-
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম আপনি একটা ট্রেড ওপেন করলেন আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চান।আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্সে টেকলস একটি পদ্ধতি যেখানে একজন ট্রেডার নিজেই নিজের লসের পরিমাণ নির্ধারণ করে থাকে । যদি কোন ট্রেডার মনে করে যে কোন একটি ট্রেড করার পর সে তার বাই/সেল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ লসের পর তা ক্লোজ করে দিবে তখন সে সেই ট্রেড এর মধ্যে টেকলস এর ভিতরে সংখ্যা বসিয়ে দিবে। যদি তার মুল্য সেই পরিমাণে পৌঁছায় তাহলে অটো ক্লোজ হয়ে যাবে। এটাকে টেকলস বলা হয়।
-
স্টপ লস টা হল ট্রেডের জন্য অনেক বড় একটা অস্ত্র বলতে পারেন, কারন স্টপ লস ছাড়া ট্রেড করলে একসময় আপনার মানি ম্যনেজমেন্তে বড় ধরনের সমসস্যায় পরতে হবে, আর একজন ভাল ত্রেদার কখনই স্টপ লস ছাড়া ট্রেড করে না, আর রেক্স বিহীন ট্রেডের জন্য এর থেকে ভাল আর কোন মাধ্যম নাই ।
-
হ্যা, ফরেক্স এর মাধ্যমে আমরা আমদের জীবনটাকে খুব সহজেই সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারি। অন্য কোনো কাজের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করতে যতটা সময় লাগে তার থেকে অল্প সময়ে আমরা ফরেক্স এর মাধ্যমে জীবনটাকে গড়ে তুলতে পারি। শুধু মাত্র আমাদের ফরেক্স সম্পর্কে ভালো ধরনা নিতে হবে এবং এর সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে।
-
ফরেক্স ট্রেডে স্টপলস সেট করা জরুরী বিষয়৷স্টপলস সেটিং আপনার মূলধন বা ব্যালেন্স সম্পূর্ণ জিরো হওয়া থেকে সুরক্ষা করবে৷স্টপলস সঠিকভাবে সেট করতে হলে আপনাকে প্রথমে আপনার ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো ভালো করে চিনতে হবে৷এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোর ২০/৩০ পিপস উপরে/নীচে স্টপলস সেট করতে হয়৷
-
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।
-
আসলে ফরেক্স মার্কেটে স্টপ লস বিষয়টা হচ্ছে আপনার সচেতনতা অর্থাৎ* মার্কেটের উপর আপনার পুরোপুরি কনসনট্রেড বলা যায়। কারন আপনি যে এখানে লেনদেন করছেন সেটার লাভ-লস কতটুকু হতে পারে, সেটার পূর্ব নির্ধারণ করাটাই হল এখানে স্টপ লস। মানে একটা ট্রেডে আপনি এর চেয়ে বেশি লস করতে রাজি না, সেই এমাউন্টা এখানে ফিক্স করে দেওয়া, এটাই হল স্টপ লস।
-
ষ্টপ লস এমন একটা বিষয় যা আমরা মেটা ট্রেডার ট্রেডিং প্লাটফর্মে ব্যবহার করে থাকি। ধরুন, আমার ব্যালেন্স 1000 ডলার। আমি একটা ট্রেড ওপেন করার পর যদি প্রাইস লসে যায় সেক্ষেত্রে 10 ডলারের বেশি লস নেব না। তাহলে আমি ঠিক যে পাইসে গেলে আমার 10 ডলার লস হবে সেই প্রাইসে আমি ষ্টপ লস সেট করে দিব। ইউরো ইউএসডি পেয়ারে 0.1 লটে 1.2555 প্রাইসে আমি বাই দিলাম। 10 ডলার লসে 1.2545 প্রাইসে আমি ষ্টপ লস সেট করে রাখলে আমার 10 ডলারের বেশি লস হবে না। কারন প্রাইস যখন 1.2545 তে হিট করবে তখন আমার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।
-
এটা হল এমন একটা জিনিস যা ব্যবহার করলেও বিপদ না করলে আরও বড় বিপদ। ঐ যে - একটা গল্প পড়েন নাই লুঙ্গিতে আগুন লাগা, খুললে বিপদ না খুললে মহাবিপদ। তাই নিজ দায়িত্বে ব্যবহার করবেন। আমি গত বেশ ক বছর থেকে এটা ব্যবহার বাদ দিয়েছি। আমার কাছে মনে হয়েছে শখ করে লস করার কোন লজিক নেই।