় আমাদের জন্য লাভ নিয়ে আসে তবে হ্যাঁ আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে । সব সময় রোবট এর উপর খুব বেশি নির্ভর করে হাত পা গুটিয়ে বসে থাকা উচিৎ হবে না । আপনাকে সঠিক ঊপায়ে আপনার এনালাইসিস চালিয়ে যেতেই হবে । কারন রোবট অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে যা আপনার অনেক বড় একটা ক্ষতির কারন হতে পারে ।
-
ফরেক্স বিজনেস এর ক্ষেত্রে আমি নতুনদের জন্য মুলত রোবট ব্যাবহার কে সমর্থন করি না। কেন না ফরেক্স ট্রেড এর বেলায় যখন উনারা রোবট ব্যাবহার করেন তখন কিন্তু উনাদের আসল মেধা যাচাই হয় না । আমার মতে উনারা ফরেক্স মার্কেটিং এ সারা জীবন অন্ধ থাকবে। তাই আমার মনে হয় আমাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে ফরেক্স দিয়ে এগিয়ে যাওয়া উচিত। এতে কোন এক সময় আমরা কিছু নিশ্চিত রুপে করতে পারব।
-
আমার মতে একজন মানুষ এর থেকে একটা রোবট বেশি প্রফিট আর্ন করে এনে দিতে পারে না , তবে হে আপনি যদি একটা ভাল মানের রোবট অনলাইন থেকে কিনে নিতে পারেন এবং এর সম্পর্কে ভাল ধারনা বা এর ব্যাবহার জানেন তাহলে সে আপনাকে ভাল একটা প্রফিট এনে দিতে সক্ষম হবে। আর তাই অনলাইন এ অনেক ধরনের ফ্রি রোবট আছে যা কিনা লাভ ও এনে দিতে পারে আবার খানিকের মধ্যে লস ও এনে দিতে পারে। তাই ভাল রোবট না নিয়ে ফ্রি রোবট দিয়ে কাজ করা বোকামি ছাড়া আর কিছু বলব না।
-
আমি ফরেক্সে নতুন তাই সব কিছু সম্পর্কে তেমন একটি ধারণা নাই । তবে যতটুকু বুঝি যে আমি যদি একটি ব্যবসা খুলি তাহলে চাইব সরবোচ্ছ মুনাফা অর্জন করতে । আর এ ক্ষেত্রে যদি রোবট আমাকে সাহায্য করে তাহলে কেন গ্রহন করবনা । অবশ্যই রোবটের ব্যবহার ফরেক্স ব্যবসার জন্য ভাল ।
-
আমি রোবট ব্যাবহার সমর্থন করি না কারন রোবট দিয়ে ট্রেড করলে ভাল ট্রেডার হওয়া যায় না , তবে যদি কেউ নিজে রোবট তৈরি করতে পারে ও সেই রোবট দিয়ে ট্রেড করে ভাল প্রফিট করতে পারে তাহলে সেটা কে আমরা সবাই সমর্থন করব কারন আমরা সেখান থেকে আয় করতে পারি ।
-
প্রবাদে একটি কথা আছে নিজের দোসে নিজে মরা অনেক ভাল , আসলে মানুষ অনেক ধরনের ,এক এক জন এক এক বাবে ফরেক্স এ ট্রেড করে থাকে , কেউ রোবট দিয়ে ট্রেড করে কেউ বা নিজের মেধা দিয়ে কাজ করে । আমার কাছে নিজে কাজ করার মধ্যে অনেক আনন্দ পাই ।
-
ফরেক্স ট্রেডিংয়ে রোবট ব্যবহারকে সমর্থন করা যায় না।রোবটে মানুষের ফরেক্স শিখার ক্ষেত্রে হয়ে উঠেছে মারাত্বক প্রতিকূলতা।কেননা অধিকাংশ মানুষই রোবট ব্যবহার করে সফলতা পাওয়ার জন্য ভালো ভালো রোবটের সন্ধান করে বেড়ায়।তাই রোবট ব্যবহার ফরেক্সের আসল কাজে বাধা প্রয়োগ করতে পারে বলে ফরেক্স ব্যবহারে আমি সমর্থন করবো না।