ভাই ফরেক্স মার্কেটে যত বেশি সময় দিবেন বেশি শিখতে পারবেন ।আমি ফরেক্স মার্কেটে প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা সময় দিই যাতে মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারি।
Printable View
ভাই ফরেক্স মার্কেটে যত বেশি সময় দিবেন বেশি শিখতে পারবেন ।আমি ফরেক্স মার্কেটে প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা সময় দিই যাতে মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারি।
ফরেক্স মার্কেট থেকে সাফলতা পেতে গেলে আপনাকে অবশ্যই ৬ থেকে ৭ ঘন্টা কাজ করতে হবে।আপনি যদি ফরেক্স মার্কেট থেকে দক্ষ ট্রেডার হতে চান তাহলে আপনাকে আগে ফরেক্স মার্কেটে এনালাইসিস করা শিখতে হবে।
আমি বলবো ফরেক্স এ ভাল সফলতা পাওয়া জন্য অনেক সময় দিতে হয়। অনেক বেশি সময় না দিলে ফরেক্স শেখা যায়না । ফরেক্স শেখার পরও ফরেক্স মার্কেট এনালাইসিস করার জন্য অনেক পড়তে হয়। ফরেক্স মার্কেটে বিভিন্ন ভাবে মৌলিক, গানিতিক চার্টগুলো এনালাইসিস করে ট্রেড করতে হয়। রিয়েল ট্রেড করার আগে অনেক সময় ধরে ডেমো ট্রেড করতে হয়।
ফরেক্স মার্কেটে ভালো সফলতা পেতে হলে অবশ্যই অাপনাকে লং টাইম সময় দিতে হবে । লং টাইম সময় না দিলে হঠাৎ কোন কিছু বোঝা যায় না । অামরা সফলতা অবশ্যই খুজে পাব যদি সেই মোতাবেক কাজ করতে পারি । অামাদের কাজের উপর নির্ভর করে এই ব্যবসার সফলতা ।
ফরেক্স মার্কেট এ আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ প্রতিদিন ২ ঘণ্টা সময় দিলে আপনি ভাল লাভ করতে পারবেন আপনি ফরেক্স মার্কেট এর চাট এর সামনে যত থাকবেন আপনি ফরেক্স মার্কেট এ তত ভাল করবেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে আপনি প্রতিদিন সকাল এ ট্রেড করলেই ভাল করবেন ফরেক্স মার্কেট এ আমি প্রতিদিন সকাল এ মার্কেট দেখি ট্রেড করার জন্য
যদি কেউ একটা দোকার দিয়ে ঘরে বসে থাকে তাহলে তার দোকানে বেচকেনা হবে না। তার দোকান পরিচালনার জন্য দোকানে সময় দিতে হবে। ফরেক্স এ ঠিক তামনি ফরেক্স ট্রেড করার জন্য ফরেক্স এ সময় দিতে হবে। শুধু সময় দিলে হবে না। আমাদের সঠিকভাবে শিখতে হবে।
আপনি যদি মনে করেন আমি সারাদিনে একবার মার্কেট দেখব। সেটাও আপনি করতে পারেন। যারা ফুল টাইম হিসাবে ফরেক্স করেন তারা ট্রেড মিস করেন খুব কম। আবার আপনি যদি নির্দিষট সময় করেন সেই সময় ও আপনি ট্রেড করতে পারেন। সারাদিন যে পরে থাকতে হবে তা নয়।
আমরা যদি দিনে ৩-৪ ঘন্টা সময় দিতে পারি তাহলে দেখা যাবে যে আমরা অনেক লাভবান হইয়ে ছি ।এই সময় টুকু ফরেক্স এই কাজে ব্যায় করতে পারলে দেখা যাবে যে অনেক সফলতা এসেছে আমাদের জিবনে ,তাই ফরেক্স এর পেছনে সময় দিতে হবে ,প্রতিদিন ।
নতুন ট্রেডারদের প্রত্যেকদিন কমপক্ষে ৬ ঘন্টা স্টাডি করতে পারলে ভালো হয়৷ ফরেক্স ট্রেডিং এর বেসিক থিউরীগুলো শিখতেই ৬ মাস যাবে৷তারপর নানা রকম লাল-নীল রঙ্গের ট্রেডিং স্ট্রেট্যাজী কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে ১ বছর৷তারপর আরোও ১ বছর সময় লাগবে রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবেই ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই মার্কেটে টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷
আমি ফপরেক্স এ সফলতা পাবার জন্য প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় ব্যায় করে থাকি।এই ফরেক্স এ অনেক পরিশ্রম এর একটা বেপার ।সফলতে পেতে হলে ফরেক্স এ কাজ করতে হবে অনেক সময় ধরে ।তাহলে আপনি ভাল টাকা আয় করতে পার বেন ।আমি মনেকরি ।