-
যেমন র্কম তেমন ফল , আপনি যদি ভাল ভাবে ডেমো একাউন্ট প্রাট্রিস করেন তবে আপনি ভাল ট্রেডার হতে পারবেন আর যদি আপনার প্রাট্রিস এ কোন ভুল থাকে তবে আপনি ভাল ট্রেডার হতে পারেবেন না তাই ডেমো একাউন্ট সঠিক ভাবে অনুশীলন কার প্রতেক ট্রেডার এর কর্তব্য ।
-
ফরেক্স এর মার্কেট এ টিকে থাকতে হলে ফরেক্স এর ব্যাপারে ভালো করে অভিজ্ঞতা অর্জন করে নিতে হলে । কেননা যদি ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে ফরেক্স মার্কেট এ টিকে থাকা যায় না , তাই আমাদের উচিৎ আগে ফরেক্স এর ব্যাপারে ভালো করে অভিজ্ঞতা অর্জন করে নেওয়া । অভিজ্ঞতা অর্জন করার পর আমাদের ট্রেডিং করার আগে ভালো করে ডেমো ট্রেড করে বুজে নিতে হবে তারপর আসল ট্রেড ওপেন করা উচিৎ । তাই বলা যায় যত বেশী অনুশীলন করা যাবে এবং যত বেশী ডেমো ট্রেড করা যাবে তত বেশী লাভ করা যাবে ।
-
ফরেক্সে যারা নতুন তাদের জন্য ডেমো আকাউন্টে প্রাক্টিস করা ও ফরেক্স সম্পরকে প্রচুর জ্ঞান আর্জন করা আত্তন্ত গুরুত্তপুরণ একটা বিষয়। কারন যত ডেমো আকাউন্টে কাজ করা যাবে তত আভিজ্ঞতা আরজ়ন করা যাবে।
-
প্রথম কথা হচ্ছে অনুশীলন এর কোন বিকল্প নাই। আর নতুনদের জন্য অবশ্যই ডেমো প্রাকটিস করা গুরুত্বপূর্ন। আর ফরেক্স ব্যবসার সাফল্যর মূল মন্ত্র হল অভিজ্ঞতা এবং ধৈয্যর্ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ফরেক্সে ব্যবসা তে সফল হতে হলে অনেক অভিজ্ঞতা র প্রয়োজন আর এ অভিজ্ঞতা আপনি ডেমো ট্রেডিং থেকে নিতে পারেন। ধন্যবাদ।
-
ডেমো ট্রেড ছাড়া কেউ কখনো ভাল ট্রেডার হতে পারবে না। কারন ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড একই ট্রেড । কিন্তু ডেমো ট্রেডে ইনভেস্ট করা লাগে না আর রিয়েল ট্রেডে ইনভেস্ট করা লাগে । আমি অনেক ডেমো ট্রেড করেছি । আমি এখন ভাল ট্রেডার । আমি অনেক ডলার প্রফিট করতে পারি ফরেক্স থেকে । তাই আমি আমার অন্য ফরেক্স বন্ধুদের বলি সব সময় ডেমো ট্রেড অনুশীলন করো যদি ফরেক্স এ ভাল কিছু করতে চাও ।
-
ডেমো ট্টেডিং হচ্ছে ফরেক্স শেখার অন্যতম ধাপ। ডেমো ফরেক্স এ আপনি অনেক কিছু শিখতে পারবেন ফরেক্স সম্পর্কে। যারা নতুন ট্টেইনার তারা যদি এই ডেমো ফরেক্স এ ট্টেড করতে পারা শিখে, তারা ফরেক্স এ রিয়াল একাউন্ট এ ট্টেড করে ইনকাম করতে পারবে। তবে আমার মতে একজন নতুন ট্টেইনার তাদের কমপক্ষে ১ বছর এ ডেমোতে প্রাকটির্স করা উচিত। তাহলে একজন ফরেক্স ট্টেইনার ভল সাফল্য অজর্ন করতে পারবে।
-
আমরা সবাই জানি যে অনুশীলন ছাড়া কোন ভাবে সফল হওয়া সম্ভব না, ফরেক্স এর জন্য ডেমো আকাউন্ট একটি পথনির্দেশক হিসেবে কাজ করে। আমরা ডেমো অ্যাকউন্ট দিয়ে অনেক অনুশীলন করে পরবর্তিতে সত্তিকার ট্রেড করতে পারব এবং অবস্যই লাভোবান হতে পারব।
-
আমি মনে করি নতুন এবং পুরাতন সবার কম বেশি ডেমো ট্রেড করে নিজেকে দক্ষ করে তুলতে পারে। আর তাছারা লাইভ ট্রেড করে নিজের পকেটের টাকা লস করে লাভ নাই। কারন ব্রোকার ডেমো ট্রেডের ব্যবশ্তা রেখেছে যা দিয়ে আমরা নিজেদের সঠিকভাবে ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারি।
-
হ্যা ভাই আপনি সত্যি বলেছেন। কারন ফরেক্স যদিও কোন অভিজ্ঞ স্যার বা কোন ট্টেইনার কাছ থেকে শেখেন না কেন এই ফরেক্সেএ ডেমোতে শিখলে আপনি অনেকটা ভাল বুঝতে পারবেন। কারন ডেমোতে রয়েছে রিয়েল এর মত ট্টেড করা। আপনি ডেমোতে ট্টেড করে ট্টেড করা অনেকটা বুঝতে পারবেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন অনেকটা। তাই ডেমো যত দেখবেন ততই শেখা যায়।
-
ফরেক্সে কাজ করতে হলে বেশি বেশি ডেমো এবং অনুশীলন করতে হবে। কারণ ফরেক্স বিষয় নিয়ে এক সপ্তাহ বা এক মাসেই শেষ হয়ে যায়। যতো বেশি ডেমো প্রাকটিস ও অনুশীলন করা যাবে ততো বেশি ভালো দক্ষ ট্রেডার হওয়া যাবে। ফরেক্স থেকে টাকা আয় করা খুব সহজ যদি বিষয় টা ভালাভাবে জানা থাকে। ফরেক্স সম্পর্কে ভালো বুঝলে ও ট্রেড করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায়। এজন্য বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে এবং সময় নিয়ে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে তাহলেই ভালো মান বজায় থাকবে। ফরেক্স সম্পর্কে যতটা বেশি অনুশীলন করা যাবে ততোই ভালো।