-
আমি মূলত ফরেক্স কারো কাছে হাতে কলমে শিখেনি।এক বন্ধুর কাছে ফরেক্সের কথা শুনেছি এবং গুগলে সার্চ অনেকগুলো ফোরাম ওয়েব সাইট পেয়েছি।এবং ধীরে ধীরে সেই সব সাইট থেকে ফরেক্স বিষয়ে জেনেছি,বুঝেছি এবং শিখেছি।এভাবে আস্তে আস্তে আমি ফরেক্স ট্রেডিং শিখেছি এবং বর্তমানে খুব ভালো আয় করতে পাচ্ছি।তাই বলতে গেলে আমি সম্পূর্ণ নিজের চেস্টায় ফরেক্স ট্রেডিং এর মত এক্টা ধারুন ব্যবসা শিখতে পেরেছি এবং এটা শিখতে পেরে সত্যি আমি খুব আনন্দিত।
-
আমি ফরেক্স সম্পর্কে কারো কাছে হাতে নাতে শিখেনি বরং কিছু কিছু বিষয় নিয়ে আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পর্কে ধারণা নিয়েছি। আর বাকী বিষয়গুলো ডেমো অনুশীলনের মাধ্যমে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। এছাড়াও গুগোল সার্চ এর মাধ্যমে আমি ফরেক্স সম্পর্কে বিভিন্ন মার্কেট এনালাইসিস এর মত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি।
-
ফরেক্স শেখার জন্য আমি কোন ট্রেডার পাই নি। আমি নিজে নিজে অনেক বচ্ছর ধরে শিখেছি। আমি শেখার জন্য আমার আশেপাশে কাউকে পাই নি। তাই আমি ইন্টারনেট থেকে সার্চ করে দীর্ঘ ৩-৪ বচ্ছর প্র্যক্টিস করে ফরেক্স শিখছি।
-
আমি মূলত ফরেক্স টা একজনের কাছ থেকে হাতে নাতে শিখেছি। ফরেক্স মার্কেটিং এর নামটা শুনার পর তার প্রতি আমার আলাদা একটা কওতুহল জাগলো । তার পর আমি ওই বড় ভাইয়ের কাছ থেকে ডেমো থেকে শুরু করে আজ রিয়েল ট্রেডিং ও করছি বটে। তবে হে , ফরেক্স মার্কেটিং এর ট্রেডিং সম্পর্কে আরও অনেক অজানা তত্ত্ব আমি এই ফোরাম এবং অনলাইন থেকে ও কালেক্ট করেছি।
-
আমি ফরেক্স আমার বন্ধুর কাছ থেকে শিখেছি । আমার বন্ধু আমাকে অনেক সহজ ভাবে হাতে ধরে ধরে ফরেক্সের কাজ গুলো দিখিয়েছে প্লাস করিয়েছে।আমার বন্ধু আমাকে শেথানোর সময় কোন খারাপ কথা বা খারাপ আচরন করে নাই।সেই জন্য তাকে ধ্যবাদ
-
আমি করো কাছে ডিরেকলী ফরেক্স। শিখি নাই, আমার ফরেক্স শেখার মেইন উৎস হচ্ছে ইউচিউব আর গুগল। এই ২ মাধ্যমেকে অনুসরণ করেই আমি ট্রেড করা শিখেছি কিছুটা আর এখন আমি ডেমো ট্রেড করছি কারণ ডেমো ট্রেড না করলে অভিজ্ঞতাটা সম্পর্কে নিজের কনফিডেন্স বৃদ্ধি পায় না। তাই ফরেক্স শিখতে হলে ইউটিউব এবং গুগল থেকে আগে নিজের অভিজ্ঞতাটা বৃদ্ধি করে নিতে হবে।
-
আমি আমার দাদার কাছ থেকে ফরেক্স ট্রেডিং মার্কেট এ আমার কি কি করনীয় অথবা কি কি করলে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো সেই বিষয়টি নিয়ে তার কাজ থেকে জানার চেষ্টা করতেছি।আমি জানি যারা ফরেক্স ট্রেডিং মার্কেট অনেক দিন থেকে কাজ করতেছে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।তার ভিতর আমার দাদা একজন।তার অনুপ্রেরণায় আমি অনুপ্রারিত।আসা করি আমি আমার দাদা মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো।
-
ফরেক্স ট্রেডিং আমি হাতে নাতে শিখিনি।তবে আমার একজন কলিগ আমাকে ফরেক্স ট্রেডিং সম্পকে জানায় তার পরে আমি জানার জন্য তার কাছে অনেকবার গিয়েছি এবং সেও আমাকে শিখিয়েছে।আবার আমি নিজে নিজে কিছু ফরেক্স ট্রেডিং সম্পকে শেখার চেষ্টে করছি।আশা করি ফরেক্স ট্রেডিং থেকে আমি অনেক টাকা আয় করতে পারব ইশাআল্লাহ।
-
হ্যা,,, আমি আমার বন্ধুর মাধ্যমে ফরেক্স মার্কেটের কাজ হাতে নাতে শিখেছি । আমি বিগত তিন মাস যাবত ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয়েছি । এর আগে আমি এই ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জানতাম না । আমি এই ফরেক্স মার্কেটে কাজ করতে পেরে খুবই আনন্দিত । আমি এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ভালো অর্থ উপার্জন করতে চাই ।
-
না, আমি যখন ফরেক্স শিখি, তখন বাংলাদেশের ফরেক্স ব্যবসাটি সম্পূর্ণ নতুন ছিল। তাই তেমন কাউকে পাই নাই, আমাকে সহযোগিতা করার জন্য। আমি একা একা অনলাইনের মাধ্যমে ইংরেজি বইগুলো দেখে ফরেক্স ব্যবসা শিখেছি এবং অনেক আইডিয়া নিয়েছি।