-
ইন্ডিকেটরের মাধ্যমে আমরা মুলত দিকনির্দেশনা পেতে পারি। মার্কেটের মুভমেন্ট বুঝতে পারি। তবে একটা কথা মনে রাখবেন ইন্ডিকেটর কখনোই ভবিষ্যত ট্রেড সম্পর্কে আপনাকে আগাম ধারনা দিতে পারে না। ইন্ডিকেটর তখনই কাজ করে যখন মার্কেট মুভ হতে শুরু করে। তাই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি শুধু মার্কেট এর মুভমেন্ট বুঝতে পারবেন। মার্কেট সম্পর্কে আগাম ধারনা পাবেন না।
-
আমি যতটুকু জানি ইন্ডিকেটর হচ্ছে এক ধরণের নির্দেশক।এর সাহায্যে মার্কেটের গতিবিধি বুঝা এবং অনুমান করা যায়।টার্মিনালে অনেক গুলো ইন্ডিকেটর ডিফল্টভাবে দেয়া থাকে।তাছাড়া যে কেউ ইচ্ছা করলে বাড়তি ইন্ডিকেটর ও সেট করতে পারে।
-
ইনডিকেটর হচ্ছে আমাদের ট্রেডিং চার্টে টেকনিক্যাল এনালাইসিসের জন্য ব্যাবহার্য টুলস৷নানা ধরনের ইনডিকেটর রয়েছে এখানে৷এসব ইনডিকেটর দিয়ে ট্রেডারগণ ট্রেডে এন্ট্রী করার পূর্বে ট্রেডিং চার্টে গুরুত্বপূর্ণ ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো নিশ্চিত হয়ে নেন৷নতুন,অনবিজ্ঞ ও অদক্ষ শিক্ষার্থী ট্রেডারগণ নিয়মিত পর্যাপ্ত প্রফিট করার আশায় এই সব বিভিন্ন লাল+নীল+সবুজ+হলুদ...বাহারী রঙ্গের ইনডিকেটর ব্যাবহার করেন৷অথচ কোনোও ইনডিকেটরই নিয়মিত প্রফিট করার জন্য কখোনোও সঠিক ও আগাম সিগনাল দিতে পারে না৷
-
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে তা নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস বাড়তে পারে কিংবা কমতে পারে,সেক্ষেত্রে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সেই অনুসারে ট্রেড করতে পারবে। এছাড়া অনেক ইন্ডিকেটর আপনাকে মার্কেট ট্রেড বুঝতে সাহায্য করে।
-
ইনডিকেটর মানে হল দিক নির্দেশক আর ফরেক্স মার্কেট এ ইনডিকেটর মার্কেট কোন দিকে যাবে তা নির্দেশ করে ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ট্রেডার ইনডিকেটর দিয়ে ট্রেড করে আর ইনডিকেটর দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেট এ অনেক অনেক ডলার লাভ ও করে আপনি চাইলে ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দিয়ে ট্রেড করে অনেক ভাল করতে পারবেন
-
ইন্ডিকেটর হলো ট্রেডারদের ফরেক্স মার্কেট দিক নির্দেশার জন্য যে টেকনিক্যাল টুলস ব্যবহার করা হয় সেটিকে বুঝায়। অর্থাৎ ফরেক্স মার্কেট ট্রেডিং কৌশল কোন দিকে যাবে তা নির্দেশ করে শুধুমাত্র ইন্ডিকেটরের মাধ্যমে। আর আমার জানা মতে বেশির ভাগ ট্রেডার ইন্ডিকেটর দিয়েই ট্রেড করে থাকে। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি চাইলে ইন্ডিকেটর ব্যবহার করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
ইন্ডিকেটর হলো আপনার হাতিয়ার যার মাধ্যমে আপনি ট্রেড এর সঠিক নির্দেশনা পেতে পারেন । ধরুন আপনি চার্টে একটি বিষয় লক্ষ্য করলেন যে , যখন পরপর দুটি গ্রীণ ক্যান্ডেল তৈরী হয় , তখন এরপর একটি রেড ক্যান্ডেল তৈরী হয় বা প্রাইজ কমে যায় । এবং এই নিয়ম অনুসরন করেই আপনি ট্রেড করতে শুরু করলেন । তাহলে এই দুটি গ্রীণ ক্যান্ডেল কে ইন্ডিকেটর বলা হবে । প্রকৃত পক্ষে কোনো ইন্ডিকেটরই সঠিক দিক নির্দেশনা দেয় না । তাই নিজেই অ্যানালাইসিস করুন ।
-
ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়ছে কি কমবে তা নির্দেশ করবে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যালের হতে পারে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তী প্রাইস বাড়বে না কমবে।
-
ফরেক্স এর এন্ডিকেটর বলতে আমরা বুঝবো নির্দেশক। যে সব টুল দ্বার মার্কেট এর অবস্থা নির্দেশ করে সে সব এন্ডিকেটর। পূর্ব সময়ে মার্কেট কি অবস্থায় ছিল এবং বর্তমানে কি অবস্থায় আছে সব ডাটা ক্যালকুলেশন করে ভবিষ্যতে মার্কেট কোন দিকে যেতে তার একটা মোটামুটি ধারনা পাওয়া যায় এন্ডিকেটর ব্যবহার করে। সব বেশী ব্যবহৃত এন্ডিকেটর গুলোর মধ্যে হচ্ছে মুভিংএভারেজ, ফিবো, বলিংগার ব্যান্ড। এগুলোর ব্যবহার জানতে হলে ফরেক্স ভাল ভাবে বুঝতে হবে এবং ডেমো ট্রেড করতে হবে বেশী বেশী। তাহলে ফরেক্স এ সফলতা পাওয়া যাবে।
-
ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক, যা প্রাইস বাড়বে কি কমবে তা নির্দেশ করে।যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে বা কমতে পারে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করে।