-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যর । ধৈর্যশীল না হলে ট্রেড করা যায় না আর ফরেক্স মার্কেটে টিকেও থাকা যায় না । ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অভিজ্ঞতারও প্রয়োজন আছে । ফরেক্স মার্কেটে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় তাও শিখতে হবে । আর তাই বেশি করে ডেমো ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য যে জিনিস সবচাইতে বেশী গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ভালো ট্রেডিং সিস্টেম।কারন একটি ভালো ট্রেডিং সিস্টেমই পারে আপনাকে একজন সফল ট্রেডার বানাতে।আর আপনার ট্রেডিং সিস্টেমের ভেতরে অবশ্যই ধৈর্য এবং মানি ম্যানেজমেন্ট বিষয়গুলো থাকতে হবে এবং আপনার সিস্টেম আপনাকে কঠোর অধ্যবসায়ের সাথে চর্চা করে যেতে হবে।তাহলেই আপনি ফরেক্সে সফলতার মুখ দখতে পারবেন।
-
ফরেক্স যেমন লাভ জনক মার্কেট তেমনি ঝুঁকির্পূণ মার্কেট। কথায় আছে যেখানে লাভ বেশি সেখানে ঝুঁকি ও বেশি। এখানে টিকে থাকার সবচেয়ে বড় বাঁধা মানুষের লোভ এবং ইমোশন। আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি মার্কেট এনালাইজ না করে ই আমি কিছু লাভ করতে পেরে আমি বেশি বেশি সেল ট্রেড করছিলাম হঠাৎ মার্কেট আমার প্রতিকূলে চলে যায় এবং আমি আমার সব মূলধন হারিয়ে ফেলি। এখানে যেমন বেশি পাওয়ার লোভ ছিল তেমনি বেশি পাওয়ার জন্য ইমোশন ও কাজ করেছিল।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ধরয্য ধরে থাকতে হবে এবং ভালভাবে ফরেক্স জানতে হবে । আর এর জন্য আপনাকে সহায়তা করবে ডেমো ট্রেড । আপনি ডেমো ট্রেড করে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে পারবেন । পাশাপাশি আপনার থাকতে হবে মানি ম্যানেজমেন্ট । কারণ মানি ম্যানেজমেন্ট যদি আপনার না থেকে তাহলে আপনি টিকে থাকতে পারবেন না ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অনেক কিছুই জানার প্রয়োজন। ফরেক্সে মার্কেটে টিকে থাকতে ধৈর্য প্রয়োজন। ফরেক্সে মার্কেটে টিকে থাকতে হলে অনেক পরিশ্রমের প্রয়োজন।মোট কথা এখানে টিকে থাকতে হলে এই ফরেক্সে সমন্ধে অনেক বই রয়েছ যেগুলো ভালোভাবে পড়তে হবে। প্রাথমিকভাবে অল্প লটে ট্রেড ধরতে হবে।বেশি ঝুকি নেওয়া যাবে না।লোভের বশবর্তী হয়ে বেশি ট্রেড ধরা যাবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকলে মানি ম্যানেজমেন্টের জ্ঞান অবশ্যই জরুরি। ঠিক মতো মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে। ট্রেড এনালাইসিস করে নিতে হবে, লসের পরিমান যত সম্ভব কমাতে হবে এবং লং টার্ম ট্রেড করতে হবে। সঠিক স্ট্র্যাটেজী নিয়ে আগালে এখানে টিকে থাকা সম্ভব। তবে অবশ্যই লোভ পরিহার করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য সবার আগে মার্কেট বুঝতে হবে । মার্কেট বুঝে ট্রেড করতে হবে । ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট এর উপর বেশি গুরুত্ব দিতে হবে তাহলে এখান থেকে লাভবান হওয়া যাবে ।ফরেক্স মার্কেটে ধীরে ধীরে লাভ করতে হবে অঅর অল্প লাভ করে সন্তুষ্ট থাকতে হবে তবেইিএ ব্যবমায় টিকে থাকা যাবে ।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে সেটা হল সঠিক সিদ্দান্ত এবং তার সাথে ধৈর্য । তারপর আপনাকে জোর দিতে হবে আপনার এনালাইসিস এর উপর। টিকে থাকার জন্য প্রতিটি ট্রেড এর বেলায় আপনাকে মার্কেটিং বেবস্থা সম্পর্কে অবহিত হতে হবে, টেকনিক্যাল এনালাইসিস বুজতে হবে। ট্রেড এর সময় নিজের ক্যাপিটাল এর দিকে নজর দিতে হবে। ঝুকি এত বেশি না নেয়াটাই ভাল।
-
ফরেক্স মার্কেটে যদি আপনি দীর্ঘদিন টিকে থেকে ব্যবসা করতে চান তবে আপনাকে সর্ব প্রথম আপনার পুজি রক্ষনা বেক্ষন করার জন্য আ্পনাকে সঠিকভাবে মানিম্যানেজমেন্টেএ পারদর্শি হতে হবে এবং এর সাথে আপনাকে ট্রেডিং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আপনার ধর্ষ্য ও সাহস বাড়াতে হবে এবং লোভ এবং আবেগকে নিয়ন্তন করতে হবে। ধন্যবাদ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হল ধৈর্য্য। গতিশীল এই মার্কেটে প্রতিটি ট্রেডে গুরুত্ব দিতে হবে। সুন্দর পজিশন বুঝে ট্রেড নিতে হবে।অন্যথায় বাজে পজিশন থেকে ট্রেড ওপেন করলে লস দেখে মন মানসিকতার অবক্ষয় ঘটবে।একপর্যায়ে ট্রেড করতে ভয়ও করতে পারে। কিন্তু শুরু থেকে যদি ভালো পজিশন বুঝে ট্রেড ওপেন করা যায় তবে লাভের সম্ভবনা বেশি থাকে।আর মার্কেটের ভালো পজিশনে ট্রেড ওপেন করতে হলে ট্রেডিংয়ে প্রচুর সময় এবং ধৈর্যের বিনিয়োগ করতে হয়। কেননা মার্কেটের ভালো পজিশন আসতে অনেক দেরি হতে পারে যতক্ষণ অনেকেই ধৈর্য্য হারিয়ে বসে।