যারা ব্যর্থ হয় তারা নিজেরাই জানে তাদের প্রত্যেকের নিজস্ব ভুলের জন্য ব্যর্থ হয়। তাই ফরেক্স সম্পর্কে সাধারনত নেগেটিভ ধারণা পছন্দ করে না অবশ্য কিছু কিছু সদস্য বাদে। তবে তুলনামূলকভাবে সফলতার হার কোন অংশেই কম নয় তাই ফরেক্স সবার নিকট এত জনপ্রিয়।
Printable View
যারা ব্যর্থ হয় তারা নিজেরাই জানে তাদের প্রত্যেকের নিজস্ব ভুলের জন্য ব্যর্থ হয়। তাই ফরেক্স সম্পর্কে সাধারনত নেগেটিভ ধারণা পছন্দ করে না অবশ্য কিছু কিছু সদস্য বাদে। তবে তুলনামূলকভাবে সফলতার হার কোন অংশেই কম নয় তাই ফরেক্স সবার নিকট এত জনপ্রিয়।
যেখানে বুদ্ধির সংমিশ্রণে কাজ করে তার ফলাফল পাওয়া যায় সেখানে মানুষের একটা আলাদা নেশা হয়ে যায়। যার কারণে ফরেক্স এ ও এর প্রভাব পড়েছে এবং ফরেক্স এর জন্য জনপ্রিয়।
সত্যিই যদি ৯৫% ট্রেডার লস করত তাহলে এত জনপ্রিয় হত না ফরেক্স বিজনেস। মূলত: আমার মনে হয় এই কথাটিই ভূল। বরং ৯৫% ট্রেডারই ফরেক্সের মাধ্যমে লাভবান হয় বিধান ফরেক্স এত জনপ্রিয়। আর শুধূমাত্র ৫% ট্রেডার লস করে। তবে কথাটি এভাবে বলা যায় প্রথম দিকের ট্রেডার যারা তারা ৯৫% ই টিকতে পারে না,৫%ট্রেডার টিকতে পারে। আমি মনে করি যে ব্যবসাই করেননা কেন সেই বিসয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয় ।ফরেক্স মার্কেট ও তেমন একটি জাইগা । না বুঝে ট্রেড করলেত লস হবেই ।আবার কেউ অতিলভের কারনে লস করে ।ফরেক্স থেকে অনেক মানুস ডলার উপরজন করছে ।তাই আমার মতে ৯৫% জন লস করে এটা ভুল কথা ।
ফরেক্সে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। আর ৯৫% ট্রেডার লস করলে তাহলে ফরেক্স কখনোই জনপ্রিয় হতনা। ফরেক্সে তারাই লস করে যারা অনভিজ্ঞ। এই অনভিজ্ঞদের মাঝে যারা টিকে থাকে তারা যখন অভিজ্ঞ হয়ে যায় তখন তারাও লাভ করতে থাকে। যারা ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান নিয়ে মার্কেটে নামে তারাই বেশির ভাগে লস এর সম্মুখীন হয় । আর যারা ফরেক্স কে পেশন হিসেবে নেয় না যার ফলে তারা অল্প পরিমান ফরেক্স শিখেই মনে করে যে তারা অনেক কিছু শিখে গেছে ফরেক্স সম্পর্কে ।
ফরেক্সে ৯৫ শতাঙশ ট্রেডারই লস করে আমি আপনার এই বক্তব্যের সাথে একমত নই কারন বাস্তবের সাথে এর কোন মিল নেই কিছু সংখ্যক লোক ফরেক্সে লস করে এটি ঠিক কারন ঐ সকল লোক ট্রেডিং ভাল ভাবে জানে না এবং বুঝেনা যার কারনে তারা লস করে আর এর পেছনে তাদের অদক্ষতাই দ্বায়ী। তাও আবার বিশ্বব্যাপী। শুধু বাংলাদেশে হত তাও না হয় মেনে নেওয়া যায় , হুসুকে বাঙ্গালী। জেনে শুনেও মানুষ ইনভেস্ট করতো না। ফরেক্স এমন একটা বিজনেস যেখানে ভালভাবে পরিশ্রম করলে ভালো ফলাফল পাওয়া যায়
