-
ফরেক্স এ লস হয় এটা স্বাভাবিক । তবে তা বার বার হতে দিলে খারাপ দেখায় । আমার মতে যখন ফরেক্স এ আমার লস হবে পরবতিতে আমি দেখব আমি ভুলতা কোথায় করেছিলাম । তাই পরবর্তী স্টেপ যখন আমি নেব তা আগের লসের সাথে তুলনা করে নিব জেন একি লস আবার না হয় । এ জন্য আমি মনে করি আমাকে ভাল ভাবে ট্রেড করতে হবে।
-
লস করে হতাশ হয়ে গেলে চলবেনা। ব্যবসায় লাভ লস দুটো ই আছে। হাতাশ না হয়ে বরং লস হওয়ার কারণ টা খুঁতিয়ে দেখতে হবে। ভবিষ্যতে ওই ধরণের ভুল গুলো এড়িয়ে ব্যবসা করলে আপনি একই ভাবে লসে পড়বেন না।
-
আসলে লস করার পর আমাদের কিছুই করার থাকে না সে দক্ষ হোক আর অদক্ষ ট্রেডার ট্রেড পরিচালনা করলে কম বা বেশি স হয়ে থাকে তবে আমি লস করার পরে আমি যেটা করি সেটা হল কি কারনে লস হল সেটা মুল্যায়ন করি এবং এরুপ ভুল যাতে আর না হয় সেজন্য ভবিৎষতের জন্য সংরক্ষন করি। ধন্যবাদ।
-
আপনি যখন লস করবেন, তখন ট্রেড করা বিরত থাকুন কিছুক্ষনের জন্য, আর ভাবুন এগুলো কোন ব্যপার না। এর পরে ভালভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করুন। আর ঐ লস ট্রেড এর রিকবার করার চেষ্টা করবেন তখনই। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। মানে ঐ লস রিকবার হয়ে যাবে।
-
ট্রেড করলে লস হতেই পারে । লস হওয়ার পর অনেকেই ভেঙ্গে পরে । হাতাশাই ভোগে । এটা না করে আমাদের প্রথমে খুজে বের করতে হবে কেন লস হল । কোন ভুলটা আমার হয়েছে, সেইটাকে কিভাবে রিকভার করা যাই। ভুল বলতে বুঝি এ্যানালাইসিস সঠিক হয় নি। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট একটি একটি অনলাইন ভিত্তিক ব্যবসা।লাভ লস নিয়ে ফরেক্স মার্কেট তাই লস মানার ক্ষমতা প্রত্যেক ট্রেডার থাকা উচিত।আমার যখন লস হয় তখন আমি চেষ্টা করি আমার কোন যায়গাই আমার ভুল হয়েছে সেগুলো খুজেবের করার চেষ্টা করি।এবং ভুলবের করে সংসদন করার চেষ্টা করি।তারপর আমি ডেমোতে প্রাকটিস করি।
-
লাভ লস তো বিজনেস এ থাকবেই। তাই লস খেলে ভেঙ্গে পরার কিছু নেই। আজ লস করেছেন তো কাল লাভ করে তা পুশিয়ে নিবেন। লস করার পর আপনার সবার আগে যে জিনিসটি করনীয় তা হল একে স্বাভাবিকভাবে মেনে নিয়ে মাথা ঠাণ্ডা রেখে পরের অর্ডার এর জন্য সুযোগ খোজা। এবং পূর্বের ভুল গুলো শুধরে নতুন করে বিজনেস এ মনোযোগ দেয়া।
-
লস করার পর আমার মন সাধারণত কিছু সময় খারাপ থাকে। আমি তখন বাসার বাহিরে গিয়ে ঘুরে আসি যাতে করে আমার মনটা ফ্রেশ হয়। মন মানুসিকতা স্থির করে বা তার পরদিন আমি মনোযোগ সহকারে ট্রেড করতে বসি। ধন্যবাদ
-
লস তো হরহামেশাই হতে পারে।এজন্য লস এর পর খুব বেশি উত্তেজিত হয় না।আগে অনেক খারাপ লাগতো, ট্রেড করতে ভয়ও করতো।কিন্তু এখন লস এর পর কিছু ভালো করতে চেষ্টা করি।যেমন,লং ঘুম দেয়া,অন্য দূরে কোথাও বেড়াতে যাওয়া ইত্যাদি যেকোন কিছু।এককথায় লস করার পর ফরেক্স থেকে কিছুটা বিরতি দিয়ে বাস্তবিক জীবনে কিছুটা সময় মনযোগী হতে পারি।
-
লস করার পর আমি মন খারাপ করি না। কারণ আমার ক্ষেত্রে এটি খুব কম ঘটে। কিন্তু যখন ঘটে তখন আমি ঘরের বাহিরে গিয়ে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি। অনেক পরে যখন মন ভাল হয়ে যায় যখন আমি আগের মত স্বাভাবিক হই তখন আমি ঠাণ্ডা মাথায় ট্রেড করতে বসি। ধন্যবাদ