ফরেক্স মারকেট থেকে বেশি আয় করতে হলে । এবিশয়ে ভালভাবে শিখতে হবে । আর সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে যেন লোভের বশবরতী হয়ে ভুল ট্রেড না দেয়া । একসাথে বেশি ট্রেড ওপেন না করা তাতে ভুল হবার ভয় থাকে । এতে প্রফিট কমে যেতে পারে ।
Printable View
ফরেক্স মারকেট থেকে বেশি আয় করতে হলে । এবিশয়ে ভালভাবে শিখতে হবে । আর সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে যেন লোভের বশবরতী হয়ে ভুল ট্রেড না দেয়া । একসাথে বেশি ট্রেড ওপেন না করা তাতে ভুল হবার ভয় থাকে । এতে প্রফিট কমে যেতে পারে ।
ফরেক্স থেকে বেশি পরিমাণের মুনাফা উপার্জন করতে হলে প্রথমত আপনাকে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত আপনার ভাল পরিমাণের অর্থ থাকতে হবে। আমার মতে এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি এই ব্যবসা হতে বেশি পরিমাণের মুনাফা উপার্জন করতে চান। এই দুইটি কোন একটির ঘাটতি হলে এই ব্যবসা হতে বেশি পরিমাণের মুনাফা উপার্জন সম্ভভ নয়। তাই মুনাফা উপার্জনের পূর্বে অবশ্যই এই বিষয় দুটি দেখবেন।
বেশি আয় করতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি ট্রেড নিতে হবে। মার্কেটের পেছনে মানে মার্কেট নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। এর সাথে সাথে আপনাকে এখানকার করনীয় যা কিছু আছে সবই করতে হবে। যেমন আপনাকে ট্রেড নেওয়ার সময় মানি ম্যানেজম্যান্ট ফলো করতে হবে, মার্কেটের ট্রেন্ড বুজে সঠিক পজিশনে ট্রেডগুলো ধরার চেষ্টা করতে হবে এগুলোই হল প্রধান কাজ বলা যায়।
ফরেক্স থেকে আয় করতে চাইলে প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এজন্য আপনাকে সারাদিন মার্কেট নিয়ে গবেষণা করতে হবে আর এর সাথে ছোটখাটো বিষয়গুলো নিয়ে প্রচুর জ্ঞান চর্চা করতে হবে। যেমন এই মার্কেটে আপনি যদি কোন ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় মানি ম্যনেজমেন্ট সম্পর্কে বুঝতে হবে এবং মার্কেটের ট্রেন্ড বুঝে সঠিক পজিশন নিয়ে ট্রেডে এন্ট্রি নিতে হবে। পাশাপাশি আপনার ভাল অর্থ ব্যবস্থাপনাও থাকতে হবে।
ফরেক্স মার্কেট হতে আয় আসে মুলত একজন ট্রেডারের জ্ঞান এবং ট্রেডিং দক্থার কাধে ভর করে তােই আপনি যদি ফরেক্স মার্কেট হতে আরও বেশি আয় করতে চান তবে আপনাকে আপনার বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরও মার্কেট পর্ষাবেক্ষনে মনোযোগি হউন আবার মনে রাখবেন আপনি আয় বাড়াতে গিয়ে ফরেক্স ব্যবসাকে জুয়া বানিয়ে না ফেলেন ।
এক কথায় বলতে চাই প্রথমত আপনার ব্যালেন্সটাকে আগে বাড়াতে হবে, এটা না করতে পারলে আপনি ইনকাম তো করবেন ঠিকি তবে সেই ইনকামটা আপনার মন মত হবে না। তাই এখানে দক্ষতা ও অভিজ্ঞতার যেমন দরকার সেরকম তার মূলধনটাও বেশি হলে এই মনে করেন যে ৫০০ থেকে ১০০০ ডলার যদি হয়, তাহলে যা ইনকাম হবে না, বুঝতেই তো পারছেন। তাই এখানে মোটামুটি ভাবে সবকিছুই দরকার। সুতরাং আয় বাড়ানোর জন্য এই সবগুলো দিক বিবেচনা করা উচিৎ*।
ফরেক্স মার্কেট থেকে বেশী আয় করতে হলে আপনাকে যথেষ্ঠ পরিমানে অভিজ্ঞ হওয়া লাগবে এবং ভাল সিগ্ন্যাল বুঝার মত ক্ষমতা থাকতে হবে। আর ডিপোজিট তো লাগবেই কারন ডিপোজিট ছাড়া তো আপনি ট্রেড এ এন্ট্রি নিতে পারবেন না। আর সাড়া দিন মার্কেট এনালাইসিস করতে হবে কখন কোন পেয়ারে আপনার সিস্টেমের সিগ্ন্যাল আসে। তবে প্রাথমিক অবস্থায় বেশী লাভের চিন্তা না করাই উত্তম কারণ বেশী লাভ করতে যাওয়া মানে বেশী ট্রেড, বেশী রিস্ক যদি রিস্ক নিয়ে ট্রেডিং থেকে বের হয়ে যেতে হয়। তাহলে তো আর হলো না। বরং আপনাকে চেষ্টা করতে হবে কিভাবে ট্রেডিং এ টিকে থাকা যায়।
ফরেক্স একটি মানি মেকিং বিজিনেস,কিন্তু এই টা সবার জরনে মানি মেকিং না,ফরেক্স হতে যদি আপনি বেশি মুনাফা করতে চান তাহলে আপনাকে অনেক এক্সপার্ট ট্রেডার হতে হবে,আর বেশি আয় করতে হলে আপনার বেশি মূলধন এর দরকার হবে এবং আপনার সঠিক ভালে মার্কেট এন্যালাইসিস করতে হবে
আপনি যদি ফরেক্স মার্কেট থেকে বেশি আয় করতে চান তাহলে আপনাকে ফরেক্স মার্কেট এ বেশি ডিপোজিট করতে হবে কারন আপনি বেশি আয় করবেন বলে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা যাবে না কেও যদি ফরেক্স মার্কেট এ সফল হতে চাই তাহলে তাকে কম রিস্ক বেশি লাভ কি করে করতে হয় তা শিখতে হবে ফরেক্স মার্কেট এ বেশি রিস্ক নিয়ে কম লাভ করলে ভাল করতে পারবেন না
ফরেক্স এ যাদের অল্প ব্যালেন্স তাদের অল্প আয় হবে এটাই স্বাভাবিক। সেজন্য যদি একাউন্ট এ ব্যালেনস বেশি হলে বড় লটে ট্রেড ওপেন করা যায়। আর বড় লটে ট্রেড ওপেন করতে পারলে লাভটা একট চোখে পরে। সকলের উচিত ৫০০ ডলার দিয়ে ট্রেড করা।