যেহেতু জানি যে ফরেক্স একটি ঝুকিপুর্ন ব্যবসা যারা ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান রাখে তা একটি প্রবাদ আছে অল্প বিদ্যা ভয়ংকারি। আর ফরেক্স হচ্ছে ফরেক্স কে তাদের পেশন হিসেবে নেয় না যার ফলে তার অল্প পরিমান ফরেক্স শিখেই মনে করে যে তারা অনেক কিছু যানে ফরেক্স সম্পর্কে।বিনোয়গ ারী লস করে তার কারণ সে ট্রেডিং ভালভাবে না শিখেই ট্রেড শুরু করে ৯৫% ট্রেডার নয় ৯৫% লস করে তাদের অনঅভিজ্ঞতার কারনে অথবা অতিরিক্ত লাভের আশায় লস করে ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে ঘরে বশেই আয় করা যায়।
ফরেক্স সকলের কাছে জনপ্রিয়তা হওয়ার জন্য যেসকল কারণ রয়েছে তার মধ্যে হল- ফরেক্স হল একটি স্বাধীন পেশা। মানুষ স্বাধীনভাবে চলতে পছন্দ করে। ফরেক্স আপনি আপনার সময় অনুযায়ী যেকোনো জায়গায় থেকে করতে পারবেন। আপনি আপনার পেশা ঠিক রেখে পাশাপাশি ফরেক্স করতে পারেন। 95 শতাংশ ট্রেডার লস করলেও যারা কামব্যাক করতে পারে তারাই ফরেক্সে সাফল্য অর্জন করতে পারে। অবসর সময় বের করার ফলে এখান থেকে আর্থিকভাবে সাফল্য পাওয়ায় সবার কাছে ফরেক্স জনপ্রিয়।
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। আমার মতে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। আর ৯৫% ট্রেডার লস করলে তাহলে ফরেক্স কখনোই জনপ্রিয় হতনা। ফরেক্সে তারাই লস করে যারা অনভিজ্ঞ। এই অনভিজ্ঞদের মাঝে যারা টিকে থাকে তারা যখন অভিজ্ঞ হয়ে যায় তখন তারাও লাভ করতে থাকে। ফরেক্স এ লস করার পরও ফরেক্স এত জনপ্রিয় হবার কারন হল আমার সবাই জানি ফরেক্স থেকে অনেক ভাল আয় করা যায় । তাই লস করলে ও ফরেক্স সবার কাছে এত জনপ্রিয় ।
ফরেয এত বেশি জনপ্রিয় হবার কারন আছে যদ। ৯৫% ট্রেডার লস করে থাকে। এর প্রধান কারন হচ্ছএ ফরেক্স অত্যান্ত লাভজনক একটা ব্যাবসা যেখানে ভালো করতে পারলে আপনার আয়ের কোন সীমা থাকবে না। তাই না বুঝে লস করার পরেও মানুশ বার বার ফরেক্স এ ফিরে এসে ফরেক্স কে আকরে ধরে বাচার চেষ্টা করে। কারন সবাই জানে একবার যদি ফরেক্স টা ভাল করে শিখে ফেলা যায় তাহলে ভবিষ্যৎ নিয়ে আর কোন চিন্তা নাই। তাই ফরেক্স এত বেশি জনপ্রিয় ।
ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রেডার লস করে তবে তারা সবাই বিগেনার। আর তাদের লস করার কারন হচ্ছে ফরেক্স এ অভিংগতা না থাকা। ফরেক্স একদিন এই শিখার বিষয় নয়। ফরেক্স শিখতে অনেক সময় ও শ্রম ব্যায় কুরতে হবে। দিনের পর দিন ডেমো তে কাজ করে অভিংগতা অর্জন করে নিজেকে ফরেক্স এর উপযোগী করে গড়ে তুলতে হবে।