-
আমি ও আপনার মত একজন নতুন ট্রেডার আমিও আপনার মত ডেমো ট্রেড করছি। আমি আপনার মত প্রতিদিন ১০ ডলার করে আয় করতে চাই। আমি জানি আয় করলে হলে আমাকে অনেক কষ্ট করতে হবে। আমি ভালভাবে ট্রেড শিখে ছোট ছোট লটে ট্রেড ওপেন করবো ।ট্রেড ওপেন করার আগে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড করবো।
-
আপনার পক্ষে দিনে ১০ ডলার আয় করা সম্ভব যদি আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে থাকেন। আবার এটি যেন আপনার অত্যাধিক লোভ হয় না তাহলে উল্টো রুপ নিতে পারে। তবে সব সময় লাভ হবে এমনটা নয়
লসটাকেও মেনে নিতে হবে। আমার মনে হয় আমাদের প্রথমে দক্ষ হয়ে গড়ে ওঠা দরকার তার পর না হয় লাভ করার দিকে নজর দিতে হবে।।।
-
ভাই ফরেক্স মার্কেটে কখনই কোন প্রকার নিশ্চয়তার কথা বলা যাবে না, কারন এই মার্কেটটা একটু আলাদা ধরনের। তাই নতুন অবস্থায় শুধু জ্ঞান ও অভিজ্ঞতা কয়েকটি বছর আগে অর্জন করেন, একটা ভাল স্ট্রাটিজি আগে তৈরি করুন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ উপার্জন করা সম্ভব। সুতরাং দক্ষতা বৃদ্ধি করুন তাহলে দিনে ১০০ ডলারও উপার্জন করতে পারবেন।
-
টার্গেট করে দৈনিক ১০ ডলার ইনকাম একটু চাপে ফেলতে পারে আপনাকে। কারন প্রতিদিন একটা চাপ নিয়ে আপনার ট্রেড শুরু করতে হবে। সব সময় লাভ হবে এমনটাও কিন্তু না। লস হলে কত ডলার পর্যন্ত লস ক্যারি করবেন সেটাও মাথায় রাখতে হবে। ১০ ডলারের থেকেও বেশি ইনকাম সম্ভব যদি চাপমুক্ত ট্রেড নিতে পারেন।
-
অভিজ্ঞতা অর্জন করতে পারলে ফরেক্স ব্যবসা থেকে আপনি দিনে ১০ ডলার এর বেশি আয় করতে পারবেন । এই জন্য দরকার আপনার ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান এবং দক্ষতা । এই জ্ঞান আর দক্ষতা অর্জন করতে হলে আপনাকে অনেক বেশি অনুশীলন করতে হবে । আপনি ফরেক্স মার্কেট এ নতুন হলে ডেমো অ্যাকাউন্ট এ নুন্নতম ৬ মাস অনুশীলন করেন । তারপর নিজেকে ফরেক্স মার্কেট এ দক্ষ করে তুলে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড শুরু করুন ।
-
ফরেক্স থেকে ১০ ডলার আয় করা অসম্ভব কোন কিছু নয় । ২০০ ডলারের ডিপোজিট এই আয় সম্ভব আমার মতে। তবে এর জন্য আপনাকে অনেক ভাল মানের ট্রেডার হতে হবে। মার্কেট খুব ভাল করে এনালাইসিস করে ট্রেড অপেন করতে হবে। ধৈর্য্য সহকারে সুজোগের অপেক্ষা করতে হবে। ভুল ট্রেড আস্তে আস্তে পরিহার করতে হবে। তবেই লক্ষ্য পৌছাতে পারবেন।
-
ফরেক্স একটি লাভজনক ব্যবসায় এবং কম মুলধন দিয়ে অনেক বেশি অর্থ উপার্জন করা যায়। কিন্তু তার আগে ফরেক্স এর প্রতিটি বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। আর যত বেশি চর্চা করবেন তত বেশি দক্ষ হবেন। আর ডেমো একাউন্ট ট্রেড করে রিয়েল লাইফ ট্রেডিং এর অভিজ্ঞতা হয় না , তাই ডেমো একাউন্ট এ ট্রেড না করে , একটি সেন্ট একাউন্ট এ 10$ ডিপোজিট করে ট্রেড করলে আপনি বেশি দক্ষতা অর্জন করতে পারবেন।
-
কোন কাজে যদি কোন লক্ষ না থাকে তবে সফল হওয়া যায়না তবে যদিও ফরেক্স হতে দিনে আপনি ১০ ডলার করে আয় করা সুযোগ পাবেন সপ্তাহে ৫ দিন কারন দুই দিন মার্কেট বন্ধ থাকে এবং এর জন্য আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে যতেষ্ট জ্ঞান ও দক্ষতার ধারক হতে হবে তবে এটা ঠিক ফরেক্স হতে দিনে এমন আয়ের টার্গেট ঠিক না।
-
ফরেক্স থেকে যে কেউ অল্প সময়ের ভিতর অনেক অর্থ আয় করতে পারে তা সে ১ ডলা্রই হোক আর হোক সেটা ১০ ডলার তার জন্য আপানর নিজের ব্যা্ক্তিগত অভিজ্ঞতা এবং তার সাথে একটি অন্যতম বিষয় হলো আপনার পর্যাপ্ত ব্যালেন্স অনেক ব্যালেন্সই পারে আপাানাকে প্রতি দিন ১০ ডলার্ এর উপর আয় করাতে।
-
ফরেক্স থেকে সবাই আয় করতে চায় কিন্তু সকলের আয় করার মত ট্রেডিং জ্ঞান থাকে না আপনি যদি ফরেক্স ট্রেডিং নিয়মিত ভাবে আয় করতে চান এবং ফরেক্স ট্রেডিংকে নিজের পেশা হিসাবে গ্রহন করতে চান তা হরে আপনাকে সর্বপ্রথম ট্রেডিং বিষয়ে পরিপূর্ন জ্ঞান ভাল ভাবে রপ্ত করতে হবে।