-
বাংলাদেশ থেকে সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে ডিপোজিট করা যায় কি না সেটা আমার সঠিক জানা নেই। তবে আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার আছেন তাদের কাছে ডলার থাকে। তাদের থেকে নিয়ে আপনি ফরেক্স এ ডিপোজিট করতে পারেন। আর আপনি স্ক্রিল বা নেটেলার এর মাধ্যম ডিপোজিট করতে পারেন।
-
বর্তমানে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করা কোন ঝামেলাই না। আপনি বিভিন্ন উপায়ে এই মার্কেটে বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটা ফরেক্স এর অফিস হয়েছে আপনি যদি চান তাহলে আপনি সেখানে গিয়ে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি স্ক্রিল অথবা নেটেলার এর মাধ্যমেও বিনিয়োগ করতে পারেন। আমি সাধারণত স্ক্রিল একাউন্ট ব্যবহার করে থাকি এই মার্কেটে বিনিয়োগের জন্য আর এখন পর্যন্ত আমি কোন প্রকার ঝামেলার সম্মুখীন হই নাই। তাই আপনিও নি:সন্দেহে সেটা করতে পারেন।
-
বাংলাদেশ ব্যাংক এর কিছু পলিসির কারণে বাংলাদেশ থেকে ফরেক্স মার্কেট এ আমরা ডিপোজিট করতে পারিনা তাই আমরা ইন্টারনেট কারেন্সি বেবহার করে ফরেক্স মার্কেট এ টাকা ডিপোজিট করতে পারি এর জন্য অনেক অনলাইন পেমেন্ট প্রসেসর আসে যেমন স্ক্রীল , পায়জা , পারফেক্ট মানি , ওয়েব মানি নেটেলার এসব বেবহার করতে পারি এগুলো অনেক নিরাপদ এবং রেগুলেটেড পেমেন্ট প্রসেসর আমরা এগুলো থেকে আমাদের ব্যাঙ্ক এর একাউন্ট এ টাকা অনেক সহজেই উঠাতে পারি।
-
বাংলদেশ থেকে অনেক উপায়ে আপনি ইন্সটাফেরেক্সে ডলার ডিপোজিট করতে পারেবেন। সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হচ্ছে ইন্সটাফেরেক্সের বাংলাদেশের লোকাল অফিস এটি মগবাজার গুলফেসা প্লাজায় অবস্থিত আরো যে উপায় গুলো আছে অন লাইন যেমন মানিবুকারস, ওকে পে, নেথেলার এই সব পেমেন্ট মেথুড আপনি ব্যবহার করে ডিপোজিট করতে পারেন।
-
আমি করেছি মানি বুকারস থেকে আপনি চাইলে অন্য কোন ই কারেন্সি ব্যাবহার করে আপনি ডিপোজিট করতে পারেন এ ব্যাপারে যদি কারো সহযোগিতার দরকার হয়ে থাকে তাহলে আমাকে বেক্তিগত ভাবে জানাতে পারেন আমি চেষ্টা করব সমস্যা সমাধানের জন্য যে কোন ই কারেন্সি থেকে আপনি ডিপোজিট করতে পারবেন ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে টাকা ডিপোজিট করাটা আগে অনেক কঠিন ছিল। তবে বর্তমানে ইন্সটা ফরেক্স অফিস বাংলাদেশে হওয়াতে টাকা ডিপোজিট করাটা অনেকটা সহজ ব্যাপার হয়ে গেছে। কেননা আপনি যদি কোন রকম ওয়ে না পান তাহলে সরাসরি ইন্সটাফরেক্স ব্রোকার অফিসগুলোতে যোগাযোগ করে ফরেক্স মার্কেটে টাকা ডিপোজিট করতে পারবেন এতে কোন সমস্যায় হবে না। এছাড়া অনলাইনের মাধ্যমে কারো কাছ থেকে ডলার ক্রয় করেও আপনি ফরেক্স মার্কেটে টাকা ডিপোজিট করতে পারবেন।
-
আমার জানামতে ইন্সটাফরেক্স (instaforex) ব্রোকার এখন বাংলাদেশে তাদের নতুন শাখা চালু করেছে, যেখানে আপনি লোকাল ডিপোজিট করতে পারেন যেটা অটোমেটিক পদ্ধতিতে আপনার একাউন্টে ডলার জমা করে দিবে। আর এ জন্য আপনি ইনসটা ফরেক্স সাপোর্ট এর সাথে যোগাযোগ করতে পারেন।
-
ফরেক্স এ ডিপোজিট করার মতো তেমন কোন উপায় নেই আমার জানা মতে কিন্তু আপনি ইচ্ছা করলে মানিবুকার অথবা পেপালে আপনার বিদেশে থাকার বন্ধু বা আত্মীয় স্বজন এর মাধ্যমে টাকা প্রবেশ করে ফরেক্স বিনিয়োগ করতে পারেন। অথবা ইন্সটফরেক্স মাষ্টার কার্ড এর মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারেন। যেহেতু এগুলো সরাসরি বাংলাদেশের যে কোন অনলাইন ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায় তাই এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই বিনিয়োগ করতে পারেন।
-
বাংলাদেশ থেকে ফরেক্সে এ ডিপোজিট করার কয়েকটা মাধ্যম আছে । তার মধ্যে মানিবুকার , ইন্সটফরেক্স মাষ্টার কার্ড , নিটেলার , ওয়েব মানি ইত্যদি । আপনে চাইলে পৃথিবীর যে কোন প্রান্থ থেকে ইনভেস্ট করতে পারবেন এটির মধ্যে ।
-
নানা উপায় আছে আপনি যে উপায় ইচ্ছে সেভাবেই আপনি এই মার্কেট থেকে অবলম্বন করে আসতে পারেন আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে আগে এই মার্কেট থেকে বেশী করে সব সময় ভাল করে জ্ঞান অর্জন করে মার্কেট এর ত্রেন্ড নির্ধারণ করে আমাদের কে ট্রেড করতে হবে ।