-
ফরেক্সে লাভ লস ব্যবসার একটা মৌলিক অংশ । আর এই তিক্ত সত্যটা আমাদরে মেনে নিতেেই হবে । তবে আমরা যারা নতুন ট্রেডার আছি তারা ৯৫% ট্রেডার লস করি । আর এই লস করার কিছু কারণ এবং সুনিদ্দিষ্টভোবে কিছু কারণ রয়েছে , তা হলঃ ওভার ট্রেডিং করা, লোভ করা , অধৈর্য্য হওয়া, ফরেক্স সম্পর্কে পূর্ণঙ্গ জ্ঞানের অভাব ।
-
ফরেক্স মার্কেটে আমরা আমাদের ভুলের জন্য মার্কেটে অনেক লস করে থাকি,ফরেক্স মার্কেটে এনালাইসিস না করে ট্রেডিং করে থাকি,আবার অনেক সময় আমরা ফরেক্স মার্কেটের বিপরীতে ট্রেড করে থাকি,ফরেক্স মার্কেটে ভাল ট্রেডিং করতে হলে আমাদের স্টপ লস ব্যাবহার করে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স এ লসের প্রধান কারন হল আমরা ভুল হতে শিক্ষা নেই না। তাই আমরা বেশি লস করে থাকি। আপনি যখন ট্রেড শুরু করেছেন তখন আপনার কাছে ফরেক্সকে টাকার মেশিন বলে মনে হয়েছে। আমরা বড় বড় লটে ট্রেড করেছি আর লস করেছি। এখন এখানে আমাদের প্রধান ভুল ছিল বড় লটে ট্রেড করা। এখন যদি পরবর্তীতে আমরা আবারো বড় লসে ট্রেড করি তাহলে আবার লস করব। তাই আমাদের উচিত ছোট ছোট লটে ট্রেড করা। এভাবে প্রতিটি লস ট্রেড হতেই শিক্ষা নিতে হব এবং ভুল গুলো সংশোধন করতে হবে।
-
আমার মতে ফরেক্সে লস করার অন্যতম ক্রন হল লোভ করা। আপনি ফরেক্সে যত বেশি লোভ করবেন তত বেশি লস করবেন। এছারা আপনি যদি ফরেক্সে ট্রেড করার আগে মার্কেট আনালাইসিস না করেন তাহলে লস করবেন। আপনি ফরেক্সে যদি মানি মানেজমেন্টনা মেনে ত্যরেদ করেন তাহলে লস করবেন।
-
একজন ট্রেডার ফরেক্সে বিভিন্ন কারনেই লস করে থাকেন আর তার মধ্যে অন্যতম প্রধান কারন হল ভূল ফরেক্স ট্রেডিং জালে নিজেকে জড়িয়ে ফেলা। আপনি যদি ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড না করে লোভের বসে পরে অতিরিক্ত প্রফিট লাভের লোভে ট্রেড করেন তা হলে ও আপনি ফরেক্সে লস হতে পারে।
-
ফরেক্স বিজনেসে অনেক সময় নতুন ট্রেডার দের মধ্যে দ্রুত লাভ করার ঝোঁক দেখা যায়। যা মোটেও ভাল নয়। মার্কেট সম্পরকে ভালভাবে না জেনে ট্রেড করা শুরু করে দিলে লস করতে হয়। ফরেক্স বিজনেসে লস করার মুল কারন হল অভিজ্ঞতার অভাব। ট্রেডিং সম্পরকে দক্ষ না হলে লস করতে হবে।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন কারনে লস হয়ে থাকে।কারন গুলো হল-
১।মার্কেটে লোভ করা
২।ট্রেডে ওভার কনফিডেন্স করা
৩।মানি ম্যনেজ ম্যনেজম্যান্ট ঠিক না রাখা
৪।মার্কেট এনালাইসিস ননা করে ট্রেড ওপেন করা।
-
ফরেকস এ লসের অনেক কারন থাকতে পারে তার মধ্যে মার্কেট না বুঝে ট্রেড করা ,অতি লোভ করা ,ধৈর্য হারা হয়ে যাওয়া । এছারা লসের আরো অনেক কারন আছে যার কারনে লস হতে পারে ।
-
ফরেক্স মার্কেট এ লস করার অনেক গুলো কারন অাছে, তার মাঝে সব থেকে বড় কারনটি হল না বুঝে বা মার্কেট এ্যালাইসিস না করেই ট্রেড ওপেন করা। এটা হয় মার্কেট যখন খুব বেশি আপ-ডাউন করে তখন কোন কিছু না ভেবেই ট্রেড ওপেন করে থাকি। আসলে এভাবে ট্রেড ওপেন করলে হবে না নিজের আবেগটাকে কন্ট্রোল করতে হবে। তাড়াহুরো না করে একটু সময় নিয়ে হলেও অন্ত্যত একটি মাত্র ইন্ডিকেটর দেখে ট্রেড ওপেন করলেও লস এর সম্ভাবনা কম থাকে।
-
ফরেক্সে লসের বহুবিধ কারন রয়েছে আর এসব কারণ গুলোর মধ্যে একটি বড় কারণ হিসেবে আমি মনে করি...অদক্ষতা। কারণ একজন ব্যক্তি যতই ফরেক্স সম্পর্কে পুতিগত বিদ্যান হউক না কেন, সে দক্ষতাবিহীন লস নিয়ন্ত্রন রাখতে পারবে না। এছাড়াও আরো কারণ আছে...যেমন: লোভ ত্যাগ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, অলসতা করা যাবে না