মার্কেটে আপনি বসে যখন তখন ফরেক্সে কাজ করতে পারেন।২৪ ঘন্টার যে কোন সময় কাজ করা যাই।আপ্নি যদি কোন কাজে কর্মরত হন তাও ফ্রি সময়ে আপনি কাজ করতে পারে।মার্কেত শুঢু শনি রবি বার বন্ধ থাকে।
Printable View
মার্কেটে আপনি বসে যখন তখন ফরেক্সে কাজ করতে পারেন।২৪ ঘন্টার যে কোন সময় কাজ করা যাই।আপ্নি যদি কোন কাজে কর্মরত হন তাও ফ্রি সময়ে আপনি কাজ করতে পারে।মার্কেত শুঢু শনি রবি বার বন্ধ থাকে।
ফরেক্স মার্কেটে আমরা আমাদের অবসর সময় কে কাজে লাগিয়ে কিছু অর্থ ইনকাম করে থাকি তাই আমাদের বাংলাদেশের সময় আনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত, এই সময়ে বেশির ভাগ ফরেক্স ট্রেডার ট্রেডিং করে থাকে বিধায় ভাল মার্কেট মুভমেন্ট থাকে সেই সময় ট্রেড করলে অল্প সময়ে ভাল প্রফিট করা যায়।
আমরা জানি একজন ফরেক্স ট্রেডার যখন খুশি তখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে , সপ্তাহে 5 দিন 24 ঘন্টাই ট্রেড করা যায় । এই কারনেই ফরেক্স ব্যবসাটা সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে আগে ভালো করে জানতে হবে। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হলে আমাদের কে আগে ফরেক্স মার্কেট এর ডিমু একাউন্ট এ ট্রেড কোরতে হবে।ডিমু একাউন্ট এ ট্রেড এর ফলে আমরা ফরেক্স মার্কেট এ ধক্ষ হয়ে উঠতে পারবো। ডিমু একাউন্ট এ ট্রেড করলে আমরা ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এর ভুল গুলো ধরে নিতে পারবো। তাই ডিমু একাউন্ট এ ট্রেড করলে রিয়েল ট্রেড এর সময় সমস্যা হই না।
যেহেতু ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই ফরেক্স মার্কেট যে কোন সময়তেই করা যায়। ফরেক্স মার্কেট এ আমি বেশী রাতে করে থাকি। কারন আমি দিনে অনেকটা ব্যস্ত থাকি যার কারনে আমি ফরেক্স দিনে করতে পারি না। তাছাড়া ফরেক্স মার্কেট রাতেই করা ভাল কারন রাতে নিরিবিলি পরিবেশ থাকে এবং ফরেক্স মার্কেট রাতে অনেকটা উঠানামা করে থাকে।
আমি যতদূর জানি ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা ব্যাবসা করা যায় , যার কারনে আমরা যারা চাকরি জীবি আছি তারা পার্ট টাইম কাজ করে কিছু অতিরিক্ত আয় করতে পারি , যা আমাদের অর্থনৈতিক সফল আসতে পারে , ও আমাদে ভাল সময় কাটবে এবং আমরা সেটা উপভোগ করতে পারি ।
ফরেক্সে বসার সময় যখন আপনার মাথায় অন্য কোন চিন্তা না থাকবে তখনই আপনি এই ফরেক্স মার্কেটে বসতে পারবেন । আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারি । সুতরাং আমাদের যে সময় ঝামেলা কম থাকবে তখনই আমরা মার্কেটের সামনে বসব তাহলেই লস কম হবে । অতএব অামরা নিরিবিলি এই ব্যবসা করার চেষ্টা করব ।
আমি মনে করি ফরেক্সে বসার কোন সময় নাই। আপনি চাইলে জেকন সময় ফরেক্সে বসতে পারেন। ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি চাইলে যেকোনো সময় ফরেক্সে ট্রেড ওপেন করে বাড়তি কিছু টাকা আয় করতে পারেন। আমি ফরেক্সে ট্রেড ওপেন করি রাত্রে কারন ওই সময় আমি ভালভাবে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড করতে পারি।
ফরেক্স যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে। তাই যে কোন ট্টেইনার এই ফরেক্স করতে পারে। ফরেক্স এর উপযুক্ত সময় এইটা যার যার সুবিধা মত করে থাকে। কেউ দিনে করে থাকে আবার কেউবা রাতে করে থাকে। আমি ফরেক্স রাতে করে থাকি । ফরেক্স রাতে করলে অনেকটা সুবিধা । ফরেক্স মার্কেট রাতেই বেশী ভাল থাকে এবং অনেকটা উঠানামা করে থাকে। এছাড়া রাতে নিরিবিলি পরিবেশ থাকে যা অনেকটা উপযুগী সময়।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তাই যে যার সময় সুযোগ মত ফরেক্স করতে পারে। তাই এখানে বসার নির্দিষ্ট কোন সময় নেই। আপনি যখন সময় পাবেন কিংবা আপনার যখন মন চাইবে তখনই ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন। তবে যারা ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তারা কিছু নির্দিষ্ট সময়ে ফরেক্স মার্কেটে অবশ্যই সময় ব্যয় করে থাকে।