-
আমরা যদি অল্প রিক্স নিয়ে ট্রেড করি তাহলে আমরা আমাদের এ্যাকাউন্ট কখনোই লুজার করব না । আমরা আমাদের লোভকে সামলাতে চেষ্টা করব । যে যদ বেশী লোভ কন্ট্রোল করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে তারপর ট্রেড করব তাহলেই লাভবান হতে পারব ।
-
অল্প রিষ্ক নিয়ে ট্রেড করে সফলতা অর্জন করা যায়। যত কম রিস্ক নিয়ে ট্রেড করব তত আমরা টিকে থাকা যায়। ফরেক্স এ ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে ফরেক্স এ টিকে থাকা সহজ হয়। বেশী রিষ্ক নিয়ে ট্রেড করলে যদি মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে টাকা লস হয়ে যাবার সম্ভবনা থাকে অনেক বেশি পরিমানে।এজন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।
-
আমার মত যারা নতুন ট্রেডার তাদের জন্য বলছি। এমনকি যারা অভিজ্ঞ ট্রেডার তাদেরকেও বলছি। মানি ম্যানেজমেন্ট মেনে চলুন, অল্প জূকি নিয়ে ট্রেড করুন। দেখবেন দির্ঘদিন মার্কেটে টিকে আছেন। যত বেশি রিস্ক নিবেন তত তারাতারি ব্যালেন্স জিরো হবার সম্ভাবনা আছে। সাবধানে ট্রেড করুন। একাউন্টকে বাঁচান আগে।
-
ফরেক্স একটি ব্যবসা এবং এখানে লাভ লসের ব্যপার আছে ।এখানে লাভ করা সহজ বিষয় না ,দক্ষতার দরকার । তাই প্রথম থেকে অল্প রিক্স নিয়ে ট্রেড করতে হবে এবং শিখতে হবে ।ফলে লাভও হবে শিখাও যাবে এবং লস হলে কম হবে যা পুষিয়ে নেয়া যাবে ।
-
ফরেক্স এ রিক্স নিয়ে ট্রেড করা মোটেই উচিত নয়। এতে আপনার ট্রেডিং স্কিল অনেক কমে যায়। আপনি হয়ত অনেক বেশি লাভ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন লসের পরিমানটা তার চেয়েও অনেক বেশি হবে। একবার যদি মার্কেট আপনার বিপরীতে চলে যায় তাহলে যে কোন মুহুর্তে আপনার এ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই রিক্স নিয়ে ট্রেড না করাই ভাল।
-
আমার জানামতে ব্যবসা হল ৯৯% জানো আর ১% কর তাহলে ব্যবসায় সফল হতে পারবে । ফরেক্স হল একটা ব্যবসা এখানে ও জানার আছে শেখার আছে এই ফরেক্স সম্পকে যত জানবে তত লাভবান হবে । ফরেক্স ব্যবসয় লস আছে রিক্স আসে আমরা ফরেক্স সশ্পকে ভালোভাবে জানলে কম রিক্স এ বেশী লাভ করতে পারব । আর আমি মনে করি প্রত্যেকর কম রিক্স এ ট্রেড করা উচিত বিশেষ করে আমার যারা নতুন তাদের ।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে ফরেক্স এ টিকে থাকা সহজ হয়। বেশী রিষ্ক নিয়ে ট্রেড করলে যদি মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে টাকা লস হয়ে যাবার সম্ভবনা থাকে অনেক বেশি পরিমানে।এজন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে মানি ম্যনেজম্যান্ট ঠিক তাখতে হবে।কারন ফরেক্স মার্কেটের সাফলতা একদিনে আসে না।আপনাকে একজন দক্ষ ট্রেডার হতে গেলে প্রায় ২ বছর সময় লেগে যেতে পারে।তাই আমি বলব মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড ওপেন করুন।
-
বেশিভাগ ফরেক্স মার্কেটের বিগিনাররা একাউন্ট ০ করে ফেলে মানিম্যনেজম্যান্টের কারনে।আমি মার্কেটে যখন নতুন তখন ২০ ডলার ইনভেস্ট করছিলাম।কিন্তু আমার ব্যলেস্ন ০ করতে ২ ঘন্টার বেশি সময় লাগে নি।তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আমাদের মানি ম্যানেজম্যান্ট জানা খুবই জরুরি।
-
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেট এ অল্প ঝুকি নিয়ে ট্টেড করলে অনেকটা সেফ থাকে। ফরেক্স মার্কেট যদি বেশী পরিমানে ট্টেড করি তাহলে ঝুকিটা বেশী থাকে কারন মার্কেট যে কোন সময়তে উঠানামা কারে আর যখন বেশী উঠানামা করে তখন বেশী পরিমানে ব্যলেন্স এর ঝুকি থাকে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।