ক্যারিয়ার বা প্রফেশন হিসেবে ফরেক্স অনেক বড় একটি প্লাটফর্ম। তবে ক্যারিয়ার বা প্রফেশন হিসেবে নেয়ার আগে ফরেক্সের বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিতে চাইলে প্রথমেই একজন ট্রেডারকে প্রচুর পড়তে হবে আইমিন স্ট্রাকচারাল স্টাডি প্রয়োজন, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় বাজারে কাজ করবেন সেখানে কয়েকটা ইন্ডিকেটরের জ্ঞান দিয়ে সম্ভব না ব্যাবসা করা। প্রফেশনালি কাজ করতে চাইলে নির্দিষ্ট বিষয়ে নিয়মিত পড়াশোনা ও চর্চা লাগবে তবেই একটা অভ্যাস গড়ে উঠে যা ট্রেডারকে সবসময় মার্কেট মূল্যায়ন করতে ভূমিকা রাখে।
অনেকে দ্রুত বড়লোক হতে গিয়ে শর্ট-কাট পদ্ধতি অবলম্বন করে থাকেন। ফরেক্সে এতোদিনে আমার উপলব্ধি হলো, ফরেক্স ট্রেডিং কোনো ছেলেখেলা নয়। এখানে প্রত্যেকটা ট্রেডের জন্য, প্রত্যেকটা পর্যালোচনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে যুক্তি-তর্ক করতে হয়। শ্রম দিতে হয়। একজন প্রফিটেবল ট্রেডার এমনি এমনি অন্ধকারে ডিল মেরে ট্রেডার হয়নি। তার প্রত্যহিক জীবনের একটা অংশ ফরেক্স ট্রেডিং। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই মার্কেটে দেখতে হয়েছে, তথ্য উপাত্ত বের করে মার্কেট চার্ট অনুশীলন তো আছেই। এভাবেই ফরেক্স ট্রেডিংয়ে ভাল করার সুযোগ আছে।
ফরেক্সে কোনো শর্ট কার্ট নাই এটাই আসল সত্য। ফরেক্সে সফল ট্রেডার যারা তাদের প্রত্যেকেই এভাবে নিয়মিত চর্চার মাধ্যমেই প্রফেশনাল ট্রেডিংয়ে এসেছে। সঠিকভাবে নিয়মিত মার্কেট সম্পর্কে পড়াশোনা এবং চর্চা এইদুটো অসংখ্য ট্রেডার গড়ে তুলতে পারে।