-
আমিও ফরেক্স মার্কেটে নতুন , তাই সব কিছু সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা না থাকায় পরিষ্কার করে বলতে পারবনা । তবে আমি মনে করি ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে...।তাছাড়া আপনি যদি কোন সদস্যকে গালাগালি করেন বা নিয়ম ভেঙ্গে কোন কিছু প্রচার করেন বা প্রয়োজন থেকে কম লিখেন তবে আপনার পোস্টটা কতৃপক্ষ বাতিল করতে পারে।
-
আমি যতদূর জানি তাতে করে আপনি যদি ফোরামের নির্দেশিত রুলস বা নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে আপনার ইচ্ছা খুশি মত অপ্রাসঙ্গিক বিষয়ে পোস্ট করেন এবং একটি প্রশ্নের জবাব একাধিক বার দিতে থাকেন তা হলে সে ক্ষেত্রে আপনার পোস্ট বাতিল হয়ে যেতে পারে।
-
পোস্ট বাতিল করার বিভিন্ন কারণ রয়েছে। তারমধ্যে একই পোস্ট বারবার করলে এবং অপ্রয়োজনীয় পোস্ট করলে পোস্ট বেশি বাতিল হয়ে থাকে।
-
অপ্রয়োজনীয় পোস্ট অথবা অতিরিক্ত পোস্ট করলে পোস্ট বাতিল হতে পারে। অথবা নিয়মের বাইরে কোন পোস্ট করলেও পোস্ট ডিলিট বা বা বাতিল করা হতে পারে।
-
আমি ফরেক্সের নতুন সদস্য। বেশীদিন হয়নি আমার এখানে জয়েন্ট করা।ফরেক্সের সববিষয়ে আমার পূর্ণ ধারণা নাই । তবে আমি মনে করি সবকিছুরই কিছু রুল এবং রেগুলেশন আছে।ঠিল ফরেক্স ফোরামের ক্ষেএেও তাই। এখানে কিছু নিয়মকানুন আছে যা ফলোও না করলে সেই পোষ্ট বাতিল বলে গন্য করা হয়।পোষ্ট লিখলে অবশ্যই তা মানসম্পন্ন হতে হবে,জ্ঞান গম্ভীর হতে হবে।শুদ্ধ বানান সম্পন্ন পোষ্ট হতে হবে।পোষ্ট রিলেটেড উওর লিখতপ হবে। শুধুমাএ বোনাস পাওয়ার উদ্দেশ্যে পোষ্ট না করে। পোষ্ট গুলো যাতে শিক্ষনীয়,আক্ষরিকত , জ্ঞান গর্ভসম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখা। কপি পেষ্ট থেকে দূরে থাকা
-
প্রতিটি জিনিসের নিজস্ব বিধি-ব্যবস্থা রয়েছে। ফরেক্স আলোচনাটি বিশেষ কোনও মামলা নয়। আলোচনার নিয়মে এই সমাবেশের সমস্ত মানদণ্ড সম্পর্কে কথা বলা হয়েছে। এটি যেমন হউক না কেন, যদি আপনার পোস্টটি যথাযথ না হয়ে স্যুইচ করা হয় এবং এটি আনসার এর বাইরে থাকে, তবে সম্ভবত এটি বাদ দেওয়া হবে। আপনি যদি নিজের উত্তরটি বার বার পুনরায় ভাগ করা চালিয়ে যান, তবে এটি বাদ দেওয়া হতে পারে। সুতরাং আমাদের সামগ্রিকভাবে এই সম্পর্কে জানা উচিত।
-
সাধারনত আমরা অনেক এই আছি যারা অতিরিক্ত বোনাস পাবার লোভ এ দিন এ অনেক পোস্ট করে থাকি,কিন্তু আমরা যা পোস্ট দিছি তার মান এর দিক খেয়াল রাখিনা,তাই উক্ত পোস্ট গুলো যখন চেক করে দেখে তখন আমাদের পোস্ট গুলো বাতিল হয়ে যাই,পোস্ট গুলো যাতে মান সন্মত হয় সেই দিক খেয়াল রেখে আমাদের পোস্ট দিতে হবে নতুবা আমাদের পোস্ট গুলো বাতিল হয়ে যাবে।
-
আমি ফোরামে আসার পূর্বে ফোরামের বিভিন্ন ধরনের নিয়ম কানুন একবার পড়ে নিয়েছি । তবে আমি সম্পূর্ণ পড়ে বুঝতে পারলাম যে পোস্ট বাতিল হওয়ার অন্যতম কারণ হল পোস্ট যদি ফোরামের নীতির বিরুদ্ধ হয়ে থাকে তবে তা অবশ্যই বাতিল বলে ঘোষিত হবে । আর আমাদের উচিত হলে সবসময় ফোরামের নিয়ম কাণুন মেনে চলা ।পোস্ট বাতিল হয় আপনার পোস্ট মান সম্মতনা। যে পরিমান লেখার জন্য বলছে সে পরিমান লিখতেছিনা।
-
ফোরাম এর প্রতিটা সদস্যকেই নিয়ম মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়। রিপ্লাই যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে পোস্ট বাতিল হওয়ার সম্ভবনা থাকবে। পাশাপাশি যদি আমরা দুই লাইনের কম পোস্ট করি কিংবা ছোট ছোট পোস্ট করি তাহলে ও পোস্ট বাতিল হতে পারে।
-
ফোরামে পোস্ট করার ব্যাপারে কিছু নিয়ম রয়েছে যেমন প্রত্যেকটা পোস্ট অবশ্যই দুই লাইনের থেকে বেশি হতে হবে, পোষ্টের বানানগুলো শুদ্ধ এবং স্পষ্ট হতে হবে, পোষ্টের আলোচনা টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, অন্যের পোস্ট কপি করে পেস্ট করা থেকে বিরত থাকতে হবে, একই পোস্ট বারবার করা থেকে বিরত থাকতে হবে সেই সাথে পোস্টটি হতে হবে যুক্তিসম্পন্ন ও তথ্যবহুল। কিন্তু যখন কোন পোস্ট এর ভিতর এই সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না তখন মোডারেটর সেই পোস্টগুলোকে ডিলেট করে দেয় বা বাতিল বলে ঘোষণা করে।