-
বেনাস দিয়ে ট্রেড করার সুবিধা হলো আপনাকে নিজে থেকে ইনভেষ্ট করতে হচ্ছে না, আপনি অতিরিক্ত লসেও কোন কষ্ট করতে বা পেতে হয় না। আপনাকে স্বাভাবিক ভাবে প্রতিদিনের লাভের অ্যামাউন্ট তুলো নিতে পারবেন। আস অসুবিধা হলো যেকোন সময় ডিজঅ্যাবল হয়ে যেতে পারে, ১০ ডলারের উপর উইড্র নেয় না। উইপ্র অ্যামাউন্ট প্রসেস হতে অনেক সময় লাগে ইত্যাদি। তব সব মিলিয়ে ফোরাম কিন্তু একদম খারাপ নয় নতুনদের জন্য অনেক উপকারীও বটে।
-
বোনাসের সুবিধা হচ্ছে যদি কম ইনভেস্ট করা হয় বোনাস নিলে আমরা কিছুটা বেশি ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারি। আর তাছাড়া ব্রোকার এর কিছু শর্ত দেওয়া থাকে তা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। কেননা যখন আপনি প্রফিট উঠাতে যাবেন তারা আপনাকে ঝামেলায় ফেলতে পারে।
-
আমি ফরেক্স ট্রেডিং এ একজন নতুন ট্রেডার।আমি এখুনো সেইভাবে কোন ট্রেড করিনাই।আমি একুখ পোষ্ট করে যাচ্ছি যখুন আমার টাকা জমা হবে তখুন আমি ট্রেড করব।আমি মনে করি আমরা যদি কোন কিছু ভূল না করি তাহলে আমাদের আইডি বন্ধ হবেনা।কারণ যদি ফরেক্স ট্রেডিং বন্ধ হত তাহলে এত মানুষ ফরেক্স ট্রেডিং ব্যবসা করতনা।আমি আশাবাদি যে ফরেক্স ট্রেডিং থেকে আমি অন ক টাকা আয় করব ইশাআল্লাহ।
-
বোনাস দিয়ে ট্রেড করার অসুবিধা থেকেই সুবিধাই বেশি।বোনাস দিয়ে ট্রেড করলে একটা অসুবিধা হইতে পারে যে, বোনাসের টাকা বলে ট্রেডকে ঠিকভাবে গাহ্য দেয়া ছাড়া আর কিছু না
-
ফোরামের বোনাস দিয়ে ট্রেড করার অনেক শুবিধা আছে ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে আপনাকে কোন রকম ইনভেস্ত করা লাগবে না তাই আমি মনে করি বোনাস দ্বারা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য অনেক লাভ। ফরেক্স সমন্ধে ভাল ভাবে পড়াশুনা করে ভালভাবে জেনে ট্রেড করুন এই বোনাস ই আপনাকে অনেক দুরে নিয়ে যেতে পারে। কোন এক সময় আপনার লাইফ স্টাইলই চেন্জ হয়ে যেতে পারে।
-
আমি এখনো ফোরাম বোনাস দিয়ে ট্রেড করার কোন অসুবিধা পাই নি। ফোরামে পোষ্ট করে যে বোনাস পাওয়া যায় তা আমাদের জন্য যথেষ্ট উপকারেই আসে। আমি মনে করি যাদের ইনভেস্ট করার মত ওয়ে নাই তারাই ফোরামে এসে পোষ্ট করে বোনাস নিয়ে থাকে। বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট কররার পর সেই প্রফিট উইড্রো করতে পারে । আমার জানা মতে ফোরাম বোনাস দিয়ে ট্রেডের কোন অসুবিধা নেই
-
ফোরাম পোস্টিং এর বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা হলো মূলত ইনভেস্ট বাদেই আপনি ট্রেড করতে পারবেন। এর থেকে প্রাপ্ত প্রফিট আপনি তুলতে পারবেন। তবে অসুবিধা হলো যেকোনো সময় আপনার একাউন্ট হোল্ড হয়ে যেতে পারে।
-
বোনাস নিয়ে ট্রেড করার অসুবিধা হলো লিভারেজ কম এই একাউন্টে। চাইলেও বড় ট্রেড ওপেন করা যায় না।আর সুবিধা হলো আপনি আপনার পুজি ছাড়াই এই মার্কেট থেকে উপার্জন করতে পারছেন।
-
এটি এমটি 5 ফোরামে আমার প্রথম ট্রেডিং জার্নাল এবং এটি একটি ডেমো অ্যাকাউন্টে রয়েছে। আমি 500 মার্কিন ডলার ব্যালেন্স সহ একটি ডেমো অ্যাকাউন্ট খুলেছি। এই ডেমো অ্যাকাউন্টটি খোলার মূল উদ্দেশ্য কেবল এমটি 5 ফোরামে ট্রেডিং জার্নাল তৈরি করা। দীর্ঘদিন আগে আমাদের শ্রদ্ধেয় মডারেটর ডিজিন ৪ অ্যান আমাকে ট্রেডিং জার্নাল খুলতে উত্সাহিত করেছিলেন। তবে কিছু অপ্রত্যাশিত কারণে আমি এই বিষয়ে মনোযোগ দিতে পারিনি। এই বিভাগে উপলভ্য অনেক ট্রেডিং জার্নালগুলি দেখার পরে আমি আমার নিজের ট্রেডিং জার্নালটি খোলার জন্য কিছু ইতিবাচক শক্তি এবং প্রচুর ভাল অনুপ্রেরণা পেয়েছি। এখন আমি মনে করি ট্রেডিং জার্নালটি খোলার সঠিক সময়।
-
আমি শুধু জানতাম যে বোনাসের টাকা দিয়ে ট্রেডিং করা চাই এই সুবিধা এবং বিনিয়োগের ট্রেডিং করতে পারি।কিন্তু আমি সেটা জানতে পারতাম না যে এটা হোল্ড হয়ে যেতে পারে জানানোর জন্য ধন্যবাদ আশা করি এরকম তথ্য জেনে আরো উপকৃত হব।