-
ফরেক্স মারকেটে একজন ভাল ট্রেডার হলেও সে ট্রেডে লস করে লস করে না এমন ট্রেদার খুভ কম থাকে তাই ট্রেড করতে হলে অনেক ভেবে চিন্তা করে ট্রেড করা ভাল ফরেক্স মারকেটে লসের কারন না বুঝে ট্রেড ওপেন করলে লস কতে হয় ইমশন হয়ে ট্রেড ওপেন করলে আরও অনেক কারনে লস হতে পারে।
-
ফরেক্স লস হয় ভিবিন্ন ভুলের কারনে যখন আপনি একটি ট্রেড ওপেন করবেন তখন ফরেক্স ট্রেডিং সম্পর্কে যে সমস্ত গুল কেয়াল রাখতে হয় সেগুল দেখে অনেকে মার্কেট এনালাইসিস করে না কোন নিউজ আছে কিনা সেগুল দেখে না মার্কেট প্যাটার্ন দেখে না আরও অনেক কারনে ট্রেডে লস হতে পারে ।
-
ফরেক্স হচ্ছে আমাদের দেশের একটি অন্য তম ব্যাবসা । ফরেক্স এ্র লস হয় এক মাত্র নিজের ভুলের কারণে । কারণ এই ফরেক্স এ আমরা যদি ভালো ভাবে বুঝতে না পারি এবং এর সম্পর্কে আমাদের বেশি অভিজ্ঞতা থাকা ফরেক্স ব্যাবসায়ে এর অন্য তম লসের কারণ।
-
অনেক সময় আমরা ইমসনাল হয়ে ট্রেড করি।আর না বুঝে ট্রেড করা ফরেক্স এ লস হওয়ার একটি অন্যতম কারন। এখন অনেকে না বুঝে লুভে পরে ট্রেড করে যার ফল হয় লস ।তাই সবার উচিত বুঝে শুনে প্রথমে ডেমো ট্রেড করে তার পর ফরেক্স এ ট্রেড করা।
-
ফরেক্সে এসে লস করেনি এমন ট্রেডার খুজে পাওয়া দুস্কর। প্রথম প্রথম তো সবাই শুধু লসই করেন। ফরেক্সে এই লস করর পেছনে কারন থাকতে পারে অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা কমের কারনে অনেকে লস করেন। আবার মার্কেট এনালাইসিস না করে ট্র্বেড নিলে কিংবা উলটাপালটা ট্রেড নিলে লস কিছুটা অবধারিতই। এসকল কারনেই মূলত লস খায়।
-
ফরেক্স লসের মূল কারণ না বুঝে ট্রেড করা। মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে না করাও ফরেক্সে লসের অন্যতম কারণ। বেশি লিভারেজ ও অল্প ব্যালেন্স দিয়ে ট্রেড করলেও অনেক ক্ষেত্রে লস হয়ে থাকে। নিউজ টাইমে ট্রেড করে শতকরা 90% ট্রেডারই লসের সম্মুখীন হয়।
-
ফরেক্স এ লস হওয়ার মুল কারন হল এনালাইসিস ছাড়া অল্প জেনে ফরেক্স ট্রেড করা। ফরেক্স করতে হলে কিছু গুন থাকা দরকার। সেগুলি হল পরিশ্রম, লভ ত্যাগ, রাগ ত্যাগ এছাড়া আর কিছু ভাল গুন থাকতে হবে।
-
জি আমরা লস করতেই পারি, আমিআমার বড় ভাইদের দেখেছি যারা একজন মার্কেট এ ৫ বছর যাবত ট্রেডিং করছেন, কন্তু এখনো তার ট্রেড এ মাঝেই মাঝেই লস হয়, অনার ও কতবার একাউন্ট এর ব্যালান্স জের হয়েছে, কিন্তু তিনি হল ছাড়েন নি, এর মানে আমরা শিখি বারবার যে ট্রেডিং এ মার্কেট এ লস হবেই, এই লস এর মানে এই না যে আপনি ট্রেডিং ছেড়ে দিবেন. আপনাকে চেষ্টা করেই যেতে হবে.
-
আমরা ফরেক্স মার্কেট এ কম বেশী সবাই লস করে থাকি আসলে আমাদের ছোট খাট ভুলের জন্য আমরা এমন লসের সম্মুখীন হই ।খুব সহজেই এই মার্কেট থেকে দ্রুত বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখি যার কারনে আমরা এখানে কম বেশী লস করে থাকি ।আসলে আমাদের কে লস কমাতে হলে ফরেক্স শিখতে হবে ।
-
লস করা বিভিন্ন কারন আছে কিন্তু তার মধ্যে প্রধান কারন হলো ভূল ট্রেড করা। আমরা অনেকেই না বুঝে শুনে ট্রেড করি ফলে আমাদের ট্রেডটায় আমরা লস করি আর লস করা পরও আমরা একটা বার ভাবিনা যে লস কেন হলো কি ভাবি হলো। তাই আমাদের উচিত ট্রেড করা আগে ভাল ভাবে দেখে শুনে বুঝে শিখে তারপর ট্রেড করতে হবে তাহলে আমরা কিছুটা হলেও লস কাটিয়ে উঠতে পারবো।