রিক্স যদি না নেয় আরে ভাই তাহলে কিভাবে কি হবে আমি তো মনে করি আরেকবার রিক্স নেয়া উচিত তিনটা পর্যন্ত রিক্স নেয়া উচিত এই পরেশ মার্কেটে যদি অন্তত সাড়ে তিনটা পর্যন্ত দেখ না না এখনো কিভাবে
Printable View
রিক্স যদি না নেয় আরে ভাই তাহলে কিভাবে কি হবে আমি তো মনে করি আরেকবার রিক্স নেয়া উচিত তিনটা পর্যন্ত রিক্স নেয়া উচিত এই পরেশ মার্কেটে যদি অন্তত সাড়ে তিনটা পর্যন্ত দেখ না না এখনো কিভাবে
ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে ভাগ্যের উপর নিরভর করে না ।
ফরেক্স থেকে লাভ করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে।ফরেক্স সম্পর্কে একজন ট্রেডারের জ্ঞান বা দক্ষতার ওপরই নির্ভর করে সে ফরেক্স থেকে কি পরিমান লাভ বা লস করবে।তাই এখানে বলা ঠিক নয় যে ফরেক্স থেকে লাভ করাটা ভাগ্যের উপর নির্ভর করে।ফরেক্স থেকে লাভ করাটা নির্ভর করবে আপনার উপর।
ফরেক্স একটি মার্কেট প্লেস যেখানে বিভিন্ন পেশার লোকজন তাদের অর্থ ইনভেস্ট এর মাধ্যমে ট্রেডিং অংশগ্রহণ করেন এবং প্রফিট অর্জন করেন। ফরেক্স যেহেতু একটি ব্যবসায় সেহেতু প্রতিটি ব্যবসা এর মত এখানেও লাভ ও লস দুটি জড়িত। কিন্তু প্রফিট যে কেবলমাত্র ভাগ্যের উপর নির্ভরশীল এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। জুয়ার ক্ষেত্রে লাভ বা ক্ষতি ভাগ্যের উপর নির্ভরশীল।কোন ট্রেড আর যদি পরিপূর্ণভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে ট্রেডিং করেন তবে অবশ্যই প্রফিট অবধারিত। কিন্তু কেউ যদি অনভিজ্ঞতার কারণে ট্রেড করে লস এর সম্মুখীন হয় সেটা একান্তই দুর্ভাগ্যজনক। তাই আমার মতামত হলো অবশ্যই ফরেক্স এর প্রফিট ভাগ্যের উপর নির্ভরশীল নয়।
ব্যবসায় লাভ করতে হলে অবশ্যই ভাগ্য সহায়ক হতে হবে ।তবে শুধু ভাগ্যের উপর নির্ভর করে থাকলে চলবে না । প্রফিট অর্জন করতে হলে আপনাকে ভাগ্যের পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে ।তাহলে আপনি সাফল্য পাবেন ।
আমরার জানি প্রত্যেকটা ব্যবসায়ের লাভ-লস এই দুই দিক ই রয়েছে।ব্যবসা করতে হলে লাভ যেমন আমাদের কাছে সুখকর তেমনি লস কেও মানতে হবে।তবে এখানে ভাগ্য ও দরকার।ভাগ্য ছাড়া কখনও আমরা লাভ করতে পারব না।তবে এই ভাগ্য আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে।আমরা ফরেক্স যদি না বুঝি মার্কেট এনালাইসিস করতে না বুঝি মানি ম্যানেজমেন্ট না বুঝি তবে ভাগ্য আমাদের ফেভার করবে না।আমাদের ভাগ্য আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে।প্রফিট করতে এমন ভাগ্য আমাদের তৈরি করতে হবে তবেই আমরা সফল হতে পারব।
আসলে চেষ্টা ছাড়া কিছুই হয় না যদি নিজের মন চায়, আমি মনে করি ফরেক্স মানে দক্ষতা বা অভিজ্ঞতা, অভিজ্ঞতা ছাড়া ফরেক্স লাভ করা ভাগ্যের ব্যাপার কিন্তু যদি কেউ ফরেক্সে চেষ্টা করে তা হইলে আমি বল্বো ফরেক্সে নিজ থেকে নিজের ভাগ্যো গড়ে নেওয়া যায় যদি পুরা চেষ্টা থাকে তাই ফরেক্স নবেশি বেশি করে সময় নিয়ে আমরা অভিজ্ঞ হওয়ার চেষ্টা করি, একসময় দেখাযাবে ফরেক্সে লাভ করা ভাগ্য নিজে গড়ে নিয়েছেন।ও
আমার মতে প্রফিট করা ভাগ্যে ও অভিজ্ঞতার ব্যপার।আর ফরেক্স পুরাটাই অভিজ্ঞতার ব্যপার আমার মনে হয়।এটা কোন জুয়া খেলা না যে আপনার ভাগ্যে মিলে জাবে তার পরও ভাগ্যর কিছু ব্যপার আছে।তবে ফরেক্স সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন।
ফরেক্স থেকে লাভ করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে আর ফরেক্স পুরাটাই অভিজ্ঞতার ব্যপার আমার মনে হয়।এটা কোন জুয়া খেলা না যে আপনার ভাগ্যে মিলে জাবে তার পরও ভাগ্যর কিছু ব্যপার আছে।তবে ফরেক্স সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন।
আসলে প্রতিটা ব্যাবসার প্রফিটের বিষয়টা দক্ষতার উপর নির্ভর করে । আর ফরেক্সের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম নয় । এখানে চেষ্টা ছাড়া ভাগ্য বলতে কিছুই নেই ।আপনি ঘরে বসে যদি বলেন আমার ভাগ্যে নেই তাহলেতো হবে না । আপনাকে আপ্রান চেষ্টা করতে হবে । তবে ভাগ্য বলতে কিছুই নেই সেটা বলাও ভুল হবে। আপনার যথাযথ চেষ্টা আপনি করবেন বাদ-বাকীটা আপনার ভাগ্যের উপর।