-
[QUOTE=abdullahsakib;73817]আমরা মানুষ জাতি খুবই লোভি প্রকিৃতির হয়ে তাকি তো আমদের সেই কারনে যখন ট্রেড বসাই আমাদের উচিৎ স্টপ লস এবং টেক প্রফিট দুটোই ব্যবহার করা কিন্তু আমরা যারা ট্রেড করে তাকি তারা শুধু মাত্র টেক প্রফিট ব্যবহার করে থাকি কিন্তু স্টপ লস ব্যবহার করি না । যার ফলে আমরা বেশির ভাগ সময় লস করে থাকি । আমরা স্টপ লস ব্যবহার করি না যেন আমরা লস করতেই পারি না।
আমরা কেউই লোকসান চাইনা। সবসময় লাভের আশায় বসে থাকি। কিন্তু লাভের পদ্ধতি সবার সমান নয়। আবার কেউ কেউ বড় লাভের জন্য ছোট ছোট লস ইচ্ছা করেই করেন। কিন্তু চলমান লস কথাটা যদিও বোকামি। তবে অবশ্যই সব বোকারা সবসময় লস করে না। বরং অধিকাংশ ক্ষেত্রে বুদ্ধিমানরাই বেশি লস করে থাকেন।
-
ফরেক্স মার্কেটে আমরা লসকে পুষে থাকি। এই জন্যই যে ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের বেশি ধারণা থাকে না। ধারণা না থাকা সত্বেও আমরা ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করে থাকি। আর ট্রেড করার সময় বেশি লোভ করে থাকি। আর ধৈর্য্য হারা হয়ে পড়ি। এই জন্য আমরা লস করে থাকি ফরেক্স মার্কেটে।
-
আমরা নিজেদের লস নিজেরাই পুষে রাখি,কারন আমরা আমাদের লস থেকে শিক্ষা গ্রহন করিনা,আমরা নিজেদের খাম খেয়ালির কারনে একই লস বার বার করি,আমরা ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে স্টপ লস ব্যবহার না করে বড় বড় লট এ এন্ট্রি নিয়ে থাকি এবং তাতে লস হয়,এই কারনে আমরা আমাদের লস পুষে রাখি।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আমরা যদি চাই তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। ফরেক্স মার্কেট এ আপনি সফল হবেন বা না হবেন সেটা নির্ভর করে আমাদের মেধার উপর। বাজারের প্রয়োজনীয়তা অনুসারে নিজেকে প্রস্তুত করুন। এটি আমাদের ক্ষয় কাটিয়ে উঠতে এবং আমাদের বিজয়ী অনুপাতের পাশাপাশি মানসিক তৃপ্তি বাড়িয়ে তুলতে সহায়তা করবে।
-
ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেট পেলেস এখানে বিভিন্ন ধরনের পেশার মানুষ কাজ করে থাকে । ফরেক্স এ কাজ করতে হলে অবশ্যেই অভিজ্ঞাতা হতে হবে তাহলে অামরা ফরেক্স এ টিকে থাকতে পারবো। আমরা অনেক সময় ট্রেড করি দেখা যায় ট্রেড করা ফলে লস হয়।তবে স্ক্যাল্পার দের জন্য এটা খুবই গুরুত্বপুর্ণ। তা না হলে একাউন্ট শুন্য হয়ে যেতে পারে । তাই ট্রেড করার সময় এই বিষয় গুলো মাথায় রেখে ট্রেড করবেন।
-
লোভের তাড়নায় আমরা মূলত ফরেক্সে লস কে পুষে রাখি। অনেক ট্রেডার ভাবেন যে তারা লস ছাড়াই ফরেক্স করবেন। ফলে ট্রেড তাদের বিপরীতে গেলেও তারা ভাবে যে পেয়ারের মান তাদের কাঙ্খিত জায়গায় আসবে। এতে কিছু অর্ডারে সুবিধা পাওয়া গেলেও দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ক্ষতির মাত্রা বেড়ে যায়। এতে করে তাকে হয়তো বড় লস টি মেনে নিয়ে ট্রেড ক্লোজ করতে হয় অত্যথায় একাউন্ট আপনার চোখের সামনে জিরো হবে আর আপনি ভাবতে থাকবেন, ট্রেড হয়তো আপনার অনুকূলে আসবে।
-
অল্প লস হলে আমরা মনে করি লাভ হবে কিন্তু দেখা যায় আর বেশি লস হয়ে যায় । এনাল্যসিস ভুল থাকলে বড় আকারে লস হয় । অনেক সময় আমরা লস থেকে শিক্ষা গ্রহন করি না । কেন লস হল তা আর দেখতে যায়না । পরবর্তীতে একই ভুলের কারনে আবার লস হয় । এটা নির্ভর করে ট্রেডিং স্টাইল এর ওপর । তাই ট্রেড নেওয়ার আগে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যপার হলো ট্রেড নেওয়ার আগে দেখতে কোন জায়গায় এন্ট্রি নিচ্ছি।
-
আমরা ফরেক্স করতে হলে আমাদেরকে লস এর কথা চিন্তা করে একজন ট্রেডার্স বিভিন্ন ধরনের মাধ্যমে ফরেক্স এর সাথে লেনদেন করতে হবে এবং ঝুঁকি থাকে তাইলে সম্ভাবনাটা বেশি থাকে
-
আপনি যদি লং ট্রেড করে থাকেন তাহলে স্টপ লস আপনার ক্ষতির ও কারণ হতে পারে । তবে স্ক্যাল্পার দের জন্য এটা খুবই গুরুত্বপুর্ণ। তা না হলে একাউন্ট শুন্য হয়ে যেতে পারে । তাই ট্রেড করার সময় এই বিষয় গুলো মাথায় রেখে ট্রেড করবেন। লস থেকে মানুষ আরো অনেক শিক্ষা নিতে পারে। কিভাবে ট্রেড করলে লস হয় সেইগুলো মানুষ এই লস থেকেই শিক্ষা নিয়ে থাকে। তাই আমাদের সাফলতা অজন করতে হিলে লসকে প্রথমে লসকে মেনে নিতেই হবে।