-
আপনি যদি ফরেক্স সম্পর্কে অল্প বিদ্যা সংগ্রহ করেন তাহলে অবশ্যই বিপদে পরবেন। কেননা অল্প বিদ্যা মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দেয়। আর যেহেতু ফরেক্স মার্কেট এ টাকা পয়সার ব্যবহার সেহেতু এখানে জেনে শুনে প্রবেশ করাটাই উত্তম বলে আমি মনে করি তাই অল্প বিদ্যা নিয়ে ফরেক্স ট্রেড করা কখনও ভালো হবে না। ফরেক্স একটা খুবই ঝুকিপুর্ন ব্যবসা। এখানে ব্যবসা করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে যতেষ্ট দক্ষতা ও ধৈর্য থাকতে হবে।
-
অল্প বিদ্যা সর্বদা ভয়ংকর । সে রকমই ফরেক্স যদি অল্প শিখে ট্রেড করা শুরু করেন অবশ্যই লসের মুখোমুখি হবেন । আর একটু শেখার বিপদজনক জিনিস হল আপনি আর্থিক ক্ষতিগ্রস্থ হবেন । সুতরাং আমি বলব ফরেক্স ব্যবসা করতে চাইলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হব । তাহলেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ।
-
একটু শিখার সবচাইতে বিপদজনক হচ্ছে অল্প বিদ্যা ভয়ংকরির মত। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অল্প জেনে ট্রেড করতে জান তবে আপনাকে আপনার একাউন্ট থেকে আপনার আয় করা ডলার গুলো অনায়াসে কোয়াতে হবে। তাই আমি মনে ফরেক্স মার্কেট ভাল করে শিখেই ট্রেড করা উচিত।
-
ফরেক্স সম্পর্কে একটু তথা কম শিখা বিপজ্জনক। কারন কম জানলে ফরেক্স থেকে নিয়মিত প্রফিট না করে লস করারসম্ভবনা বেশি। এজন্য ফরেক্স সম্পর্কে যথাসম্ভব একটু একটু করে অনেক শিখে নেওয়া ভালো হবে। তাহলেই আস্ততে আস্তে দিন গেলেই উন্নতি হবে এবং সফলতার পথ সুগম হবে।
-
একটু শেখার বিপজ্জক জিনিস হচ্ছে- আপনি ট্রেড শুরু করবেন এবং হেরে যাবেন এবং লস করবেন অতঃপর ফরেক্স সম্পর্কে নিজের মধ্যে খারাপ ধারনা তৈরী হবে, যা অন্যের মধ্যে ছড়াতে থাকবেন। কিন্তু ফরেক্স তো সে রকম বিষয় নয়। ফরেক্স আপনাকে ভালভাবে শিখতে হবে।
-
বাংলায় এক্টা প্রবাদ বাক্য আছে, অল্প বিদ্যা ভয়ংকরি।ফরেক্সের খেত্রেও তাই।লোকজন ফরেক্স নিয়ে কিছু না জেনেই এখানে ইনভেস্ট করে,আর ভালো ভাবে না শিখে আসার দরন লস এর সম্মোখিন হয়।লস করে আর ফরেক্স ছেড়ে দেয়।অথচ ভাল ভাবে শিখে ট্রেড শর করলে হয়তোবা লস এর সম্মুখিন হতে হতো না।
-
যেকোন কাজ সঠিকভাবে না শিখলে তার ফল ভাল হয় না।ফরেক্স মার্কেট এর জন্য এর ব্যাতিক্রম না। ফরেক্স এ ট্রেড করার জন্য অনেক সময় ধরে ফরেক্স বিষয়ে জ্ঞান ও এনালাইসিস করতে হবে।আর কেও যদি অল্প জ্ঞান নিয়ে ট্রেড করেন তাহলে লাভ এর চেয়ে লসের পরিমান বেশি হবে।তাই আগে ভাল করে শিখুন পরে ট্রেড করুন।
-
অল্পবিদ্যা সর্বদাই অনেক ভয়ংকর । তাই আমার মতে ফরেক্সের সবথেকে বিপজ্জনক জিনিস হচ্ছে অল্প জেনে শুনেই ফরেক্স মার্কেটে রিয়ালে ট্রেড করা । তাই পত্যেক ট্রেডারের উচিত হবে যতক্ষণ না তার ট্রেডিং সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিয়ালে ট্রেড না করা ।
-
আমি জানি ফরেক্স সম্পর্কে অল্প বিদ্যা সংগ্রহ করেন তাহলে অবশ্যই বিপদে পরবেন। কেননা অল্প বিদ্যা মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দেয়। আর যেহেতু ফরেক্স মার্কেট এ টাকা পয়সার ব্যবহার সেহেতু এখানে জেনে শুনে প্রবেশ করাটাই উত্তম বলে আমি মনে করি তাই অল্প বিদ্যা নিয়ে ফরেক্স ট্রেড করা কখনও ভালো হবে না।
-
অল্প শিখে ট্রেড করতে গেলে আমরা অনেক বিপদে পড়ব কারন মার্কেট অনেক বিষয়ের উপর নির্ভর করে। জেমন নিউস প্রাইস একশন সেন্টিমেন্টাল। আপনি জদি সুধু অল্প কিছু ইনডিকেটর দিয়ে ট্রেড করতে জান তাহলে আপনি সিওর লস করবেন।