-
টার্গেট নিয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না। কবে লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট করি না। তবে আমি মনে করি কথা যাদের পুঁজি অনেক বেশি পরিমানে আছে। যাই হই তা নিয়ে আমি খুশি।আসা করে আমি এই মাসে ভালো আয় করতে পারবো।তাই আমি যাতে ভালো আয় করতে পারি সে জন্য সবাই দুওা করবেন...
-
আমি মাসে মিনিমাম ৬০-৭০হাজার টাকা ইনকাম করতে চাই । সেই হিসাবে আমার প্রতিদিন টার্গেট আসে ২০ডলার । চেষ্টা করছি এটা প্রতিদিন কভার করার জন্য । এখন পর্যন্ত পজেটিব আছে । আশা করি মহান আল্লাহ যদি রহমত করে তাহলে টার্গেট অর্জন করতে পারবো । তবে এজন্য প্রয়োজন হয় অপরিসীম ধৈর্যের, নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখার , অল্প অল্প করে প্রফিট করে টিকে থাকার চেষ্টা করা। প্রতিদিনের টার্গেট অর্জন হলেই ট্রেড করা কমিয়ে দিচ্ছি বা ক্লোজ করার চেষ্টা করছি। ধন্যবাদ।
-
কিনা আপনি এ সম্পর্কে ভালো করে জানতে পারেন এবং এর মার্কেট সম্পর্কে আপনি অভিজ্ঞ হন কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে এ থেকে কোন টাকা আয় করা সম্ভব হয় এই মুহূর্তে কোন টার্গেট দিচ্ছিনা বা দিতে পারবনা । কয়েক টা ট্রেড হওয়ার পর আমি নির্দিষ্ট একটা পরিমান উল্লেখ করতে পারব । তারপর ও আমি মুটা মুটি ৪০০ - ৫০০ ডলার এর মধ্যে থাকতে চাই । না এ মাসে ফরেক্স থেকে আমার আয়ের টার্গেট হল ৫০ ডলার
-
টার্গেট নিয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না। কবে
লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে
থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট
করি না। তবে আমি সব সময় চেষ্টা করে আমার
প্রতি ট্রেড থেকে লাভ আসে কোন অবস্থাতে লস
না হয়। এতে করে প্রতি মাসে আমার লাভ ১০০
ভাগেরও বেশি হয়ে যায়।
-
আমার মাসিক টার্গেট ছিল ৩০% কিন্তু এই মাসের প্রথম সপ্তাহে আমি আমার একাউন্টের ৭০% প্রফিট করেছিলাম। কিন্তু এই চলতি সপ্তাহে গোল্ডে ট্রেড করে একাউন্ট জিরো করে বসে আছি আবার ফোরামের ডলার জমা হবার আশায়। এবার কি হবে জানি না তবে একটু বড় লটে ট্রেড করব গোল্ড ছাড়া।
-
ফরেক্স মার্কেট যদি আয় করা য়ায় তাহলে অনেক টাকা আয় করা যাবে। তবে আয় টা নির্ভর করে আপনার ট্রেড এর উপর। আমার প্রথম টার্গেট হলো ৬০ ডলার, আয় করা, এর জন্য আমি আমার সর্বচ্চ দিয়ে চেষ্টা করব।
-
আমি ফরেক্স এর নতুন ট্রেডার।এখনো আমি ফরেক্স শিখতেছি। দক্ষ ট্রেডার হতে পারিনি। অনলাইনের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করছি। ডেমো একাউন্ট প্র্যাকটিস করছি। এখন পর্যন্ত আমি ভালো ইনকাম করতে পারিনি শুধু লস করছি। নতুন হিসেবে আমার অনেক কিছু শেখার বাকি রয়েছে তাই আমি এই গুলো অনুসরণ করছি। যাতে আমার লস না হয়। এমনকি আমার অনেক আশা মাসে যেন 50 ডলার ইনকাম করতে পারি।
-
আসলে ফরেক্স থেকে আয়ের কোন সীমা থাকে না যদি কিনা আপনি এ সম্পর্কে ভালো করে জানতে পারেন এবং এর মার্কেট সম্পর্কে আপনি অভিজ্ঞ হন কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে এ থেকে কোন টাকা আয় করা সম্ভব হয় না যদিও বা সব কিছুরই একটা লক্ষ্য থাকা উচিত। তারপর ও আমি ফরেক্স মারকেটে লক্ষ্য নিয়ে কাজ করি না। কারন ফরেক্স মারকেটে লস ও লাভের কথা বলা মুশকিল । তাই আমি ল্কখ্যকে প্রাধান্য না দিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাই।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে কম বেশি ইঙ্কাম করে থাকি তবে এই মাসে আমার ইঙ্কামের একটি টারগেট করেছি যে আমি এই মাশে একটু বেশি আয় করবো তাই এই মাসে আমার ইঙ্কামের টারগেট করেছি যে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করতে চাই। ফরেক্স ট্রেড করতে গেলে টার্গেট নিয়ে করা ভাল টার্গেট নিয়ে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায় তবে টার্গেটটা মূলধনের সাথে সামঞ্জ্যস্য থাকা চাই আমার মূলধন কম আমার টার্গেট ও কম এ মাসে আমার টার্গেট ৫০ ডলার আমি আমার ট্রেড এর উপর নির্ভর করে আয় করি ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যে খানে আপনি নির্দিষ্ট কোন আয় করতে পারবেননা হয়তো কোন মাসে বেশি হবে আবার কোন মাসে কম হবে ।
-
ফরেক্স মার্কেট এ আমি শুধু ফোরাম এ পোষ্ট করি, এখন ট্রেড শুরু কই নাই।