-
আমার মতে মেয়েরা ও ফরেক্স করতে পারে। করন ফরেক্স এর কাজ হলো ঘরে বসে আয় করা তাই এটা মেয়েদের জন্য একটা সুবিধাজনক আয়ের পন্থা। তাছাড়া আজকাল মেয়েরা ও ছেলেদের মত সকল কাজে অংশ গ্রহন করে দেশের উন্নন করছে তাই মেয়েরা ও যদি ফরেক্স কাজ করে তবে দেশের সমাগ্রী উন্নায়ন হবে।
-
ফরেক্স যেহেতু ধৈর্য ও বুদ্ধির ব্যাবসা সুতারাং মেয়েরাও ঘরে বসে ছেলেদের পাশাপাশি ফরেক্স করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।। আমি মনে করি ফরেক্স মার্কেট মেয়েদের জন্য খুবি প্রয়োজনীয় এবং তারা তার সাথে যুক্ত হওয়া উচিত। ফরেক্স দ্বারা একজন মেয়ে নিজেকে স্বাবলম্বী করে তার নিজের , পরিবারের এবং দেশের কাজে হেল্প করতে এগিয়ে আসবে।
-
ফরেক্স কনো নির্দিষ্ট ব্যাক্তির জন্য নয় ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত তাই সে ছেলে হোক আর মেয়ে হোক তার ইচ্ছা থাকলে সে অবশ্যই ফরক্স করতে পারবে।
আমার মনে হয় মেয়েদেরজন্য ফরেক্স করার সুবিধা বেশি কারন ফরেক্স ঘরে বসে করা যায় অনেক মেয়েরা বাইরে কাজ করতে যেতে পারেনা তারা ঘরে বসে আয় করতে পরবে।
তাহলে ফরে্ক্স সবাই করতে পারবে এর জন্য ইচ্ছা থাকা লাগবে।
-
একজন ছেলের চেয়ে একজন মেয়ে মানুষের র্ধয় অনেক বেশি তাই মেয়েরা ফরেক্সে এ ভাল করবে। কারন মেয়েদের র্ধয্য বেশি তাই ছেলেদের তুলনায় ভাল মুনাফা আয় করতে পারবে।
-
অনলাইন জগতে যে ছেলেরাই যে আগানো, তা কিন্তু নয়। এখন পুরুষের পাশাপাশি অনেক মহিলারা ফরেক্স ট্রেড করছে। আমার পরিচিত কয়েকজন আছে, যারা খুব ভাল মানের ট্রেডার। আমি মনে করি মেয়েরা যদি ফরেক্স ট্রেড এর প্রতি আগ্রহী হয়ে ওঠে, তাহলে তারাও সফল হবে। ভাই, ভাল লাগলে একটা থ্যাঙ্কস দিবেন কিন্তু।
-
ফরেক্সে ছেলে মেয়ের কোন ভেদাভেদ নাই । ফরেক্সে সবাই কাজ করতে পারবে , তবে ফরেক্সে কাজ করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে হবে ও ফরেক্স শিখতে হবে । মেয়েদের জন্য ফরেক্স বেশি ভালো । কারন ফরেক্সের কাজ ঘরে বসেই করা যায় এর জন্য বাইরে যাওয়ার দরকার হয় না ।মেয়েরা ঘ্রে বসেই ফরেক্সে কাজ করে মাসে অনেক টাকা আয় করতে পারবে । এতে করে মেয়েদের জন্য অনেক সুবিধা হয় বাইরে গিয়ে কাজ করার থেকে । তাই ফরেক্সে মেয়েরাও কাজ করতে পারে বা পারবে ।
-
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
আমাদের দেশে অনেক মেয়েরা শিক্ষিত হয়ে আছে। কিন্তু আমাদের দেশে মেয়েদের কোন চাকরি হচ্ছে না বা চাকরি নেই। তাই আমার মতে ফরেক্স এ যদি মেয়েরা করে আমার মনে মেয়েরা ঘরে বসে এ ফরেক্স করে অনেকটা ইনকাম করতে পারে যা তাদের অভাব দূর করতে পারে।
-
ফরেক্স ছেলে বা মেয়ে সবার জন্য।কারন ফরেক্স থেকে কিছু হলেও আয় করা যায়।যা সকলেরই কাজে লাগে।তাই আমি মনে করি ছেলে বা মেয়ে যেই হোক না যদি পড়াশুনা করেন তার পাশপাশি ফরেক্স করেন।আমি মনে করি উপকৃত হবেন।