-
কে কত দিন ডেমো করেছে তা নিয়ে আমি মনেকরি না ভাবাই উচিত। কারন কত দিন ডেমো করা উচিত তা নির্দিষ্ট করে বলা আসলে খুব মুশকিল। কারন অনেকে ১ মাস ডেমো ট্রেড করে ভাল ফলাফল করতে পারছে। আর অনেকেই ৬ মাস করেও ফরেক্স ঠিকমত বুজে উঠতে পারছেনা। তাই কত দিন ফরেক্স করবেন তা নির্ভর করবে আপনার উপর।
-
:ok:আমি ফরেক্সে নতুন তাই এখনও ডেমোতে কাজ করে যাচ্ছি। আমি জতদিন ভালভাবে কাজ না শিখতে পারব ততদিন ডেমোতে কাজ করে যাব।
-
আমি ডেমো ট্টেডিং করেছি প্রায় ৮ মাস। আমি যখন প্রথম ডেমো ট্টেডিং করেছি তখন আমি কিছুই বুঝি নি। কিন্তু এখন আমি অনেকটা বুঝতে পেরেছি যে ফরেক্স এ কীভাবে টাকা আয় করা যায়। আমার মতে একজন নতুন ট্টেইনার ফরেক্সে এ জয়েন করলে কমপক্ষে ১ বছর ডেমো ট্টেডিং করা ভাল।
-
একজন নতুন ট্রেডারকে কমপক্ষে ৫-৬ মাস ডেমো ট্রেড করা উচিত। কেননা ডেমো ট্রেড করলে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। কিন্তু নতুন ট্রেডাররা কয়কেদিন ট্রেড ডেমো করে ই রিয়েল ট্রেড করা শুরু করে যার ফলে খুব তারাতারি একাউন্ট জিরো করে ফেলে।
-
আমি যখন ফরেক্স এ নতুন জয়েন করেছি তখন ফরেক্স এ কতবার যে ট্টেড করেছি তার হিসেব নেই। যতবারই আমি ট্টেড করেছি তত বারই আমি লস করেছি। তবে আমি এখন অনেটা ক্লিয়ার হয়ে গেছি যে ফরেক্স এ কীভাবে ট্টেড করে আয় করা যায়।
-
অনেকে ১ বছর ডেমো ট্রেডিং করে থাকে । কিন্তু আমি ভহ্য মাস ডেমো ট্রেডিং করেছি । আমি সত্যি এখন ভাল একজন ট্রেডার । তাই বলবো যে ডেমো ট্রেডিং করা নির্ভর করে ট্রেডারের মন ও মাথা এর উপর । তাই আমি বলবো যে তোমরা ডেমো ট্রেডিং করো ছয় মাস থেকে ১ বছর । তাহলে ফরেক্স থেকে তোমারা ভাল কিছু করতে পারবা ।
-
অনুশীলন করার কোনো বাধাধরা সময় বা নিয়ম নাই , আমি মনে করি ঠিক তেমন ভাবে ডেমো একাউন্ট টা আমাদের জন্য বড়ো একটি সুযোগ অনুশীলন করার জন্য । আমি ডেমো একাউন্ট দিয়ে প্রায় এক বছর ট্রেডিং করেছি যার ফলশ্রুতিতে আজকে আমি মোটামুটি ফরেক্স সম্পর্কে কিছুটা হলেও অভিজ্ঞ । তাই আমি আমার বন্ধুদের কেও বলি ডেমো দিয়ে কমপক্ষে এক বছর ট্রেডিং করে তবেই রিয়েল ট্রেড সুরু করা।
-
ফরেক্স এক টি অনলিনে রিক্সি বিজনেস, ফরেক্স বিজনেস সুরু করার আগে ফরেক্স সম্পর্ক এর ভাল ভাবে জানতে হবে। ফরেক্স বিজনেস থাকে লাভবান অ্যান্ড ভাল অভিজ্ঞা অরজন করতে হইলে ফরেক্স এর ডেম ট্রেড করতে হবে। ফরেক্স ডেম ট্রেড করতে অফ করা যাবে না।
-
আমি প্রথম অবস্থায় ৪-৫ মাস ডেমো ট্রেড করেছি। ডেমো ত্রেড করা প্র্যত্যক নতুন ট্রেডার এর উচিত। কারন ডেমো ট্রেড না করলে আপনি ভাল ভাবে ট্রেড শিখতে পারবেন না। আমি নতুন দের বলব যারা নতুন টারা অব্যশই প্রথমে ডেমো অনুশীলন করুন।
-
ডেমো ট্রেডিং এর নির্দিষ্ট কোনো সময় নেই।আপনি যতদিন ইচ্ছা করতে পারেন।কিন্তু যত বেশি ডেমো ট্রেডিং করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়েবে।আর প্রত্যেকবার ভুল থেকে নতুন কিছু শিখতে পারবেন।আমি মনে করি কম্পক্ষে ৩ মাস হলেও ডেমো ট্রেড করা প্রয়োজন।যতদিন পর্যন্ত আপনার সম্পূর্ণ ধারনা না হবে তত দিন পর্যন্ত ডেমো ট্রেড চালিয়ে যাওয়া দরকার।